মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

1. Ability(এবিলিটি)- যোগ্যতা
Inability(ইনএবিলিটি)- অযোগ্যতা .
2. Happy(হ্যাপি)- সুখী
Unhappy(আনহ্যাপি)- অসুখী
.
3. Import(ইম্পোর্ট)- আমদানি
Export(এক্সপোর্ট)- রপ্তানি .
4. Interior(ইনটেরিয়র)- ভিতরে
Exterior(এক্সটেরিয়র)- বাইরে
.
5. Maximum(ম্যাক্সিমাম)- সর্বোচ্চ
Minimum(মিনিমাম)- সর্বনিম্ন, নিম্নতম .
6. Include(ইনক্লুড)- অন্তর্ভুক্ত
Exclude(এক্সক্লুড)- বহির্ভূত
.
7. Junior(জুনিয়র)- ছোট
Senior(সিনিয়র)- বড় .
8. Majority(মেজরিটি)- বহুমত
Minority(মাইনরিটি)- অল্পমত
9. Optimist(অপটিমিষ্ট)- আশাবাদী
Pessimist(পেসিমিষ্ট)- নিরাশাবাদী
. 10. Superior(সুপিরিয়র)- শ্রেষ্ঠতর
Inferior(ইনফিরিয়র)- হীন
Q.কম্পিউটারের ইনপুট ডিভাইস-এর
মাধ্যমে কি
করে ?
Ans:ডাটা গ্রহণ করে
Q.চাদে কোনো শব্দ করলে শোনা যায়
না
কেন ?
Ans:বাতাস নেই বলে
Q.আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
Ans:বেদ
Q.উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে
কবে
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
গঠিত হয় ?
Ans:০২ মার্চ ১৯৪৮
Q.সংবিধান সংশোধনের জন্য কত সংসদ
সদস্যের
ভোটের প্রয়োজন হয়?
Ans:দুই-তৃতীয়াংশ
Q.বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
Ans:মহাস্থানগড়
Q.জহির রায়হানের প্রথম গল্প সূর্য গ্রহন
কত সালে
প্রকাশিত হয় ?
Ans:১৯৫৫ সাল
Q.পাকিস্তানে গন পরিষদের প্রথম
অধিবেশন কবে
বসে?
Ans:২৩ ফেব্রুয়ারী ১৯৪৮
Q.জহির রায়হানের প্রথম গল্প সূর্য গ্রহন
কত সালে
প্রকাশিত হয় ?
Ans:১৯৫৫ সাল
Q.পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয়?
Ans:এশিয়া মহাদেশে

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

১। তেল উত্পাদনে শীর্ষ দেশ--- রাশিয়া।
২। খনিজ তেলের প্রধান শীর্ষ রপ্তানী কারক
--–
সৌদি আরব ।
৩। তেল রিজার্ভে শীর্ষ দেশ---
ভেনিজুয়েলা।
৪। তেল আমদানিতে শীর্ষ দেশ--- যুক্তরাষ্ট্র
৫।তেল ব্যবহারে শীষ দেশ--- যুক্তরাষ্ট্র ।
৬। ওপেকের সদস্য--- ১২ টি ।
৭। পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ
–--
কিউবা ।
৮। চিনির আধার বলা হয় --- কিউবাকে।
৯। পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ--
ভারত ।
১০। কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ-- ইরান।
১১। বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় --
চীন।
১২। বিশ্বের সবচেয়ে বেশী চাউৎপন্ন হয় --
ভারত

১৩। বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ
--
যুক্তরাষ্ট্র।
১৪। সবচেয়ে বেশী কফি উতপন্ন হয়--
ব্রাজিলে ।
১৫। পৃথিবীরপ্রায় সমুদয় চা উৎপন্ন হয় --
এশিয়া
মহাদেশে

