শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

Smile = মৃদু হাসি
.
Laugh = শব্দ করে হাসা
.
Titter = মূর্খ হাসি
.
Simper = বোকা হাসি
.
Chuckle = মুখ টিপে হাসা
.
Giggle = ফিকফিক করে হাসা
.
Guffaw = অট্টহাসি
.
Grin = দাঁত বের করে হাসা
.
Snigger = চাপা হাসি
.
Snort = হো হো করে হাসা
.
Cackle = হা হা
* পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ-
বাংলাদেশ।
* বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ- সুন্দরবন।
* বাংলাদেশের বৃহত্তম দ্বীপ-
ভোলা।
* দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ-।
-মহেশখালী।
* দেশের একমাত্র প্রবাল দ্বীপ -। -
সেন্টমার্টিন।
* দেশের সর্বদক্ষিণের দ্বীপ
ছেঁড়া দ্বীপ।
* দক্ষিণ তালপট্টি দ্বীপ-
হাড়িয়াভাঙা নদীর মোহনায়
অবস্থিত (সাতক্ষীরা)। * নিঝুম দ্বীপ
অবস্থিত-
মেঘনা নদীর মোহনায়।
* দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর
নাম-।
-নিউমুর বা পূর্বাশা।
* সোনাদীয়া দ্বীপ-কক্সবাজার। * চর
আলেকজান্ডার অবস্থিত
লক্ষ্মীপুরের রামগতিতে
* চর নিউটন অবস্থিত
ভোলা জেলার চরফ্যাশন থানায়।
* বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের
নাম ভোলা (৩৪০৩ বর্গ কি.মি.) * ভারতের
নৌবাহিনী জোরপূর্বক
বেআইনিভাবে দক্ষিণ
তালপট্টি দ্বীপ দখল করে ১৯৮১
সালে।
* পর্তুগিজরা বসবাস করত ভোলার
মনপুরা দ্বীপে। * কাপ্তাই লেকে প্লাবিত
রাঙ্গামাটির উপত্যকাকে বলা হয়
ভেঙ্গী ভ্যালি।
* কাপ্তাই লেক হচ্ছে মানবসৃষ্ট
কৃত্রিম লেক (আয়তন-৭২৫ বর্গ
কি.মি.) * বাংলাদেশ তথা পৃথিবীর
দীর্ঘতম সমুদ্র সৈকত- কক্সবাজার
সমুদ্র সৈকত।

সোমবার, ২৭ জুলাই, ২০১৫

প্রেসক্রিপশনে ব্যবহৃত
‘Rx’ চিহ্ন দিয়ে যা বোঝায়
প্রেসক্রিপশন বা চিকিৎসার ব্যবস্থাপত্রে ব্যবহৃত
‘Rx’ চিহ্ন নিয়ে কয়েকটি মতবাদ প্রচলিত আছে।
প্রথমত, Rx হল বৃহস্পতি গ্রহের Astrological সাইন
আর বৃহস্পতি গ্রহের নাম ইংরেজিতে Jupiter যা
কিনা রোমানদের মতে দেবতাদের রাজা। Rx
লেখা হয় এই জন্য যে প্রেসক্রিপশনে লিখা
পথ্যের উপর যেন রোমান দেবতা Jupiter
শুভদৃষ্টি দেন এবং রোগী আরোগ্য লাভ
করে।
এছাড়া, চিকিৎসা শাস্ত্রের অভিধান মতে, Rx একটি
ল্যটিন শব্দ যা ‘recipe’ ও ‘to take’ এই দুটো
মানে বোঝায়। মূলত এই RX প্রতীকটি
এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে। শব্দটা হল
Recipe, যার অর্থ হল ‘আপনি নিন’। প্রাচীন
মিশরীয়দের মধ্যে ‘উটচাট’ বা ‘হোরাসের
চোখ’ নামে এক ধরনের কবচের প্রচলন
ছিল। হোরাস হচ্ছেন একজন স্বাস্থ্য দেবতা।
‘হোরাসের চোখ’ নামে যে কবচ প্রচলিত
ছিল তা অনেক রোগ প্রতিরোধ করত। এই
কবচের প্রাথমিক আকৃতি অনেকটা হেরাসের
চোখের মত ছিল। তবে এটা নানান জিনিস দিয়ে
তৈরি করা হত।
এভাবে এটি ব্যবহৃত হতে শুরু করে এবং
কালক্রমে এটি ব্যবস্থাপত্রে চলে আসে।
তবে অবশ্যই এটি ব্যবস্থাপত্রে আসার
পেছনে দেবতার অনুগ্রহে রোগ
নিরাময়ের একটা ব্যাপার থেকেই যায়। ভিন্ন
মতানুসারে, Rx বলতে R = Refer to এবং X =
Jesus Christ, অর্থাৎ Rx = Refer to Jesus Christ,
মানে ‘যিশুর নামে পড়া শুরু করুন’। যেমন আমরা
বলি ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বা ‘মহান আল্লাহর নামে
পড়া শুরু করছি’, ঠিক সেরকম।
X শব্দের ব্যাখ্যা: X দ্বারা জেসাস ক্রাইস্ট বা যিশু
খ্রিস্টকে বোঝানো হয়। যেমন Xmas দ্বারা
বোঝানো হয় ক্রিসমাস। উল্লেখ্য, X দ্বারা
গ্রিক অক্ষর “Chi”কে নির্দেশ করে, যা দ্বারা
গ্রিক ভাষায় সংক্ষেপে ক্রাইস্ট বা যিশুকে
বোঝানো হয়ে থাকে। কেউ কেউ
বলে থাকেন, Rx মানে Report extended।
আপনার শরীরের সমস্যা বা রোগ
নির্ণয় করে ‘এক্সটেন্ডেড’ যে রিপোর্ট
করা হয় যাতে পরবর্তী পদক্ষেপ বর্ণিত
থাকে বিধায় এখানে Rx লেখা থাকে।

Grameen Phone
Balance Check : *566#
Show SIM Number : *2#
Package Check : *111*7*2#
Minute Check : *566*24# , *566*20#
SMS Check : *566*2#
MMS Check : *566*14#
Data (MB) Check : *566*10# , *567#
Call Me Back : *123*Number#
Net Setting Request : *111*6*2#
Miss Call Alert (On) : type START MCA & Send
to 6222
Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to
6222
Banglalink
Balance Check : *124#
