সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

Use

a. use-ব্যবহার করা (v)
b.usable-ব্যবহার যোগ্য (adj)
c.usage -ব্যবহার (n)
d.used-ব্যবহৃত  ( n)
e.unused -সম্পূর্ণ নতুন (n)
f. used up-সম্পূর্ণরুপে ক্লান্ত হওয়া, নিঃশেষিত
g.useful -উপকারী/প্রয়োজনীয়
h.usefulness -প্রয়োজনীয়তা
i.useless -অপ্রয়োজনীয়
j.uselessness -অনুপকারীতা
k.user -ব্যবহারকারী
l.usual-প্রচলিত
m.usually-সচরাচর
n.unusual -অস্বাভাবিক
o.usury-চড়া সুদ
p.user friendly -ব্যবহার করতে সহজ এমন।
q.usher -আশার-সাথী/সঙ্গী
r.usance-বৈদেশিক হুন্ডি ভাঙ্গাবার জন্য প্রদত্ত সময়।
s.using-ব্যবহার
t.utensil-বাসনকোসন
u.used to- অভ্যস্ত
v.Usability-ব্যবহার যোগ্যতা
w.Use Something Up- নিঃশেষ করে ফেলা
x.Use Force-জোরাজুরি করা
y.Use Of Force- জোরাজুরি
z.unusable -অব্যবহার যোগ্য
27.Unusual Time -অকাল
28.Disuse-অব্যবহার
29.Disused- পরিত্যক্ত
30.Usages-রীতিনীতি
১.আমিষের পরিমাণ সবচেয়ে বেশি --- শুটকী মাছ।
২. হাড় ও দাতকে মজবুত করে -- ক্যালসিয়াম ও ফসফরাস।
৩. কচুশাক বিশেষভাবে মূল্যবান --- লৌহ উপাদানের জন্য।
৪. সুষম খাদ্যের উপাদান - ৬ টি।
৫. প্রোটিন বেশি থাকে -- মসুর ডালে।
৬. চা পাতায় থাকে -- ভিটামিন বি
কমপ্লেক্স।
৭. ম্যালিক এসিড -- টমেটোতে পাওয়া যায়।
৮. ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে -- ভিটামিন কে।
৯. খিটামিন সি হলো - অ্যাসকরবিক এসিড।
১০. তাপে নষ্ট হয় -- ভিটামিন সি। ১১. গলগল্ড রোগ হয় -- আয়োডিনের অভাবে।
১২. মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি
--- আমিষের।
১৩. আয়োডিন বেশি থাকে -- সমুদ্রের মাছে।
১৪. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে
--ক্যালসিয়াম অক্সালেট।
১৫.রাতকানা রোগ হয় -- ভিটামিন এ এর অভাবে।
১৬. মুখে ও জিহবায় ঘা হয় -- ভিটামিন বি₂ এর অভাবে।
১৭. পানিতে দ্রবণীয় ভিটামিন -- ভিটামিন বি ও সি।
১৮. শিশুদের রিকেটাস রোগ হয় --
ভিটামিন ডি এর অভাবে।
১৯. মিষ্টি কুমড়া -- ভিটামিন জাতীয় খাদ্য।
২০. মিষ্টি আলু -- শ্বেতস্বার জাতীয় খাদ্য।
২১. শিমের বিচি -- আমিষ জাতীয় খাদ্য।
২২. দুধে থাকে -- ল্যাকটিক এসিড।
২৩.আয়োডিনের অভাবে -- গলগন্ড রোগ হয়।
২৪. লেবুতে বেশি থেকে - ভিটামিন সি।
২৫. আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস -- ভিটামিন সি।
২৬. সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান -- দুধে।
২৭. রক্তশূন্যতা দেখা দেয় -- আয়রনের অভাবে।
২৮. দুধের রং সাদা হয় -- প্রোটিনের জন্য।
২৯. ভিটামিন সি এর রাসায়নিক নাম -- অ্যাসকরবিক এসিড।
৩০. প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় -- অ্যামাইনো এসিড।
৩১. কচুশাকে বেশি থাকে -- লৌহ।
৩২.সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত -- ৪:১:১।
৩৩. সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে
-- খনিজ পদার্থ ও ভিটামিন।
৩৪. সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায় -- ডাবে।
৩৫. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে -- ভিটামিন সি এর অভাবে।
৩৬. মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন -- আমিষ জাতীয় খাদ্যে। ৩৭. সূর্য কিরণ হতে পাওয়া যায় -- ভিটামিন ডি।
৩৮. ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে -- অ্যালবুমিন।
৩৯. আমিষের কাজ -- দেহ কোষ গঠনে সহয়তা করা।
৪০. মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় -- দুধকে।
৪১.কোলেস্টরল -- এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।
৪২. হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন -- ডি ভিটামিন।
৪৩.ভিটামিন ডি এর অভাবে --
রিকেটস রোগ।
৪৪. অস্থির বৃদ্ধির জন্য পোয়োজন --ক্যালসিয়াম।
৪৫. মলা মাছে থাকে -- ভিটামিন এ।
৪৬. ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে -- আল্ট্রাভায়োলেট রশ্মি ।
৪৭. শরীরে শক্তি যোগাতে দরকার -- খাদ্য।
৪৮. সামুদ্রিক মাছে পাওয়া যায় -- আয়োডিন।
৪৯. সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল -- পেয়ারা।
৫০.ভিটামিন এ সবচেয়ে বেশি -- গাজরে।
৫১. আয়োডিন পাওয়া যায় -- শৈবালে।
৫২.আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন -- ২৫০০ ক্যালরি।
৫৩. ল্যাথারাইজম রোগ -- খেসারি ডাল খেলে।
৫৪. শরীরের হাড় ও দাতের গঠনের কাজে বেশি প্রয়োজন -- ক্যালসিয়াম।
৫৫. সহজে সর্দি কাশি হয় -- ভিটামিন সি এর অভাবে