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

প্রশ্ন: কোন অ্যাসিড মানব দেহে
অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ?
উ: HCL
প্রশ্ন: লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?
উ: গ্রোথ হরমোন
প্রশ্ন: জরায়ু সংকোচন সহায়তা করে কোন
হরমোন ?
উ: অক্সিটোসিন
প্রশ্ন: রক্ত কি ধরনের কলা ?
উ: যোজক কলা
প্রশ্ন: স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি
বলে ?
উ: এক্সেন
প্রশ্ন: প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে
প্রবেশ করে ?
উ: অক্সিজেন মিশ্রিত
প্রশ্ন: রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
উ: শিরায়
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম
কি ?
উ: যকৃত
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম
কি ?
উ: ফিমার
প্রশ্ন: কোনটি শিশু কালে অপসারণ করলে
বামনত্ব হয় ?
উ: পিটুইটারি
প্রশ্ন: শোসনের সময় দেহ হতে কি নির্গত হয় ?
উ: কার্বন - ডাই -অক্সাইড
প্রশ্ন: শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম
কি ?
উ : টেস্টোস্টেরন
প্রশ্ন: মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?
উ : দেহ কোষে
প্রশ্ন: রক্তে লোহিত ও শ্বেত কণিকার
অনুপাত কত ?
উ: ৫০০ : ১
প্রশ্ন: রক্ত জমাট বাধার পার রক্তের হালকা
অবশিষ্ট তরল অংশকে কি বলে ?
উ: সিরাম
প্রশ্ন: মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ
অস্থি কোনটি ?
উ: উরুর অস্থি
প্রশ্ন: অনুচক্রিকার কাজ কি ?
উ: রক্ত জমাট বাধায়
প্রশ্ন: লিউকোমিয়া রোগের কারণ কি ?
উ: রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে
যাওয়া
প্রশ্ন: দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?
উ: শ্বসন
প্রশ্ন: দেহে মেলানিনের প্রধান কাজ কি ?
উ: সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে
রক্ষা করা
প্রশ্ন: কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ
হ্রাস পায় ?
উ: অগ্নাশয়
প্রশ্ন: অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ?
উ: রেটিনা
প্রশ্ন: রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ
পাওয়া গেলে কোন রোগ বুঝা যায় ?
উ: ডায়াবেটিস
প্রশ্ন: কোন হরমোনের প্রভাবে মেয়েদের
অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?
উ: ইস্টজেন
প্রশ্ন: নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে
কোনটি প্রধানতম ?
উ: পিটুইটারি
প্রশ্ন: থাইরয়েডের অবস্থান কোথায় ?
উ: গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে
প্রশ্ন: মানুষের আ্যাপেডিক্স কোথায়
অবস্থান করে ?
উ: সিকামে
প্রশ্ন: ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ?
উ : ভিলাস
প্রশ্ন: ভিটামিন কে ও বি কোথায়
সংস্লেসিত হয় ?
উ: বৃহদন্তে
প্রশ্ন: ব্লাড ক্যান্সার কেন হয় ?
উ: রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে
গেলে
প্রশ্ন: চোখে আলো প্রবেশ করে কোন অংশ
দিয়ে ?
উ: কর্ণিয়া
প্রশ্ন: ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী
হয় ?
উ: বিটা কোষে
প্রশ্ন: চোখের পানির উত্স কোথায় ?
উ: ল্যাক্রিমাল গ্রন্থী
প্রশ্ন: মানব চোখে পেশীর সংখ্যা কত ?
উঃ ৬ টি
প্রশ্ন: মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ?
উ: ২ টি
ভাইরাস, ব্যাকটেরিয়া এবং
পরজীবী
প্রশ্নঃ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
ক. এ্যানোফিলিস
খ. এডিস
গ. কিউলেক্স
ঘ. সব ধরনের মশা
উত্তরঃ খ
প্রশ্নঃ ভাইরাস আসলে কী?
ক. উদ্ভিদ
খ. প্রাণী
গ. না উদ্ভিদ না প্রাণী
ঘ. প্রাণী দেহে প্রবেশ করতে পারলে
অনুকূল পরিবেশে প্রাণীর মত আচরণ করে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে রোগে শরীরের রোগ
প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, তাকে
বলে-
ক. ধুনষ্টঙ্কার
খ. হৃদরোগ
গ. জন্ডিস
ঘ. এইডস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন টিকার কার্যকর ব্যবহার
নেই?
ক. MMR vaccine
খ. Hepatitis vaccine
গ. Chicken pox vaccine
ঘ. Cholera vaccine
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এইডস প্রতিরোধের ক্ষেত্রে
কোনটি অধিকতর কার্যকরী?
ক. সচেতনতা সৃষ্টি
খ. শিক্ষার ব্যবস্থা
গ. আক্রান্তদের এড়িয়ে চলা
ঘ. আক্রান্তদের প্রতি যত্নবান হওয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ পাস্তুরাইজেশনের মাধ্যমে
জীবাণুমুক্ত করা হয়?
ক. খাবার পানিকে
খ. অ্যালকোহলকে
গ. স্যালাইনকে
ঘ. দুধকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. কলেরা