Show SIM Number : *511#
Package Check : *125#
Minute Check : *124*2#
SMS Check : *124*3#
MMS Check : *124*2#
Data (MB) Check : *124*5# , *222*3#
Call Me Back : *126*Number#
Net Setting Request : Type ALL & Sent to 3343
Miss Call Alert (On) : Type START & Send to 622
Miss Call Alert (Off) : Type STOP & Send to 622
Robi
Balance Check : *222#
Show SIM Number : *140*2*4#
Package Check : *140*14#
Minute Check : *222*3#
SMS Check : *222*11#
MMS Check : *222*13#
Data (MB) Check : *222*81# , 8444*88#
Net Setting Request : *140*7#
Miss Call Alert (On) : Type ON & Send to 8272
Miss Call Alert (Off) : Type OFF & Send to 8272
Airtel
Balance Check : *778#
Show SIM Number : *121*6*3#
Package Check : *121*8#
Minute Check : *778*5# or *778*8#
SMS Check : *778*2#
MMS Check : *222*13#
Data (MB) Check : *778*39# or *778*4#
Call Me Back : *121*5#
Net Setting Request : *140*7#
Miss Call Alert (On) : *121*3*4#
Teletalk
Balance Check : *152#
Show SIM Number : Type “Tar” & send to 222
Package Check : unknown
Minute Check : *152#
SMS Check : *152#
MMS Check : *152#
Data (MB) Check : *152#
Net Setting Request : Type SET & Send to 738
Miss Call Alert (On) : Type REG & Send to 2455
Miss Call Alert (Off) : Type CAN & Send to 245
নিজের টাইম লাইনে রাখুন। কাজে
দেবে :-
৬৪টি সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ জানুন
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource
Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity
Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication
System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate
Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application
Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic
Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network
Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent (Microsoft
Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Doc**ent
Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony
Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap
Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup
Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup
Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User
Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service
Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power
Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate
for
GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless
Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced
Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/
Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area
Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
MZ

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

একাধিক বিয়ে যে সকল ৩০জন তারকার



মডেল ও অভিনেত্রী রুমানা খান তৃতীয়বারের
মতো বিয়ে করতে যাচ্ছেন। বিজ্ঞাপন নির্মাতা এবং
উপস্থাপক আনজাম মাসুদকে প্রেম করে বিয়ে
করেন তিনি। কিন্তু ভালোবাসার রঙ মেশানো সেই
বিয়ে বেশিদিন টেকেনি। এর পরে রুমানা দ্বিতীয়
বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক
ব্যবসায়ীকে। সে বিয়ে কয়েক বছর টিকলেও
এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্কে তিক্ততা শুরু
হয়। ছাড়াছাড়ি হয় এ জুটি। এবার তৃতীয়বারের মতো
বিয়ে করতে যাচ্ছেন রুমানা। বর্তমানে বেশ
আলোচিত খরব এটি।
মিডিয়ায় তারকাদের বিয়ে নিয়ে এমন ঘটনা নতুন নয়।
এর আগেও দেশের অনেক বিখ্যাত তারকাদেরও
একাধিক বিয়ের খবর গণমাধ্যমে এসেছে।
এ রকম একাধিক বার বিয়ের পিঁড়িতে বসা তারকার মধ্যে
থেকে জনপ্রিয় ত্রিশ তারকার বিয়ের গল্প নিয়ে
আমাদের আজকের এ প্রতিবেদন।
জহির রায়হান : কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান