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

রসায়ন বিজ্ঞান

১. প্রসাধনী ও সাবান তৈরীতে ব্যবহৃত হয় – গ্লিসারিণ।
২.বাজারে প্রাপ্ত মদের নাম – ইথাইল এ্যালকোহল।
৩. স্যাকারিন প্রস্তুত হয় – টলুইন থেকে।
৪. ফরমিক এসিডের অম্লিয়গুণের পাশাপাশি – ক্ষারীয় গুণ বিদ্যমান।
৫. কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয় – নাইট্রোজেন গ্যাস।
৬. চিটাগুড় তৈরী হয় – ইথানল থেকে।
৭. রাবার হলো – হাইড্রোকার্বনের পলিমার।
৮. গ্রিক শব্দ গ্রাফাইট অর্থ – আমি লিখি।
৯. নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা – ৭।
১০. অ্যাসবেষ্টস হলো – এক ধরনের অগ্নি নিরোধক খনিজ।
১১. পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু – ওসমিয়াম (প্লাটিনাম জাতীয়)

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

# সমুদ্রবন্দর
১।জর্ডান= আকাবা।
২।মিয়ানমার= আকিয়াব।
৩।ইরান= আবাদান+আব্বাস(বন্দর আব্বাস)।
৪।সুইডেন= গুটেনবার্গ।
৫।চীন= সাংহাই,ক্যান্টন।
৬।কানাডা= মন্ট্রিল,কুইবেক।
৭।মরক্কো= ক্যাসাব্লাঙ্কা।
৮।সৌদি আরব= জেদ্দা।
৯।ইসরাইল= হাইফা।
১০।লেবানন= বৈরত।
১১।রাশিয়া=সেন্ট পিটার্সবার্গ,লেনিনগ্রাদ।
১২।ঘানা= আক্রা।
১৩।সেনেগাল= ডাকার।
১৪।লিবিয়া= বেনগাজী।
১৫।উরুগুয়ে= মন্টিভিডিও।
১৬।নিউজিল্যান্ড= ওয়েলিংটন।
১৭।পর্তুগাল= লিসবন।
১৮।বেলজিয়াম= এন্টওয়ার্প।
১৯।মিশর= সুয়েজ,আলেকজান্দ্রিয়া,পোর্ট সৈয়দ।
২০।বাংলাদেশ= চট্টগ্রাম,মংলা
১) তোমাকে বড় সুখী মনে হয়।
You seem to be very happy.
(ইউ সিম টু বি ভেরি হ্যাপি।)
২) বয়সের তুলনায় আপনাকে ছোট দেখায়।
You look younger than your age.
(ইউ লুক ইয়াংগার দ্যান ইয়র এইজ)
৩) তাকে ধনী মনে হয়।
He seems to be rich.
(হি সিমস্ টু বি রিচ)
৪) বোঝাটিকে ভারী মনে হয়েছিল।
The load seems to be heavy.
(দা লোড সিমড টু বি হেভি)
৫) খাবারটি বাসি মনে হয়।
The food seems to be stale.
(দা ফুড সিমস টু বি স্টেইল)
৬) মাছ গুলোকে পচা মনে হয়।
The fish seem to be rotten.
(দি ফিস সিম টুবি রটেন)
৭) ছেলেটিকে বিস্বস্ত মনে হয় না।
The boy does not seem to be faithful.
(দা বয় ডাজ নট সিম টু বি ফেইথফুল)
৮) তাদেরকে বড় হৃদয়ের মনে হয় না।
They do not seem to be large hearted.