খ. বসন্ত
গ. যক্ষ্মা
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘স্ত্রী এ্যানোফিলিস মশা
ম্যালেরিয়া জীবাণু বহন করে’- কার
উক্তি?
ক. মেজর রোনাল্ড রস
খ. টটি
গ. ল্যাভেরণ
ঘ. স্যার প্যাট্রিক ম্যানসন
উত্তরঃ ক
প্রশ্নঃ যেসব অনুজীব রোগ সৃষ্টি করে
তাদের বরা হয়-
ক. টক্সিন
খ. ইনফেকশন
গ. প্যাথজোনিক
ঘ. জীবাণু
উত্তরঃ গ
প্রশ্নঃ প্লেগ রোগের ব্যাকটেরিয়ার
নাম কি?
ক. Plagie vincenna
খ. Yarsenia indinna
গ. Yersenia pestis
ঘ. Plagia tropica
উত্তরঃ গ
প্রশ্নঃ স্ত্রী কিউরেক্স মশা যে রোগের
জীবাণু বহন করে
ক. ম্যালেরিয়া
খ. কালাজ্বর
গ. ফাইলেরিয়া
ঘ. ডেঙ্গুজ্বর
উত্তরঃ গ
প্রশ্নঃ যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি
করে, তাদের বলে-
ক. এরাবিক ব্যাকরেটিয়া
খ. এনারোবিক ব্যাকটেরিয়া
গ. ফেকালটেটিভ ব্যাকটেরিয়া
ঘ. উপরের কোনটি নয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি কুষ্ঠরোগের লক্ষণ?
ক. দুগন্ধযুক্ত ত্বকে ক্ষত
খ. ক্ষতে অতিরিক্ত চুলকানি
গ. ক্ষতস্থান লাল হয়ে যাওয়া
ঘ. ত্বকে বিশেষ ধরনের ক্ষতে
ব্যাথাহীনতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ফিতা কৃমি কি ধরনের প্রাণী?
ক. মৃতজীবী
খ. আংশিক পরজীবী
গ. বহিঃপরজীবী
ঘ. অন্তঃপরজীবী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পানিতে ব্যাকটেরিয়া থাকলে
কোনটি ঘটে?
ক. Hardness
খ. Alkalinity
গ. Diseases
ঘ. Bad taste
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. বহুমুত্র
খ. জলাতঙ্ক
গ. যক্ষ্মা
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ
প্রশ্নঃ এইডস (AIDS) একটি
ক. ব্যাকটোরিয়া ঘটিত রোগ
খ. ভাইরাস ঘটিত রোগ
গ. প্রোটোজোয়া ঘটিত রোগ
ঘ. ফাংগাস ঘটিত রোগ
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি পানিবাহিত রোগ
নয়?
ক. প্যারাটাইফয়েড
খ. ডিপথেরিয়া
গ. কলেরা
ঘ. কোষ্টকাঠিন্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভাইরাসজনিত রোগ নয় কোনটি?
ক. জন্ডিস
খ. এইডস
গ. নিউমোনিয়া
ঘ. চোখ উঠা
উত্তরঃ গ
প্রশ্নঃ বার্ড ফ্লু-এর উৎস কোনটি?
ক. গরু
খ. বিড়াল
গ. মুরগি
ঘ. ছাগল
উত্তরঃ গ
প্রশ্নঃ চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন
উক্তি সঠিক নয়?
ক. এন্টিবায়োটিক রোগ-জীবাণু ধ্বংস
করে
খ. ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের
পরিমাণ বৃদ্ধি পায়
গ. ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য বিশেষ
কোন ঔষধ নেই
ঘ. এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর
হয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পোলিও ভাইরাস দেহে কিভাবে
প্রবেশ করে?
ক. মশা কামড়ালে
খ. দূষিত খাদ্য ও পানি দ্বারা
গ. লালা গ্রন্থির দ্বারা
ঘ. শ্বাস প্রশ্বাসের দ্বারা
উত্তরঃ খ
প্রশ্নঃ জলবসন্তের রোগ জীবাণুর নাম-
ক. Vibrio
খ. Varicella
গ. Rubiola
ঘ. Rubella
উত্তরঃ খ
প্রশ্নঃ লেপ্রোসি বা কুষ্ঠরোগ একটি-
ক. ব্যাকটেরিয়াজনিত রোগ
খ. ভিটামিনের অভাবজনিত রোগ
গ. ভাইরাসজনিত রোগ
ঘ. হরমোনের অভাবজনিত রোগ
উত্তরঃ ক
প্রশ্নঃ হেপাটাইটিস (জন্ডিস) রোগের
প্রধান কারণ-
ক. ভাইরাস
খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ যে সকল প্রাণী এক মানবদেহ
থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন
করে, তাকে বলে
ক. ব্যাক্টেরিয়া
খ. এজেন্ট
গ. হোস্ট
ঘ. ভেক্টর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রাইজোবিয়াম (Rhizobium) কি?
ক. ব্যাক্টেরিয়া
খ. ভাইরাস
গ. ছত্রাক
ঘ. পরগাছা
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন রোগ প্রতিরোধের জন্য
বি.সি.জি (B.C.G) টিকা ব্যবহার করা হয়?
ক. কলেরা
খ. যক্ষ্মা
গ. ধনুষ্টংকার
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ
প্রশ্নঃ সর্বপ্রথম ‘ম্যালেরিয়া’ শব্দটি
প্রয়োগ করেন কে?
ক. রস
খ. টর্টি
গ. ল্যাভেরন
ঘ. গ্র্যাসি
উত্তরঃ গ
প্রশ্নঃ শীম জাতীয় উদ্ভিদে কোন ধরনের
ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে
পরিণত করে?
ক. রাইজোবিয়াম
খ. সিজিয়াম
গ. নাইট্রোব্যাকটর
ঘ. নাইট্রোসোমোনাম
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ছোঁয়াচে রোগ?
ক. হাঁপানি
খ. বাতজ্বর
গ. রাতকানা
ঘ. পাঁচড়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ AIDS এর অভিব্যক্তি কি কি?
ক. American Immunity Deficiency Symptom
খ. Acquired Intestinal Deficiency System
গ. Acquired Immunity Deficiency Symptom
ঘ. Acquired Immune Deficiency Syndrome