১৯৬১ সালে চিত্রনায়িকা সুমিতা দেবী বিয়ে করেন।
পরবর্তীতে ১৯৬৬ সালে সুচন্দাকে বিয়ে
করেন তিনি।
জসিম : চিত্রনায়ক জসিম প্রথমে বিয়ে করেন
চিত্রনায়িকা সুচরিতাকে। পরবর্তিতে অবশ্য তাদের
বিচ্ছেদ হয়। এর পরে তিনি বিয়ে করেন
চলচ্চিত্রাভিনেত্রী নাসরিনকে।
আলমগীর : জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর
প্রথমে খোশনুরকে বিয়ে করেন।
পরবর্তীতে তাদের দীর্ঘদিনের বিবাহিত
জীবনের ইতি টেনে সংগীতশিল্পী রুনা
লায়লাকে বিয়ে করেন।
রুনা লায়লা : উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী
রুনা লায়লা এ পর্যন্ত তিন বার বিয়ের পিঁড়িতে
বসেছেন। তার প্রথম বিয়ের হয় খাজা জাভেদ
কায়সারের সঙ্গে। দ্বিতীয় বিয়ে করেন
সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে এবং
সর্বশেষ বিয়ে করেন চিত্রনায়ক আলমগীরকে।
হুমায়ূন আহমেদ : কথাশিল্পী প্রয়াত হুমায়ূন আহমেদ
ও অভিনেত্রী শাওনের বিয়ে ছিল শোবিজে
রীতিমতো একটি আলোড়ন। হুমায়ূন আহমেদের
প্রথম স্ত্রীর নাম গুলতেকিন। এই দম্পতির তিন
মেয়ে ও এক ছেলে রয়েছে। হুমায়ূন আহমেদ
রচিত ‘আজ রবিবার’ ধারাবাহিক নাটকের সেটে তার
প্রেমে পড়েন মেয়ে শীলা আহমেদের
বান্ধবী মেহের আফরোজ শাওন। এক সময়
হুমায়ূন-গুলতেকিনের ৩০ বছরের সংসার ভেঙ্গে
যায়। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ কার্যকর হওয়ার
পরে হুমায়ূন আহমেদ বিয়ে করেন শাওনকে। এই
ঘরেও হুমায়ূন আহমেদের দুই ছেলে রয়েছে।
সাবিনা ইয়াসমীন : জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা
ইয়াসমীন প্রথম বিয়ে করেন এক ব্যাংক
ম্যানেজারকে। এই সংসারে তাদের একটি কন্যা
সন্তান আছে। কিন্তু এই বিয়ে বেশি দিন টেকেনি।
মনের মিল না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর
পরে সাবিনা বিয়ে করেন ওপার বাংলার জনপ্রিয়
সংগীতশিল্পী কবির সুমনকে।
দিতি : দর্শকপ্রিয় চিত্রনায়িকা দিতি বিয়ে করেন তার
সহশিল্পী চিত্রনায়ক সোহেল চৌধুরীকে।
পরবর্তীতে তাদের ছাড়াছাড়ি হয়। এর পর চিত্রনায়ক
ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করে দিতি।
হুমায়ুন ফরিদী : হুমায়ুন ফরিদী প্রথম বিয়ে করেন
মিনুকে। এর পরে ১৯৮৪ সালে মিনুর সঙ্গে
সর্ম্পকচ্ছেদ করে অভিনেত্রী সুবর্না
মুস্তাফাকে বিয়ে করেন।
সোহেল রানা : চিত্রনায়ক সোহেল রানার প্রথম
বিবাহ বিচ্ছেদ হয় তার স্ত্রীর শারীরীক অসুস্থার
কারণে। এরপর ঢাকা মেডিকেল কলেজের এক
সহকারী প্রফেসরকে বিয়ে করেন তিনি।
সুচরিতা : সুচরিতা প্রথমে বিয়ে করেন চিত্রনায়ক
জসিমকে। তবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।
এরপর সুচরিতা বিয়ে করেন প্রযোজক কে এম
আর মঞ্জুরকে।
সুবর্ণা মুস্তাফা : সুবর্ণা মুস্তাফা ১৯৮৪ সালে অভিনেতা
হুমায়ুন ফরিদীকে বিয়ে করেন। এই দম্পতি দীর্ঘ
২৪ বছর একসঙ্গে সংসার করেন। ২০০৮ সালে
সুবর্ণা ডিভোর্স দেন হুমায়ুন ফরিদীকে এবং এর
পরপরই বিয়ে করেন নাট্য পরিচালক বদরুল আনাম
সৌদকে। সুর্বণা মুস্তাফার চেয়ে বয়সে ১৪ বছরের
ছোট বদরুল আনাম সৌদ।
শমী কায়সার : ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের
চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী
কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা
কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে
সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে
করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
আরাফাতকে।
সোহেল রানা : চিত্রনায়ক সোহেল রানার প্রথম
বিয়ে বিচ্ছেদ হয় তার স্ত্রীর শারীরীক
অসুস্থার কারণে। এরপর ঢাকা মেডিকেলের
সহকারী প্রফেসরকে বিয়ে করেন তিনি।
তাজিন আহমেদ : ছোট পর্দার পরিচালক এজাজ
মুন্নাকে ভালোবেসে বিয়ে করেন তাজিন
আহমেদ। তাদের সংসারও টেকেনি বেশিদিন। এজাজ
মুন্না বিরুদ্ধে তাজিন মাদকাসক্তি ও পরনারী আসক্তির
অভিযোগ তোলায় তাদের সংসারে ফাটল ধরে। এর
পরে তাজিন বিয়ে করেন এক মিউজিশিয়ানকে।
মমতাজ : ফোক সম্রাজ্ঞী খ্যাত জনপ্রিয়
সংগীতশিল্পী মমতাজ এ পর্যন্ত তিনটি বিয়ে
করেছেন। তার প্রথম স্বামী ছিলেন বাউলশিল্পী
রশিদ বয়াতি। তার সঙ্গে ছাড়াছাড়ির পর মানিকগঞ্জ
পৌরসভা চেয়ারম্যান রমজান আলীর সঙ্গে