(দেই ডু নট সিম টু বি লার্জ হার্টেড।)
৯) তাকে পরিশ্রমী মনে হয়নি।
He did not seem to be industrius.
(হি ডিড নট সিম টু বি ইনডাসট্রিয়াস)
১০) তাকে কি মেধাবী মনে হয়েছিল?
Did he seem to be meritorious?
(ডিড হি সিম টু বি মেরিটরিয়াস?)
১১) মেয়েটিকে কি বেয়াদব বলে মনে হয়?
Does the girl seem to be impudent?
(ডাজ দা গার্ল সিম টু বি ইমপুডেন্ট)
১২) ছেলেগুলো কে কি চঞ্চল মনে হয়?
De the boys seem to be restless?
(ডু দা বয়জ সিম টু বি রেষ্টলেস্?)
কোন কাজ উচিত অর্থে বুঝাইলে Should ব্যবহার
করা হয়।
Sub+Should+main verb
কিন্তু Sentence এ Subject না থাকলে Object টি
আকারে বসে +Should be+ মূল Verb এর Past
participle হয়। যেমন-
১) তোমার বৃদ্ধ মাতাপিতাকে দেখাশুনা করা উচিত।
You should look after your old Parents.
(ইউ সুড লুক আফটার ইওর ওল্ড প্যারেন্ট্স)
২) আমাদের সময়মত আহার করা উচিত।
We should take meal in time.
(উই সুড টেক মিল ইন টাইম).
৩) কারো বেশি খাওয়া উচিত নয়।
One should not eat more.
(ওয়ান সুড নট ইট মোর)
৪) তার কর্তব্য অবহেলা করা উচিত নয়।
He should not neglect his duty.
(হি সুড নট নেগলেক্ট হিজ ডিউটি)
৫) দুর্নীতি দমন করা উচিত।
Corruption should be checked.
(কররাপশন সুড বি চেক্ট)
৬) গরীবদের সাহায়্য করা উচিত।
The poor should be helped.
(দ্য পুওর সুড বি হেল্পড)
৭) কাজটি করা উচিত।
The work should be done.
Case (কারক)
Case (কারক)

Sentence এ কোন noun বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case বলে।

ইংরেজিতে noun বা pronoun এর Case সাধারনত পাঁচ রকমের হয়ে থাকে। এগুলো হল-

Nominative case
Objective case
Possessive case
Vocative case
Dative case
Note: Dative case কে সাধারনত স্বতন্ত্র কারক হিসেবে গণ্য করা হলেও আধুনিক English grammar এটিকে object তথা Objective case রুপে গণ্য করে। তাই English grammar এ মূলত চার প্রকার case ই আলোচিত হয়।

Nominative case:

যখন কোন noun বা pronoun কর্তা রুপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে।

Nominative কে পেতে হলে ক্রিয়াকে কে(who) অথবা কি(what) দ্বারা প্রশ্ন কর।

- Orin goes to school. কে(who) স্কুলে যায়?