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এইডস রোগের ক্ষতিকারক দিক
হচ্ছে/AIDS/ রোগে-
ক. দেহের যকৃত নষ্ট হয়
খ. মস্তিষ্কে রক্তপাত হয়
গ. দেহের কিডনী নষ্ট হয়
ঘ. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ
পায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ডিপথেরিয়া রোগে দেহের কোন
অংশ আক্রান্ত হয়?
ক. গলা
খ. নাক
গ. কিডনি
ঘ. ফুসফুস
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি Viral disease?
ক. Tuberculosis
খ. Pneumonia
গ. Diphtheria
ঘ. Influenza
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি (AIDS) রোগের জন্য
দায়ী?
ক. AIDV
খ. IDV
গ. HILV
ঘ. HIV
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক. AIDS
খ. জলাতংক
গ. ডিপথেরিয়া
ঘ. পোলিও
উত্তরঃ গ
প্রশ্নঃ নিষ্পিষ্ট মসলায় লবণ মিশিয়ে
অনেকদিন রাখা যায় কেন?
ক. লবণ মসলাকে দুর্গন্ধমুক্ত রাখে
খ. লবণ পচনকারী জীবাণুর বংশ বিস্তার
রোধ করে
গ. লবণ সংরক্ষণকারী জীবাণুর বংশ
বিস্তারে সাহায্য করে
ঘ. লবণ মসলাকে রসালো ও সতেজ রাখে
উত্তরঃ খ
প্রশ্নঃ গোদ রোগের জন্য দায়ী কোন
জীবাণু?
ক. ফাইলেরিয়া ক্রিমি
খ. প্লাজমোডিয়াম
গ. এ্যামিবা
ঘ. সালমোনেলা
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি রক্ত আমাশয়ের জীবাণু
ক. সিগেলা
খ. জিয়ারডিয়া
গ. ক্যামপাইলোব্যাকটার
ঘ. সালমোনেলা
উত্তরঃ ক
প্রশ্নঃ এইডস সংক্রমনের জন্য ঝুঁকিপূর্ণ
কারা?
ক. অল্পবয়সী ছেলেমেয়েরা
খ. অল্পবয়সী মেয়েরা
গ. অল্পবয়সী ছেলেরা
ঘ. বৃদ্ধ-বৃদ্ধারা
উত্তরঃ ক
প্রশ্নঃ যেটি কলেরা, টাইফয়েড এবং
যক্ষ্মা রোগ সৃষ্টি করে-
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. সিগেলামনি
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ ভাইরাস একটি-
ক. এককোষী জীব
খ. দ্বিকোষী জীব
গ. অকোষী জীব
ঘ. বহুকোষী জীব
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘স্ট্রিট ভাইরাস’ (Street Virus)
কোন রোগরে জীবাণুর নাম?
ক. টিটেনাস
খ. রেবিস
গ. উভয় রোগের
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক. কলেরা
খ. ইনফ্লুয়েঞ্জা
গ. পোলিও
ঘ. জলাতঙ্ক
উত্তরঃ ক
প্রশ্নঃ AIDS সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয়
ক. AIDS-এর ভাইরাস রক্ত কণিকাকে
সংক্রমিত করে
খ. AIDS-মানবদেহের রোগ প্রতিরোধ
ক্ষমতা খর্ব করে
গ. AIDS-যৌন সংগমের মাধ্যমে
সংক্রামিত হয়
ঘ. পেনিসিলিন নামক এন্টিবায়োটিক
দ্বারা AIDS রোগ সারানো যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘নিউক্যাসেল’ রোগরে অপর নাম
কি?
ক. বসন্ত
খ. কক্সিডিওসিস
গ. রাণীক্ষেত রোগ
ঘ. মুরগীর কলেরা
উত্তরঃ গ
প্রশ্নঃ ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?
ক. কিউলেক্স
খ. এডিস
গ. অ্যানোফিলিস
ঘ. সব ধরনের মশা
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রাণিদেহে জীবাণুজাত বিষ
নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম
কি?
ক. অ্যান্টিজেন
খ. অ্যান্টিবডি
গ. অ্যান্টিটক্সিন
ঘ. অ্যান্টিসিড
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সংক্রামক রোগ?
ক. এইডস
খ. কলেরা
গ. কুষ্ঠ
ঘ. নিউমোনিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ভাইরাসজনিত রোগ কোনটি?
ক. Plague
খ. Rabies
গ. Leishmaniasis
ঘ. Pertusis
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন প্রাণী ফাইলেরিয়াসিস
রোগ সৃষ্টি করে?
ক. মাছি
খ. মাকড়সা
গ. মশা
ঘ. তেলাপোকা
উত্তরঃ গ
প্রশ্নঃ ডেঙ্গু ভাইরাসবাহী মশা হলো-
ক. অ্যানোফিলিস
খ. এডিস ইজিপটাই
গ. কিউলেক্স
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ এক ধরনের প্রচুর ব্যাক্টেরিয়া
আমরা খাই
ক. দুধের সাথে
খ. দইয়ের সাথে
গ. ভাতের সাথে
ঘ. মাংশের সাথে
উত্তরঃ খ
প্রশ্নঃ ডেঙ্গুজ্বরের বাহক কোনটি?
ক. ভাইরাস
খ. বাতাস
গ. পানি
ঘ. মশা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বায়ুর মাধ্যমে সংক্রামিত হয়
কোন রোগটি?
ক. ইফ্লুয়েঞ্জা
খ. আমাশয়
গ. টাইফঢেড
ঘ. কলেরা
উত্তরঃ ক
প্রশ্নঃ যে সকল ভাইরাস ব্যাটেরিয়াকে
আক্রমন করে, তাদেরকে বলা হয়-
ক. উদ্ভিদ ভাইরাস
খ. প্রাণী ভাইরাস
গ. ব্যাকটেরিওফাজ
ঘ. আক্রমনকারী ভাইরাস
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন রোগের নির্দিষ্ট লক্ষন
নেই?
ক. এইডস
খ. গনোরিয়া
গ. গলগণ্ড রোগ
ঘ. গোদ রোগ
উত্তরঃ ক
প্রশ্নঃ দুধকে টক করে-
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ফাংগাস
ঘ. প্রোটোজোয়া
উত্তরঃ খ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫

প্রস্বেদন ও
সালোকসংশ্লেষণ
প্রশ্নঃ সালোসংশ্লেষণ কোথায় ঘটে-
ক. রাইবোজম
খ. ক্রোমোজম
গ. প্লাষ্টিড
ঘ. মাইটোকন্ড্রিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ মেঘলা দিনে উদ্ভিদের কাণ্ডে
শ্বসনের জন্য প্রয়োজনযি অক্সিজেন
কোথা থেকে আসে?
ক. বায়ুমণ্ডল ও সালোকসংশ্লেষণ থেকে
পরিবহনের মাধ্যমে
খ. ব্যাপনের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে
গ. পাতার কোষের সালোকসংশ্লেষণ
থেকে
ঘ. বায়ুমণ্ডল ও সালোকসংশ্লেষণ থেকে
ব্যাপরেন মাধ্যমে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে
রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ
গাছ হতে-
ক. অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
খ. অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড
নির্গত হয়
গ. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়
ঘ. অধিক পরিমাণে কার্বন মনোক্সাইড
নির্গত হয়
উত্তরঃ খ
প্রশ্নঃ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়
নির্গত অক্সিজেনের উৎস কি?
ক. ক্লোরোফিল
খ. কার্বন ডাই অক্সাইড
গ. পানি
ঘ. পানি ও কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ গ
প্রশ্নঃ কলার চারা লাগানোর সময় পাতা
কেটে ফেলা হয় কেন?
ক. প্রস্বেদন রোধ করার জন্য
খ. শ্বসন বন্ধ করার জন্য
গ. অভিস্রবণ ত্বরান্বিত করার জন্য
ঘ. সালোকসংশ্লেষণের উপযোগী করে
তোলার জন্য
উত্তরঃ ক
প্রশ্নঃ উদ্ভিদের খাদ্য প্রস্তুত
প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস কি?
ক. পানি
খ. আলো
গ. বায়ু
ঘ. মাটি
উত্তরঃ খ
প্রশ্নঃ সালোক সংশ্লেষণের অন্ধকার
বিক্রিয়া কি নামে পরিচিত?
ক. টমসন বিক্রিয়া
খ. কেলভিন বিক্রিয়া
গ. কার্লো বিক্রিয়া
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশী
পরিমাণে হয়
ক. সবুজ আলোতে
খ. নীল আলোতে
গ. লাল আলোতে
ঘ. বেগুনি আলোতে
উত্তরঃ গ
প্রশ্নঃ শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের
পাতা ঝড়ে যায় কেন?
ক. খাদ্যের অভাবে
খ. শ্বসনের হার কমাতে
গ. অভিস্রবণ কমাতে
ঘ. প্রস্বেদন কমাতে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে
পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে-
ক. প্রস্বেদন
খ. বাষ্পীভবন
গ. শ্বসন
ঘ. ব্যাপন
উত্তরঃ ক
প্রশ্নঃ সালোক সংশ্লেষনের সময় উদ্ভিদ
কি ত্যাগ করে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই অক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. পানি
উত্তরঃ ক
প্রশ্নঃ লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের
কোন অংশে হয়?
ক. মূল
খ. পাতা
গ. কাণ্ড
ঘ. ফুল
উত্তরঃ গ
প্রশ্নঃ সূর্যের প্রখর উত্তাপেও গরম হয়
না কোনটি?
ক. গাছের পাতা
খ. বায়ুমণ্ডল
গ. গাছের ফল
ঘ. মাটি
উত্তরঃ ক
প্রশ্নঃ উদ্ভিদের খাদ্য তৈরি হয়
কোথায়?
ক. কচিকাণ্ডের
খ. বীজপত্রে
গ. পাতায়
ঘ. কচিকাণ্ডে, বীজপত্রে ও পাতায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি প্রাথমিক খাদ্য উৎপাদক
ক. মানুষ
খ. উদ্ভিদ
গ. সবুজ উদ্ভিদ
ঘ. প্রাণী
উত্তরঃ গ
প্রশ্নঃ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা
উৎপন্ন করে?
ক. শ্বসন
খ. প্রস্বেদন
গ. অভিস্রবণ
ঘ. সালোকসংশ্লেষণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-
ক. আর্দ্রতা কম থাকে
খ. পত্ররন্ধ্র বন্ধ থাকে
গ. পাতা ঝড়ে যায়
ঘ. সবগুলোই
উত্তরঃ গ
প্রশ্নঃ খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু
থেকে গ্রহণ করে-
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই অক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. জলীয় বাষ্প
উত্তরঃ খ
প্রশ্নঃ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
তৈরি মূল পদার্থটি কি?
ক. পানি
খ. শর্করা
গ. আমিষ
ঘ. অক্সিজেন
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্লেরোফিল ছাড়া সম্পন্ন হয় না
ক. শ্বসন
খ. অভিস্রবন
গ. রেচন
ঘ. সালোকসংশ্লেষণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-
অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে
উৎপন্ন করে
ক. কার্বনিক এসিড
খ. শুধু গ্লুকোজ
গ. শক্তি