বিয়ে হয় মমতাজের। কিন্তু সেই বিয়েও
টেকেনি। ২০০৮ সালে রমজান আলীর সঙ্গে
মমতাজের ছাড়াছাড়ি হয়। এরপর থেকেই নিজের
প্রতিষ্ঠিত মমতাজ চক্ষু হাসপাতালের আবাসিক চিকিৎসক
মঈন হাসান চঞ্চলের সঙ্গে গড়ে উঠে
মমতাজের প্রেমের সম্পর্ক, যা বিয়েতে গড়ায়।
জেমস : জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস
ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী রথিকে।
কিন্তু তাদের এ সংসার বেশিদিন স্থায়ী হয়নি। কেননা
জেমস প্রবাসী এক তরুণীর প্রেমে পড়েন
ফলে রথির সঙ্গে দাম্পত্যের অবসান ঘটিয়ে
দ্বিতীয়বার বিয়ে করেন।
সামিনা চৌধুরী : সংগীতশিল্পী সামিনা চৌধুরী জনপ্রিয়
শিল্পী সুরকার ও সংগীত পরিচালক নকীব খানকে
বিয়ে করেছিলেন। মতের অমিল হওয়ায় সামিনা-নকিব
বিয়ের সম্পর্ক ভাঙ্গে। পরবর্তীতে সামিনা চৌধুরী
বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে।
এজাজ মুন্না : ছোট পর্দার পরিচালক এজাজ মুন্না
ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী তাজিন
আহমেদকে। তবে পরবর্তীতে এজাজ মুন্নার
বিরুদ্ধে তাজিন মাদকাসক্তি ও পরনারী আসক্তির
অভিযোগ তুললে সংসারে ফাটল ধরে। তাজিনের
সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে মুন্না লাক্স তারকা ও
অভিনেত্রী মমকে বিয়ে করেন।
বিজরী বরকত উল্লাহ : অভিনেত্রী বিজরী
বরকত উল্লাহ ও সংগীত পরিচালক শওকত আলী
ইমন একে অপরকে ভালোবেসে বিয়ে
করেন। তাদের ঘরে ফুটফুটে সুন্দর এক কন্যা
সন্তান জন্ম হয়। কিন্তু তাদের এ বিয়ে বেশি দিন
টেকেনি। ডিভোর্স হয় তাদের। বিজরী পরে
বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে।
অমিতাভ রেজা : বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজাকে
বাবা-মায়ের অমতে ভালোবেসে বিয়ে করেন
অভিনেত্রী জেনি। তবে তাদের সংসার বেশিদিন
টেকেনি। এর পরে মডেল মিথিলার ছোট
বোনকে বিয়ে করেন অমিতাভ রেজা।
রবি চৌধুরী : সংগীতশিল্পী রবি চৌধুরী
ভালোবেসে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী
ডলি সায়ন্তনীকে। কিন্তু তাদের ভালোবাসার সংসার
শেষ পর্যন্ত টেকেনি। এর পরে চলতি বছরের
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবেসে
তৃতীয়বারের মতো তিনি বিয়ে করেন। তার
বর্তমান স্ত্রী রিফাত আরা রামিজা।
ডলি সায়ন্তনী : সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
প্রথমে বিশিষ্ট গীতিকার রিজভীকে বিয়ে
করেন। সেই ঘরে দুটি কন্যা সন্তানের জন্ম হয়।
তবে এ বিয়ে টেকেনি বেশি দিন। এরপরে ডলি
ভালোবেসে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী
রবি চৌধুরীকে। কিন্তু তাদের ভালোবাসার সংসারও
শেষ পর্যন্ত টেকেনি। এরপরে চট্রগ্রামের এক
ব্যাবসায়ীকে বিয়ে করেন তিনি।
সোহেল আরমান : চলচ্চিত্র নির্মাতা আমজাদ
হোসেনের ছেলে অভিনেতা ও পরিচালক
সোহেল আরমানের সঙ্গে প্রেম করে
বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী তারিন। বাবা-
মায়ের অজান্তে পালিয়ে গিয়ে ২০০১ সালে তারিন
বিয়ে করেন সোহেলকে। ঘটনাটি গোপন রাখার
চেষ্টা করলেও পরে জানাজানি হয়ে যায়। এরপর
বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সে সম্পর্ক।
পরবর্তীতে সোহেল আরমান দ্বিতীয়বার বিয়ে
করলেও সেই সংসারেও ভাঙ্গন ধরে।
অপি করিম : অভিনেত্রী অপি করিম ২০০৭ সালে
জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির
আহমেদকে বিয়ে করেন। তারপর হঠাৎ তাদের
বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অপির মিডিয়ায় ব্যস্ততা এবং
মিডিয়ার লোকদের সঙ্গে মেলামেশাকে
কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না
তাসির। অন্যদিকে তাসিরের বিরুদ্ধে আগে আরো
একটি বিয়ে করাসহ নানা অভিযোগ তোলেন অপি।
ফলে বছর না গড়াতেই তাদের সংসার ভেঙে যায়।
এরপর অপি প্রেমে পড়েন নাট্য পরিচালক মাসুদ
হাসান উজ্জ্বলের। তারা বিয়েও করেন। কিন্তু সেই
বিয়েও বেশিদিন টেকেনি।
অপূর্ব : ছোট পর্দার অভিনয়শিল্পী অপূর্ব
অভিনয়শিল্পী প্রভাকে ভালোবেসে বিয়ে
করেছিলেন। কিন্তু প্রভা বিয়ের আগে রাজিব নামক
এক ছেলের সঙ্গে প্রেম ও অবাধ মেলামেশায়
জড়িয়েছিলেন। অপূর্বর সঙ্গে প্রভার বিয়ের
কিছুদিন পরে রাজিব ও প্রভার কিছু ভিডিওচিত্র ফাঁস
হলে, অপূর্ব ডিভোর্স দেন প্রভাকে।