এছাড়াও pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause etc Nominative case রূপে ব্যবহৃত হয়।

Nominative রূপে noun - Orin goes to school.
Nominative রূপে pronoun – He visited Khulna.
Nominative রূপে adjective – The poor live in hand to mouth.
Nominative রূপে infinitive – To err is human.
Nominative রূপে gerund – Walking is a good exercise.
Nominative রূপে verbal noun – The reading of newspaper is a good habit.
Nominative রূপে phrase – A man of letters came here.
Nominative রূপে clause – What he says is known to all.

Objective case:

যখন কোন noun বা pronoun কর্ম রুপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে।

Objective কে পেতে হলে ক্রিয়াকে কাকে(whom) অথবা কি(what) দ্বারা প্রশ্ন কর।

- Rahim reads a book. (rahim কি পড়ছে? - book)
- The horse kicked the boy. (কাকে kick করেছে? – the boy)

Objective case দুই প্রকার:

Accusative case- কোন sentence এ যদি বস্তুবাচক noun – verb এর object রূপে বসে, তবে তাকে Accusative case বলে।
- He bought a car. (car বস্তুবাচক noun)

Dative case – কোন sentence এ যদি ব্যেক্তিবাচক noun – verb এর object রূপে বসে, তবে তাকে Dative case বলে।
- I like the man. (The man ব্যেক্তিবাচক noun)

এছাড়াও noun, pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause etc Objective case রূপে ব্যবহৃত হয়।

Objective case রূপে noun – He reads the Quran.
Objective case রূপে pronoun – We called him.
Objective case রূপে adjective – He helps the poor.
Objective case রূপে infinitive – I want to sleep.
Objective case রূপে verbal noun – I like the playing of cricket.
Objective case রূপে phrase – I met a man of parts.
Objective case রূপে clause – I know how he did it.

Possessive case:

অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। এটি “কার” এই প্রশ্নের উত্তর দেয়।

- This is Ram’s book. (কার বই- Ram এর)
- These are Shakespeare’s plays.(কার নাটক - Shakespeare’s এর)

Formation of Possessive case:

1. শেষে ‘s’ বিহীন singular noun এর সাধারণত Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। এটা জীবিত noun এর ক্ষেত্রে হয়। যেমন- Shawkot’s book, kamal’s pen, mother’s glass, baby’s toy.

2. শেষে ‘s’ যুক্ত singular noun এর শেষে শুধু Apostrophe যোগ করে Possessive করা হয়। যেখানে স-ধ্বনি একাধিক থাকে। যেমন- jesus’ speech, brutass’ car, keates’ poem.

3. শেষে ‘s’ বিহীন plural noun এর সাধারণত Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। যেমন- women’s co-operative, children’s park, men’s dress, people’s republic.

4. শেষে ‘s’ যুক্ত plural noun এর শেষে শুধু Apostrophe যোগ করে Possessive করা হয়। যেমন- boys’ school, girls’ school, sailors’ cap, brothers’ garden.

5. Compound noun এর শেষে Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। যেমন- brother-in-law’s home, Inspector-general’s office.

6. And দ্বারা যুক্ত একাধিক noun যৌথ অধিকার প্রকাশ করলে শেষের noun টির সাথে (’s) যোগ করতে হয়। যেমন- Rahim and Karim’s flat. Sami and Rahi’s mother.

7. সাধারণত ব্যক্তির ক্ষেত্রে (’s) বসিয়ে বা তার পূর্বে of বসিয়ে Possessive করা হয়। যেমন- Rahim’s hen or The hen of Rahim. Rabbi’s goat or the goat of rabbi.