ঘ. গ্লুকোজ ও অক্সিজেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সালোক সংশ্লেষণ সংঘটিত হয়
যেখানে-
ক. মাইটোকন্ড্রিয়া আছে
খ. নিউক্লিয়াস আছে
গ. ক্লোরোফিল আছে
ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ
খাদ্য উৎপাদন করে?
ক. শ্বসন
খ. প্রস্বেদন
গ. ব্যাপন
ঘ. সালোকসংশ্লেষণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সবুজ উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি
করে?
ক. কাণ্ডে
খ. শিকড়ে
গ. পাতায়
ঘ. মাটিতে
উত্তরঃ গ
প্রাথমিক চিকিৎসা ও ঔষধ
প্রশ্নঃ ভায়াগ্রা কি?
ক. একটি জলপ্রপাত
খ. নতুন একটি ঔষধ
গ. নতুন জাহাজের নাম
ঘ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
উত্তরঃ খ
প্রশ্নঃ বন্যার পর কোন অসুখের
প্রাদুর্ভাব বেশি দেখা যায়?
ক. ডায়রিয়া
খ. ডেঙ্গু
গ. জ্বর
ঘ. চুলকানি
উত্তরঃ ক
প্রশ্নঃ বিষধর সাপে কামড়ালে
ক্ষতস্থানে থাকে-
ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ
খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
গ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
ঘ. ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হতে
থাকে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সিঙ্কোনা’ কোন রোগের
চিকিৎসায় ব্যবহৃত হয়?
ক. আমাশয়
খ. ম্যালেরিয়া
গ. কালাজ্বর
ঘ. এইডস
উত্তরঃ খ
প্রশ্নঃ আঘাত লেগে ফুলে যাওয়ার
প্রাথমিক চিকিৎসা কোনটি?
ক. ঠাণ্ডা পানি ও বরফ দেওয়া
খ. ডেটল বা চুনে রপানি দেওয়া
গ. পানি দিয়ে ধুয়ে ফেলা
ঘ. এসপিরিন বড়ি খেতে দেওয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি এন্টিবায়োটিক?
ক. ইনসুলিন
খ. পেপসিন
গ. পেনিসিলিন
ঘ. ইথাইলিন
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নের কোনটি ভাইরাসরোধী
ঔষধ?
ক. ভ্যাকসিন
খ. অ্যাসাইক্লোভির
গ. সারফাডক্সিন পাইরিমিথমিন
ঘ. ক্লোরোকুইন
উত্তরঃ খ
প্রশ্নঃ A normal solution contains 1
equivalent weight of solute in
ক. 1000ml
খ. 100ml
গ. 10ml
ঘ. 5ml
উত্তরঃ ক
প্রশ্নঃ এন্টিবায়োটিকের কাজ—
ক. জীবাণু ধংস করা
খ. রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
গ. ভাইরাস ধংস করা
ঘ. দ্রুত রোগ নিরাময় করা
উত্তরঃ ক
প্রশ্নঃ নরমাল স্যালাইন হলো সোডিয়াম
ক্লোরাইড এর-
ক. ০.৫% জলীয় দ্রবণ
খ. ১% জলীয় দ্রবণ
গ. ০.৯% জলীয় দ্রবণ
ঘ. ১৯% জলীয় দ্রবণ
উত্তরঃ গ
প্রশ্নঃ শরীরের কোন অংশ পুড়ে গেলে
তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া
উচিত?
ক. ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে
প্রলেপ দেয়া
খ. বরফ বা পরিষ্কার ঠাণ্ডা পানি দেয়া
গ. লবণ পানি দেয়া
ঘ. নারিকেলের তৈল দেয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয়/
পেনিসিলিন ওষুধ তৈরি হয়
ক. ফার্ণ দিয়ে
খ. শৈবাল দিয়ে
গ. ছত্রাক দিয়ে
ঘ. লাইকেন দিয়ে
উত্তরঃ গ
প্রশ্নঃ দুর্ঘটনায় পতিত কোন ব্যক্তির
ভাঙ্গা হাত-পায়ের প্রাথমিক পরিচর্যা
কি করার জন্য বিশেষজ্ঞরা উপদেশ
দিয়ে থাকেন?
ক. ব্যথা নিবরাক মলম জাতীয় ঔষধ
লাগানো
খ. মালিশ করা
গ. শুধু সান্ত্বনা দেয়া
ঘ. ভাঙ্গা স্থনা কাঠ দিয়ে বেঁধে
হাসপাতাল বা চিকিৎসকের নিকট
পাঠানো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অতিশক্তিশালী
অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময়
ব্যবস্থাকে কি বলে?
ক. রেডিওথেরাপি
খ. আলট্রাসনোগ্রাফি
গ. কেমোথেরাপি
ঘ. হাইড্রোথেরাপি
উত্তরঃ গ
প্রশ্নঃ কলেরা বা ডায়রিয়ার রোগী
স্যালাইন খেতে দেওয়া হয় কেন?
ক. বমি বন্ধ হওয়ার জন্য
খ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের
জন্য
গ. পায়খানা বন্ধ হওয়ার জন্য
ঘ. দেহ বর্ধনের জন্য
উত্তরঃ খ
প্রশ্নঃ রোদে পোড়া, ত্বকে র্যাস বের
হওয়া, পোকা মাকড়ের কামড়ে দরকার-
ক. লবণাক্ত পানিতে গোছল করা
খ. স্যাভলনযুক্ত পানিতে গোছল করা
গ. সিরকাযুক্ত পানিতে গোছল করা
ঘ. বেকিং সোডাযুক্ত গরম পানিতে সমস্ত
শরীর ভেজানো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ম্যালেরিয়ার ঔষধ নয়?
ক. ক্লোরোকুইন
খ. ক্লোক্সাসিলিন
গ. মেফলোকুইন
ঘ. পাইরামিথামিন + সালফাডক্সিন
উত্তরঃ ঘ