বিচ্ছেদের পর অপূর্ব নতুন সংসার বাঁধেন নাজিয়া হাসান
অদিতির সঙ্গে।
প্রভা : ছোট পর্দার অভিনয়শিল্পী প্রভা
ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার
অভিনয়শিল্পী অপূর্বকে। কিন্তু বিয়ের পরে
প্রভার আগের প্রেমিক রাজিব, প্রভা ও তার
অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করলে, অপূর্ব ডিভোর্স
দেন প্রভাকে। বিচ্ছেদের পর মাহমুদ শান্ত নামের
এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা।
হিল্লোল : মিডিয়াপাড়ায় হিল্লোল-তিন্নির বিয়ে বেশ
আলোচিত ছিল। এটাও ছিল ভালোবাসার বিয়ে। তিন্নি
ধর্মান্তরিত হয়ে মা-বাবাকে ছেড়ে হিল্লোলের
কাছে চলে আসেন। এই দম্পত্তির ঘর আলো
করে আসে এক কন্যা সন্তান। তবে এই তারকা
দম্পত্তির সংসারও টেকেনি। তিন্নির প্রতি মাদক ও
পরপুরুষের আসক্তির অভিযোগ তোলেন
হিল্লোল। এ নিয়ে দুজনই দুজনের বিরুদ্ধে
অভিযোগ পাল্টা-অভিযোগ তোলেন। যা বিবাহ-
বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। এরপর হিল্লোল আরেক
মডেল অভিনেত্রী নওশীনের সঙ্গে নতুন
করে সংসার পেতেছেন।
নওশীন : নওশীন নেহরিন মৌ মিডিয়ায় প্রথম কাজ
শুরু করেন আরজে হিসেবে। পরে তিনি টিভি
অনুষ্ঠানে উপস্থাপনা করে দারুণ জনপ্রিয়তা পান। এক
পর্যায়ে তিনি টিভি নাটকেও নিয়মিত কাজ শুরু করেন।
মিডিয়ায় কাজ করতে করতেই অভিনেতা
হিল্লোলের সঙ্গে ঘনিষ্টতা বাড়তে থাকে।
হিল্লোল তার স্ত্রী তিন্নিকে ছেড়ে
নওশীনকে বিয়ে করেন। তবে এটি
নওশীনের প্রথম বিয়ে ছিল না। মিডিয়ায় কাজ শুরু
আগে তিনি বিয়ে করেন প্রেমিককে। কিন্তু সেই
বিয়ে টেকেনি বেশি দিন। সেই ঘরের একটি
সন্তানও রয়েছে নওশীনের।
আরফিন রুমি : ২০০৮ সালে কণ্ঠশিল্পী আরফিন রুমির
সঙ্গে বিয়ে হয় লামিয়া ইলাম অনন্যার । ২০১০ সালের
তাদের একটি পুত্র সন্তান হয়। কিন্তু তাদের এ সংসার
বেশিদিন টিকেনি। ২০১২ সালে অনন্যার সঙ্গে
দাম্পত্য সম্পর্ক ত্যাগ করে আমেরিকা প্রবাসী
কামরুননেসাকে বিয়ে করেন রুমি।
হৃদয় খান : কণ্ঠশিল্পী হৃদয় খান। বয়স ২১ না
পেরুতেই দুটি বিয়ে সম্পন্ন করেন তিনি। প্রথমে
প্যাড বাদক মানিকের শ্যালিকাকে বিয়ে করেন তিনি।
সে সংসার ভাঙার পর পরবর্তীতে ভালোবেসে
বিয়ে করেন মডেল ও অভিনয় শিল্পী সুজনাকে।
সে বিয়েটাও টিকেনি। ১ বছরের মাথায় ডিভোর্স
হয় হৃদয়-সুজানার।
সুজানা : মডেল ও অভিনয় শিল্পী সুজানা যুক্তরাষ্ট্র
প্রবাসী সামির নামের এক যুবককে ২০০৬ সালে
বিয়ে করেন। সে বিয়ে ভেঙ্গে যায়। এর পরে
বয়সে ৭ বছরের ছোট কণ্ঠশিল্পী হৃদয় খানের
সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হোন। তবে খুব
দ্রুত ভাঙ্গন ধরে পরবর্তী দাম্পত্যেও
You got me there.
এখানেই আমাকে আটকে দিয়েছো তুমি।
Show me how.
কীভাবে করবো দেখাও।
It is quite lucrative.
এটা খুবই লাভজনক।
I have no knowledge on that.
এ বিষয়ে আমার কোন ধারণা নেই।
It makes no sense.
এটার কোন মানে নেই।
গুরুত্বপূর্ণ বাক্যসমুহ (পর্ব - ১১)
I had a wonderful experience.
চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল।
I have quitted my job.
আমি চাকরি ছেড়ে দিয়েছি।
Will you be here?
তুমি কি এখানে থাকবে?
Give me a fixed date.
আমাকে নির্ধারিত তারিখ দাও।
I'm fired.
আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ বাক্যসমুহ (পর্ব - ১০)
Out of sight is out of mind.
চোখের বাইরে থাকা আর মনের বাইরে থাকা।
You do not love me anymore.
তুমি আমাকে আর ভালোবাসো না।
I can feel in my heart.
আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি।
Who says this to you?
কে তোমাকে বললো একথা?
Why don't you see me often?
তুমি কেন ঘনঘন আমার সাথে দেখা করো না?
অনুগ্রহকরে একটু আস্তে বলুন
Please speak slower.
অনুগ্রহকরে আমাকে এয়ারপোর্ট নিয়ে চলুন
Please take me to the airport.
অনুগ্রহকরে আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন
Please take me to this address.
অনুগ্রহ করে আপনার জুতা খুলে ফেলুন
Please take off your shoes.
তাকে বলবেন জন তার খোজ করেছিল
Please tell her John called.
আমাকে বলুন
Please tell me.
অনুগ্রহকরে আমার জন্য অপেক্ষা করবেন
Please wait for me.