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

উদ্ভিদ জগৎ
প্রশ্নঃ অঙ্কুরোদগমের জন্য দরকার হয়-
ক. তাপ ও পানি
খ. পানি ও অক্সিজেন
গ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
ঘ. তাপ, পানি ও অক্সিজেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি একবীজপত্রী
ক. ছোলা
খ. ভুট্টা
গ. মটর
ঘ. সীম
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি অপুষ্পক উদ্ভিদ?
ক. মস্
খ. পাতাবাহার
গ. ঘাস
ঘ. ঝাউগাছ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা
নেই কিন্তু ক্লোরোফিল আছে
ক. ব্রায়োফাইটা
খ. টেরিডোফাইটা
গ. শৈবাল
ঘ. ছত্রাক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লেটব্লাইট’ কোন ফসলের রোগ
ক. ধান
খ. কলা
গ. মরিচ
ঘ. আলু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঈস্ট কি?
ক. একটি ভাইরাস
খ. একটি ছত্রাক
গ. একটি ব্যাকটেরিয়া
ঘ. একটি প্রটোজোয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ কচুরীপানা পানিতে ভাসে, কারণ
এদের-
ক. শিকর লম্বা
খ. পাতাগুরো ছড়ান
গ. কাণ্ড ফাঁপা
ঘ. সবগুলোই ঠিক
উত্তরঃ গ
প্রশ্নঃ জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে,
কারণ-
ক. এরা অনেক ছোট হয
খ. এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
গ. এরা পানিতে জন্মে
ঘ. এদের পাতা অনেক কম থাকে
উত্তরঃ খ
প্রশ্নঃ ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে
সম্পর্কযুক্ত?
ক. আম বাগান
খ. চা বাগান
গ. কলা বাগান
ঘ. পেয়ারা বাগন
উত্তরঃ খ
প্রশ্নঃ মূল নেই কোনটির-
ক. মস
খ. ফার্ণ
গ. একবীজি
ঘ. দ্বিবীজি
উত্তরঃ ক
প্রশ্নঃ মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি
বলে?
ক. হ্যালোফাইট
খ. হাইড্রোফাইট
গ. জেরোফাইট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ পানিতে কিচমিচ ডুবিয়ে রাখলে
কিছুক্ষণের মধ্য ফুলে উঠে, এটা হয়-
ক. ব্যাপন প্রক্রিয়ায়
খ. অভিস্রবণ প্রক্রিয়ায়
গ. শ্বসন বেশি
ঘ. বিপাক প্রক্রিয়ায়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?
ক. গম
খ. ভুট্টা
গ. নারিকেল
ঘ. কাঁঠাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ধানের বাদামী রোগ হয় —
ক. ভাইরাস দ্বারা
খ. ব্যাক্টেরিয়া দ্বারা
গ. ব্যাক্টেরিওফায দ্বারা
ঘ. ছত্রাক দ্বারা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ
আলো বাঞ্চনীয় নয়?
ক. চা
খ. ধান
গ. ভুট্টা
ঘ. গম
উত্তরঃ ক
প্রশ্নঃ Flora বলা হয় কোনটিকে?
ক. উদ্ভিদকুলকে
খ. প্রাণীকুলকে
গ. পক্ষীকুলকে
ঘ. মৎস্যকুলকে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি মুল?
ক. কচু
খ. গোল আলু
গ. শালগম
ঘ. আদা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘লালপচা’ কোন ফসলের রোগ
ক. সরিষা
খ. গম
গ. ধান
ঘ. আখ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল-
ক. ব্যাঙের ছাতা
খ. ইউগ্লিনা
গ. ক্রাইসিমিবা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ মাশরুম এক ধরনের —
ক. অপুষ্পক উদ্ভিদ
খ. ফাঙ্গাস
গ. পরজীবী উদ্ভিদ
ঘ. অর্কিড
উত্তরঃ খ
প্রশ্নঃ মিউকর কি?
ক. একটি শৈবাল
খ. একটি ছত্রাক
গ. একটি ব্যাকটেরিয়া
ঘ. একটি ফার্ন
উত্তরঃ খ
প্রশ্নঃ উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায়
গোল আলুকে কি বলে?
ক. ফল
খ. ফুল
গ. কাণ্ড
ঘ. মুল
উত্তরঃ গ
প্রশ্নঃ মূল নাই কোন উদ্ভিদে?
ক. ফণিমনসা
খ. বীরুৎ
গ. গুল্ম
ঘ. সাইকাস ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ধানের বাদামী রোগ হয়-
ক. ছত্রাক দ্বারা
খ. ভাইরাস দ্বারা
গ. ব্যাকটেরিয়া দ্বারা
ঘ. ব্যাকটেরিওফাজ দ্বারা
উত্তরঃ ক
প্রশ্নঃ প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?
ক. Riccia
খ. Agaricus
গ. Cycas
ঘ. Spirogyra
উত্তরঃ খ
প্রশ্নঃ নিরপেক্ষ দিনের উদ্ভিদ?
ক. শশা
খ. সূর্যমুখী
গ. আউশ ধান
ঘ. সবগুলি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন উদ্ভিদের কান্ড রুপান্তরিত
হয়ে পাতার কাজ করে ?
ক. ফার্ন
খ. ফণীমনসা
গ. পাথরকুচি
ঘ. আদা
উত্তরঃ খ
প্রশ্নঃ সাধারণত ফলের অংশ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ২ হতে ৩টি
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত
হয়ে পাতার কাজ করে?
ক. ফার্ন
খ. ফণিমনসা
গ. আদা
ঘ. পাথরকুচি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইরাটম কি?
ক. উন্নত জাতের ধান
খ. উন্নত জাতের ইক্ষু
গ. উন্নত জাতের পাট
ঘ. উন্নত জাতের চা
উত্তরঃ ক
প্রশ্নঃ অন্ধকারে অংকুরিত হয় কোন ফুল?
ক. বেলী
খ. গাঁদা
গ. জুঁই
ঘ. জবা
উত্তরঃ খ
প্রশ্নঃ শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
ক. স্বভোজী
খ. পরভোজী
গ. পরাশ্রয়ী
ঘ. মৃতজীবী
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
ক. ইক্ষু
খ. আম
গ. ছোলা
ঘ. কাঁঠাল
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি অটোফাইট নয়?
ক. জাম
খ. কাঁঠাল
গ. ব্যাঙের ছাতা বা ছত্রাক
ঘ. লিচু
উত্তরঃ গ
প্রশ্নঃ নিরপেক্ষ দিনের ফসল
ক. আমন ধান
খ. আখ
গ. আউশ ধান
ঘ. তামাক
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি আদর্শ ফলে পাওয়া যায়
ক. বীজপত্র ও ফলত্বক
খ. বীজ ও বীজপত্র
গ. বহিঃত্বক ও অন্তঃত্বক
ঘ. বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ফার্ন উদ্ভিদের জন্য কোনটি
প্রযোজ্য?
ক. মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত সপুষ্পক
উদ্ভিদ
খ. মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক
উদ্ভিদ
গ. কাণ্ড ও পাতাবিশিষ্ট অপুষ্পক উদ্ভিদ
ঘ. কাণ্ড ও পাতাবিশিস্ট সপুষ্পক উদ্ভিদ
উত্তরঃ খ
প্রশ্নঃ মহাকাশ গবেষণা খাদ্য ও
অক্সিজেন উৎপাদনের উৎস হিসাবে
ব্যবহৃত হয়-
ক. ক্লোরোলা উদ্ভিদ
খ. ফাংগাস
গ. শৈবাল
ঘ. সবগুলোই
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি তৈল বীজ নয়?
ক. তিসি
খ. সরিষা
গ. অড়হর
ঘ. তিল
উত্তরঃ গ
প্রশ্নঃ ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?
ক. ছত্রাক
খ. ঘাস
গ. মস
ঘ. শৈবাল
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল
ক. আম
খ. কাঁঠাল
গ. ডুরিয়ান
ঘ. রোজবেরী
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি একবীজপত্রী
ক. জামরুল
খ. গোলাপজাম
গ. সেগুন
ঘ. খেজুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রূপান্তরিত মূল কোনটি?
ক. ওলকপি
খ. মিষ্টি আলু
গ. কচু
ঘ. আদা
উত্তরঃ খ
প্রশ্নঃ পাউরুটি ফোলানোর জন্য কোন
ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?
ক. মস
খ. ঈস্ট
গ. ব্যক্টেরিওফাজ
ঘ. এগারিকাস
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফল কি?
ক. আম
খ. জাম
গ. লিচু
ঘ. কাঁঠাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বীজের অঙ্কুরোদগমের জন্য
অত্যাবশ্যকীয় উপাদান কোনটি
ক. পানি-তাপ-বায়ু
খ. মাটি-সার-পানি
গ. মাটি-তাপ-আলো
ঘ. মাটি-আলো-বায়ু
উত্তরঃ ক
প্রশ্নঃ পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন
ফুলের স্ত্রীস্তবকে?
ক. বেলী
খ. জবা
গ. ধুতুরা
ঘ. ডালিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্যাঙের ছাতা এক ধরনের—–
ক. উদ্ভিদ
খ. ছত্রাক জাতীয় উদ্ভিদ
গ. শৈবাল জাতীয় উদ্ভিদ
ঘ. প্রাণী
উত্তরঃ খ
প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস
ক. শিম গাছ
খ. লাউ গাছ
গ. বট গাছ
ঘ. বাঁশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সয়াবিন কি জাতীয় শস্য?
ক. তৈল জাতীয়
খ. তৈল ও ডাল জাতীয়
গ. দানা জাতীয়
ঘ. ডাল জাতীয়
উত্তরঃ ক
প্রশ্নঃ পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি অপুষ্পক উদ্ভিদ?
ক. ব্যাঙের ছাতা
খ. সুপারি
গ. মরিচ
ঘ. গম
উত্তরঃ ক