অনুগ্রহকরে লিখে নিন
Please write it down.
গুরুত্বপূর্ণ বাক্যসমুহ (পর্ব - ১৭)
টাকাটি পরিশোধ করতে হবে।
The money has to be paid.
দরিদ্রদের সাহায্য করতে হবে।
The poor have to be helped.
রেডিওটি মেরামত করতে হবে।
The radio has to be repaired.
শিক্ষদের সম্মান করতে হবে।
Teachers have to be respected.
চিঠিটা সংশোধন করতে হবে।
The letter has to be corrected.
আসুন অস্বীকৃতি জ্ঞাপন করি।
................................................................
1.আমি আসতে পারব না।
I shall not be able to come.
2.আপনি যা চান তা আমি করতে পারব না।
I shall not be able to do as you desire.
3.আমি আসতে চাই না।
I don't want to come.
4.অসম্মতি জানাবার জন্য আমি দুঃখিত।
I am sorry to refuse.
5.তারা এই ব্যাপারে সম্মত হবে না।
they will not agree to this.
6.এটা সম্ভব নয়।
It is n't possible.
7.আমি দুঃখিত যে আমার পক্ষে এই প্রস্তাবে সম্মত
হওয়া সম্ভব নয়।
I regret I can't accept this proposal.
8.আপনি কি আমার সাথে একমত নন তাই না?
You don't agree with me,do you?
9.এই ব্যাপারটা করা সম্ভব হবে না।
It can't be arranged.
10.সে এটা পছন্দ করে না।
She doesn't like this.

শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

১/ বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি
কে?
উত্তর : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
২/ 'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থটির
রচয়িতা?
উত্তর : আবুল হাসান
৩/ বাংলা সাহিত্যের ইতিহাস রচনায়
অগ্রযাত্রীর
ভূমিকা পালন করেছেন- উত্তর : দীনেশচন্দ্র
সেন
৪/ 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
উত্তর
: কাজী নজরুল ইসলাম
৫/ 'জিবরাইলের ডানা' গল্পের রচয়িতা কে?
উত্তর : শাহেদ আলী
৬/ 'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার
মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।'
গানটির
রচয়িতা কে? উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়
৭/ 'মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর
হাতে
রণতূর্য' নজরুল ইসলামের- উত্তর : 'বিদ্রোহী'
কবিতার একটি চরণ
৮/ কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে
সবচেয়ে
বেশি আরবি, ফারসি শব্দ ব্যবহার করেন?
উত্তর
: সৈয়দ মুজতবা আলী
৯/ 'চাকা' নাটকটির রচয়িতা-উত্তর : সেলিম
আল
দীন
১০/. 'জ' হলো- উত্তর : তালব্য বর্ণ
১১/ 'তিতাস একটি নদীর নাম' কোন জাতীয়
রচনা? উত্তর : উপন্যাস।
১২/ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত
হওয়ার রীতিকে কী বলে? উত্তর :
অপিনিহিতি
১৩/ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প
কোনটি? উত্তর : ক্ষুধিত পাষাণ
১৪/ 'আবদুল্লাহ' উপন্যাসের লেখকের নাম?
উত্তর : কাজী ইমদাদুল হক
১৫/ 'সুধাকর' পত্রিকার সম্পাদকের নাম কী?
উত্তর : শেখ আবদুর রহিম
১৬/ 'ওজন বুঝে চলা' বাগধারার অর্থ- উত্তর :
আত্মসম্মান রক্ষা করা
১৭/ 'মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটি
লিখেছেন- উত্তর : আহসান হাবীব
১৮/ কয়টি বর্ণে মাত্রা নেই? উত্তর : দশটি
১৯/ 'তৈইশ নম্বর তৈলচিত্র' কোন ধরনের
রচনা?
উত্তর: উপন্যাস
২০/ 'দশচক্রে ভগবান ভূত' প্রবাদে ভগবান কে?
উত্তর : ঈশ্বর
২১/ কাজী নজরুল ইসলামের নামের সাথে
জড়িত
'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা? উত্তর:
পত্রিকা।
পরীক্ষায় এগুলো এসেই
থাকে।.
.
¤ বাংলাদেশের
একমাত্র জলপ্রপাতের
নাম
কী?
উত্তর: মাধবকুন্ড
.
¤ তাজিনডং
পর্বতশৃঙ্গ কি নামে
পরিচিত?
উত্তর: বিজয়
.
¤ বাংলাদেশের সবচেয়ে
বৃহত্তম পাহাড়
কোনটি?
উত্তর: গারো পাহাড়
.
¤ ছেঁড়াদ্বীপের
আয়তন কত?
উত্তর: ৩ কি:মি:
.
¤ বাংলাদেশের
সর্ববৃহত্ বিলের নাম
কি?
উত্তর: চলনবিল
.
¤ চট্টগ্রামের দুঃখ বলা
হয় কাকে?
উত্তর: চাকতাই খাল
.
¤ বরিশালের পুরাতন
নাম কী?
উত্তর: চন্দ্রদ্বীপ/
বাকলা/ ইসমাইলপুর
.
¤ বাংলাদেশের বৃহত্তম
দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা
.
¤ সেন্টমার্টিন
দ্বীপের আয়তন কত?
উত্তর: ১২ বর্গ কি:মি:
.
¤ কুয়াকাটা সমুদ্র
সৈকত কোথায়
অবস্থিত?
উত্তর: পটুয়াখালি
.
¤ মংলা সমুদ্র বন্দর
কোন নদীর তীরে
অবস্থিত?
উত্তর: পশুর নদী
.
¤ মংলা সমুদ্র বন্দর
কত সালে প্রতিষ্ঠিত
হয়?
উত্তর: ১৯৫০
.
¤ বাংলাদেশের
একমাত্র পাহাড়ি
দ্বীপের
নাম কি?
উত্তর: মহেশখালি
.
¤ বাংলার ভেনিস বলা
হয় কোন শহরকে?
উত্তর: বরিশাল
.
¤ নদীয়া এর বর্তমান
নাম কি?
উত্তর: কুষ্টিয়া
.
¤ বাংলাদেশের
একমাত্র সামুদ্রিক
প্রবাল
দ্বীপ কোনটি?
উত্তর: সেন্টমার্টিন
.
¤ সেন্টমার্টিন
দ্বীপের পুরাতন নাম
কি?
উত্তর: নারিকেল
জিঞ্জিরা
1.পোলিও টিকা আবিষ্কার করেন কে?
উঃ জোনাস সাল্ক
2.হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
উঃ এস সি এফ হ্যানিমেন
3.ডিনামাইট আবিষ্কার করেন কে?
উঃ আলফ্রেড নোবেল 4.আলফ্রেড নোবেল
কোন দেশের বিজ্ঞানী?
উঃ সুইডেন
5.আধুনিক কম্পিউটারের জনক কে?
উঃ চার্লস ব্যাবেজ
6.টাচ স্ক্রিন মোবাইল সেট উদ্ভাবন করেন
কে?
উঃ স্টিভ জবস
7.বল পয়েন্ট কলম আবিষ্কার করেন কে?
উঃ Laszlo Biro
8.জেনেটিক্স এর জনক কে?
উঃ গ্রেগর জোহান মেন্ডেল
9.'বোসন' কণার সাথে কোন দুজনের নাম
জড়িত?
উঃ সত্যেন্দ্রনাথ বসু ও আইনস্টাইন
10.কোষ আবিষ্কার করেন কে?
উঃ রবার্ট হুক
11.মাদাম কুরি ও জুলিও কুরি কে ছিলেন?
উঃ বিজ্ঞানী
12.সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন?
উঃ মনোবিজ্ঞানী
13.কোপার্নিকাস কে ছিলেন?
উঃ জ্যোর্তিবিজ্ঞানী
14.আবদুল কাদির খান কোন দেশের পরমাণু
বিজ্ঞানী?
উঃ পাকিস্তান
15.কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উঃ জব চার্নক
বিশ্বের বিভিন্ন
দেশের রাজধানী
ও মুদ্রার নাম
দেশের নাম———রাজধানীর নাম———
মুদ্রার নাম
বাংলাদেশে ———ঢাকা———টাকা
পাকিস্তান———ইসলামাবাদ———রূপী
ভারত———নয়াদিল্লী———রূপী
ভুটান———থিম্পু———গুলট্রাম
শ্রীলংকা———জায়াবর্ধনপুর কোর্টে
———রূপী
মালদ্বীপ———মালে———রূপীহা
নেপাল———কাঠমুন্ডু———রূপী
আফগানিস্তান———কাবুল———
আফগানী
মায়ানমার———নাইপিদাও———
কিয়াট
ভিয়েতনাম———হ্যানয়———ডং
থাইল্যান্ড———ব্যাংকক———বাথ
কম্বোডিয়া———নমপেন———রিয়াল
পূর্ব তিমুর———দিলি———ডলার
ইন্দোনেশিয়া———জাকার্তা———
রূপীহা
মালয়েশিয়া———কুয়ালালামপুর———
রিংগিট
সৌদি আরব———রিয়াদ———রিয়াল
ইরান———তেহরান———রিয়াল
ইরাক———বাগদাদ———দিনার
ইয়েমেন———সানা———রিয়াল
ইসরাইল———জেরুজালেম———শেকেল
ওমান———মাস্কট———রিয়াল
কাতার———দোহা———রিয়ার
জর্ডান———আম্মান———দিনার
তুরস্ক———আংকারা———লিরা
সিরিয়া———দামেস্ক———পাউন্ড
উত্তর কোরিয়া———পিয়ংইয়ং———
ওয়ান
দক্ষিন কোরিয়া———সিউল———ওয়ান
চীন———বেইজিং———ইউয়ান
জাপান———টোকিও———ইয়েন
তুর্কমেনিস্তান———আশখাবাদ———
মানাত
উজবেকিস্তান———তাসখন্দ———সোম
কাজাখস্তান———আস্তানা———
টেনডো
জার্মানি———বার্লিন———ইউরো
পোল্যান্ড=ওয়ারস———জলটি
আলবেনিয়া———তিরানা=লেক
বুলগেরিয়া সোফিয়া লেভ
সার্বিয়া———বেলগ্রেড———দিনার
মন্টিনিগ্রো———পোডগোরিকো———
ইউরো
বসনিয়া———সারায়েভো———দিনার
স্লোভাকিয়া———ব্লাটিস্লোভা
———ইউরো
স্লোভেনিয়া———লুবজানা———
ইউরো
কসোভো———প্রিস্টিনা———ইউরো
অষ্ট্রিয়া———ভিয়েনা=ইউরো
আয়ারল্যান্ড———ডাবলিন———ইউরো
ইতালি———রোম———ইউরো
ভ্যাটিক্যান———ভ্যাটিকেন সিটি
———ইউরো
গ্রীস———এথেন্স———ইউরো
নেদারল্যান্ড———আমস্টারডাম———
ইউরো
পর্তুগাল———লিসবন———ইউরো
ফিনল্যান্ড———হেলসিংকি———
ইউরো
ফ্রান্স———প্যারিস———ইউরো
বেলজিয়াম———ব্রাসেল্স———ইউরো
মাল্টা———ভ্যালটা———ইউরো
সাইপ্রাস———নিকোশিয়া———ইউরো
স্পেন———মাদ্রিদ———ইউরো