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

----Ship যুক্ত শব্দ

a.Leadership-নেতৃত্ব
b.Headship-প্রধান শিক্ষক/ শিক্ষিকার পদ
c.Fellowship-সহকারীতা,সাহচর্য
d.Battleship-যুদ্ধের জাহাজ
e.Airship-উড়োজাহাজ
f.Relationship-সম্পর্ক
g.Citizenship-নাগরিকত্ব
h.Censorship-পরীকের পদ / কাজ
i.Championship-বিজয়ী
j.Ownership-মালিকানা
k.Scholarship-ছাত্র বৃত্তি বা ভাতা
l.Worship-ভক্তি, শ্রদ্ধা
m.Friendship-বন্ধুত্ব
n.Courtship-বিয়ে করার জন্য আগ্রহ
o.Directorship-পরিচালক পদ
p.Judgeship-বিচারক পদ
q.Kinship-রাজকীয় পদ
r.Ladyship-সম্ভ্রন্ত নারীর পদ
s.Warship-যুদ্ধের জাহাজ
t.ship-জাহাজ
u.shipment-চালান / জাহাজে প্রেরিত কাজ

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

as+adj+as
1. As brisk as butterfly
প্রজাপতির মত চঞ্চল
2. As busy as bee
মৌমাছির মত ততপর/ব্যস্থ
3. As brave as lion
শিংহের মত সাহসী
4. As clear as day
দিনের আলোর মত পরিস্কার
5. As cunning as a fox
শেয়ালের মত ধুর্ত
6. As fair as a rose
গোলাপের মত সুন্দর
7. As fierce as a tiger
বাঘের মত ভয়ংকর
8. As free as air
বাতাসের মত স্বাধীন
9. As fresh as a rose
গোলাপের মত সতেজ
10. As grave as a judge
বিচারকের মত গম্ভীর
11. As greedy as wolf
নেকড়ের মত লোভী
12. As hoarse as crow
কাকের মত কর্কশ
13. As light as feather
পালকের মত হালকা
14. As playful as kitten
বিড়াল ছানার মত ক্রীড়ামোদী
15. As silly as sheep
খরগোশের মত বোকা
আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়েছে ডেঙ্গু
জ্বরে পেপে পাতার জুস খেলে ১/২ দিনেই
ডেঙ্গু ভালো হয়। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের
উপর আন্তর্জাতিক ভাবে বিস্তৃত অনলাইন
অর্গানাইজেশন তাদের ফেসবুক পেজে এই
সংক্রান্ত একটি প্রতিবেদন দেয়। পেজটি
হলো "Health Digest" যেখানে পৃথিবীর লক্ষ
লক্ষ মানুষ এই আলোচনায় তাদের মতামত
প্রকাশ করেন।
যেখানে অনেকেই বলেছেন যে পেপে
পাতার জুস খেয়ে তাদের অনেকেই দ্রুত
গতিতে আরোগ্য লাভ করেছেন। কারণ ডেঙ্গু
জ্বর হলে শরীরের প্লাটিলেট অনেক কমিয়ে
মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়
দ্রুত,সেক্ষেত্রে পেপে পাতার রস মুহূর্তেই
রক্তের প্লাটিলেট অনেক বাড়িয়ে দিয়ে
ডেঙ্গুকে পরাস্ত করে ।ডেঙ্গু জ্বর নিশ্চিত
হবার সঙ্গে সঙ্গে প্রতিদিন অন্তত ২ বার
করে এই পেপে পাতার রস বিভিন্ন ফলের
সাথে মিশিয়ে খাওয়ালে সত্ত্বর ডেঙ্গু
থেকে মুক্তি পাওয়া যায়। এই হারবাল
চিকিৎসার ব্যাবস্থাকে পৃথিবীর অনেক বড়
বড় ডাক্তাররা স্বীকৃতি দিয়েছে।
mate - দিয়ে কয়েকটি শব্দ

1.Estimate -হিসাব করা/মূল্য বিচার করা।
2.Intimate -ঘনিষ্ঠ।
3.Roommate -একই রুমের সঙ্গী।
4.Classmate -সহপাঠী
5.Checkmate -দাবা খেলার চালমাত/চূড়ান্ত পরাজয়
6.Climate -আবহাওয়া,জলবায়ু
7.Playmate -খেলার সঙ্গী
8.Inmate-বাড়ির বাসিন্দা/আসামি
9.Legitimate -বৈধ,আইন সিদ্ধ।
10.Proximate -নিকটতম
11.Shipmate -সহকর্মী মাঝি,মাল্লা
12.Sublimate-উন্নত করা
13.Ultimate -চূড়ান্ত,সর্বশেষ,চরম
14.Chromate-ক্রোমিয়ামের দ্বারা ঘটা লবন।
15.Helpmate -স্ত্রী,সহধর্মিনি

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

Garland (গারল্যান্ড) - ফুলের মালা
Gnat (ন্যাট) - কীট
Gruel (গ্রুয়েল) - ভাতের ফেন
Glamour (গামার) - সোন্দর্য
Gossip (গসিপ) - গল্প করা
Gnarled (নার্ল্ড) - বাঁকানো
Goblet (গবলেট) - হাতল ছাড়া বড় এক ধরনের গাস
Grotto (গ্রোটো) - গুহা
Gust (গাস্ট) – জোরে ধাক্কা
Gambler (গ্যামব্লার) - জুয়াড়ী
Generous (জেনেরাস) - দয়াবান
Garret (গ্যারেট) - চিলেকোঠা
Goldsmith (গোডস্মিথ) - স্বর্ণকার

Hawk (হক) - বাজপাখী
Hymn (হীম) - স্ত্রোতি
Helot (হিলট) - ক্রীতদাস
Hasten (হেসন) - তাড়াতাড়ি
Heinous (হেনাস) - ভয়ানক
Hail (হেইল) - বর্ষন
Hemisphere (হেমিস্ফেয়ার) - অর্ধগোলক
Harass (হ্যারেস) - বিরক্ত করা
Hornet (হর্নেট) - ভিমরুল
Hollow (হলোউ) - ফাঁপা
Hamper (হ্যমপার) - ক্ষতি
Harbor (হারবোর) - বন্দর
Haste (হেষ্ট) - দ্রুত
Hammock (হ্যামক) - এক ধরনের ঝুলন্ত বিছানা
Hue (হিউ) - রং
Harmony (হারমোনি) - একতান
Husky (হাসকি) - কর্কশ
Hysteria (হিসটেরিয়া) - উত্তেজনা
Hood (হুড) - সাপের ফনা
Heel (হিল) - গোড়ালি
Heir (এয়ার) - উত্তরাধিকারী
Hump (হাম্প) - কুজ
Horizon (হরিজন) - দিক চক্রবাল
Heaven (হ্যাভেন) - স্বর্গ
Hell (হেল) - নরক
Holiness (হলিনেস) - পবিত্রতা

Inspiration (ইনশপিরেশন) - প্রেরনা
Imitate (ইমিটেট) - অনুকরন করা
Idol (আইডল) - মূর্তি
Iguana (ইগুয়ানা) - এক ধরনের গেছো টিকটিকি
Immense (ইম্মেন্স) - বিরাট
Itch (ইচ) - চুলকানি
Ivy (আইভি) - এক ধরনের সবুজ পরগাছা
Intensely (ইনটেন্সলি) - তীব্রভাবে

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

গুরুত্বপূর্ন কিছু দেশের
পার্লামেন্টের নাম
=================_==============
১. বাংলাদেশ= জাতীয় সংসদ
২. পাকিস্তান= মজলিস-ই-শূরা
৩. অস্ট্রেলিয়া= পার্লামেন্ট অব দ্য
কমনওয়েলথ
৪. জার্মানী= রিকসটেগ
৫. ইরান= মজলিস
৬. স্পেন= জেনারেল কোর্টস
৭. ইতালি= পার্লামেন্টো
ইতালিয়ানো
৮. চীন= ন্যাশনাল পিপলস কংগ্রেস
৯. জাপান= ডায়েট
১০. আয়ারল্যান্ড= হাউজ অব দ্য
ওরিয়াখটাস
১১. ইসরাইল= নেসেট
১২. নেপাল= কনস্টিটিউয়েন্ট
এসেম্বলি
১৩. ইন্দোনেশিয়া= পিপলস
কনসালটেটিভ এসেম্বলি
১৪. তাইওয়ান= উয়ান
১৫. মঙ্গোলিয়া= স্টেট গ্রেট খুরাল
১৬. আলবেনিয়া= কুভেনদি।
১৭. মায়ানমার= পিদাংসু হুততাও।