লুক্সোমবার্গ———লুক্সেমবার্গ———
ইউরো
এস্তোনিয়া———তাল্লিন———ইউরো
মোনাকো———মোনাকো সিটি———
ইউরো
লাটভিয়া———রিগা———ইউরো
আইসল্যান্ড———রিকজার্ভিক———
ক্রোনা
ডেনমার্ক———কোপেনহেগেন———
ক্রোনা
নরওয়ে———অসলো———ক্রোনা
বৃটেন———লন্ডন———পাউন্ড স্টার্লিং
রাশিয়া———মস্কো———রুবল
সুইডেন———স্টকহোম———ক্রোনা
তুরস্ক———আঙ্কারা———লিরা
লিবিয়া———ক্রিপোলী———দিনার
মিশর———কায়রো———পাউন্ড
নাইজেরিয়া———আবুজা———নাইরো
সুদান———খার্তুম———পাউন্ড
কেনিয়া———নাইরোবি———শিলিং
মোজাম্বিক———মাপুটো———
মেটিকাল
মাদাগাস্কার=আলতানানরিডো———
ফ্রাংক
মালি———বামাকো———ফ্রাংক
মৌরিতানিয়া———নোয়াকচট———
উজুইয়া
নামিবিয়া———উইন্ডহুক———র্যান্ড
সোয়াজিল্যান্ড———মেবেন———
লিলানগিনি
তাঞ্জানিয়া———দারুস সালাম———
শিলিং
জিম্বাবুয়ে———হারারে———ডলার
কঙ্গো———কিনসাসা———জায়ার
মরক্কো———রাবাত———দিরহাম
উগান্ডা———কাম্পালা———শিলিং
মরিসাস———পোর্ট লুইস———রুপী
দক্ষিণ আফ্রিকা=কেপটাউন———
র্যান্ড
ঘানা———আক্রা———সেডি
আইভরিকোস্ট———আবিদজান———
ফ্রাংক
আলজেরিয়া———আলজিয়ার্স———
দিনার
সোমালিয়া———মোগাদিসু———
শিলিং
সেনেগাল———ডাকার———ফ্রাংক
তিউনিসিয়া———তিউনিস———
দিনার
টোগো———লোম———ফ্রাংক
সিয়েরালিয়ান———ফ্রি টাউন———
লিওন
ইথিওপিয়া———আদ্দিস আবাবা———
বির
জিবুতি———জিবুতি———ফ্রাংক
যুক্তরাষ্ট্র———ওয়াশিংটন ডিসি———
ডলার
কানাডা———অটোয়া———
কানডিয়ান ডলার
মেক্সিকো———মেক্সিকো সিটি
———পেসো
হন্ডুরাস———তেগুসিগাপলা———
ল্যামপিয়া
কোস্টারিকা———স্যানজোসে———
কোলন
কিউবা———হাভানা———পেসো
ত্রিনিদাদ ও টোবাগো———পোর্ট অব
———স্পেন ডলার
বারবাডোজ———ব্রিজটাউন———ডলার
জ্যামাইকা———কিংস্টোন———ডলার
হাইতি———পোর্ট অব প্রিন্স=গুর্ডে
চিলি———সান্টিয়াগো———পেসো
ব্রাজিল———ব্রাসিলিয়া———
ব্রাজিলিয়ান রিয়াল
উরুগুয়ে———মন্টিভিডিও———পেসো
প্যারাগুয়ে=আসুনসিয়ন———গুয়রানি
পেরু———লিমা———নিউভু সোল
গায়ানা———জর্জ টাউন———গায়ানা
ডলার
কলম্বিয়া———বোগোতা———পেসো
ভেনিজুয়েলা———কারাকাস———
বলিভার
আর্জেন্টিনা———বুয়েন্স———আর্য়াস
সুরিনাম———প্যারামারিবো———
পেসো
ইকুয়েডর———কিটো———মার্কিন ডলার
বলিভিয়া———লাপাজ———
বলিভিয়েনো
অস্ট্রেলিয়া———ক্যানবেরা———
অস্ট্রেলিয়ান ডলার
নিউজিল্যান্ড———ওয়েলিংটন———
ডলার
ফিজি———সুভা———ডলার

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫

1._I like to play football. আমি ফুটবল খেলতে পছন্দ করি | .
2. It is my favourite game. _এটা আমার প্রিয় খেলা | .
 3. Football is a popular game in the whole world. _সমগ্র বিশ্বে ফুটবল একটি জনপ্রিয় খেলা |
. 4. Cricket is also a popular game. _ক্রিকেটও একটি জনপ্রিয় খেলা | .
5. Most of the countries in the world plays football. _পৃথিবীর বেশিরভাগ দেশই ফুটবল খেলে |
. 6. Badal is playing chess. _বাদল দাবা খেলছে | .
7. Come, let's play cards. _এসো, তাস খেলি | .
 8. Our school has a big play-ground. _আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ বিশাল বড় | . 9. I like rowing. _আমি নৌকা বাইতে পছন্দ করি | .
10. Who is the captain of your team? _তোমার দলের অধিনায়ক কে? .
11. I am flying a kite. _আমি ঘুড়ি উড়াচ্ছি | . 12. Who won? _কে জিতল? .
 13. Our team has won the game. _আমাদের দল খেলায় জিতে