8. অচেতন পদার্থের ক্ষেত্রে (’s) না বসিয়ে of বসিয়ে Possessive করতে হয়। যেমন-
Incorrect – The Chair’s legs are broken.
Correct – The legs of chair are broken.

9. সময়, দুরুত্ব ও ওজন প্রকাশক noun এর সাথে (s’) যোগ করে Possessive করতে হয়। যেমন – Three days’ leave, A yard’s length, A ton’s wait.

Vocative case:

Go there, Rahim. May I come in sir.

উপরের sentence দুটিতে Rahim and sir দুটি noun এ সম্বোধন করে কিছু বলা আছে। এখানে noun দুটির সাথে স্ব স্ব বাক্য দুটির অপর অংশ দুটির সাথে যে সম্পর্ক তাই Vocative case। এক কথায় বাক্যে noun এর মাধ্যমে কাউকে কে সম্বোধন করে কিছু বলা হলে তার Vocative case হয়। একে nominative address বা case of address ও বলা হয়।

যেমন – Brother, could I take your pen?
Good bye, mother.
Come here.
Go there.

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

বোর্ড পরীক্ষার
সার্টিফিকেট হারিয়ে
গেলে আপনার করনীয়

একটি ছাত্রের শিক্ষাজীবনের সবচেয়ে
মূল্যবান সম্পদ সার্টিফিকেট আর তা হারিয়ে
গেলে ভীষণ চিন্তায় পড়ে যান অনেকেই। কী
করবেন, কিভাবে সার্টিফিকেট ফিরে
পাবেন তা বুঝতে পারেন না। সার্টিফিকেট
বা এ ধরনের মূল্যবান শিক্ষাসংক্রান্ত
কাগজপত্র হারালে বা নষ্ট হয়ে গেলে
ঘাবড়ানোর কিছু নেই।
প্রথমে যা করবেনঃ
সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র
হারিয়ে গেলে দেরি না করে এ বিষয়ে দ্রুত
পদক্ষেপ নেওয়া উচিত। এর জন্য প্রথমে
আপনার এলাকার নিকটবর্তী থানায় একটি
সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে
রাখতে হবে। এরপর যেকোনো একটি দৈনিক
পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।
বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র,
রোল নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং
কিভাবে আপনি সাটিফিকেট, নম্বরপত্র
অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা
সংক্ষেপে উল্লেখ করতে হবে।
থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি
প্রকাশের পর আপনাকে যেতে হবে যে
বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই
শিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের ‘তথ্যসংগ্রহ
কেন্দ্র’ থেকে আবেদনপত্র সংগ্রহের পর
নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর
নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ডিমান্ড
ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর
জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর
আবেদন কার্যকর হবে। আবেদনপত্রের সঙ্গে
মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির
কাটিং ও থানার জিডির কপি জমা দিতে
হবে।
আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ
আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ
করতে হবে আপনি কোন পরীক্ষার (মাধ্যমিক
না উচ্চমাধ্যমিক) কী হারিয়েছেন এবং কী
কারণে আবেদন করছেন। আবেদনপত্রের
বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং
বাংলায় স্পষ্ট অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম,
পিতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, রোল
নম্বর, পাশের বিভাগ/জিপিএ, শাখা,
রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং
জন্মতারিখ সহ বিভিন্ন তথ্য লিখতে হবে।
পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি যে
দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটির
নাম ও তারিখ এবং সোনালী ব্যাংকের যে
শাখায় ব্যাংক ড্রাফট করেছেন সে শাখার
নাম, ড্রাফট নম্বর ও তারিখ উল্লেখ করতে
হবে। আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের
সুপারিশের প্রয়োজন হবে। এতে তার দস্তখত
ও নামসহ সিলমোহর থাকতে হবে। আর
প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই
গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ও নামসহ
সিলমোহর থাকতে হবে।
নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/
একাডেমিক ট্রান্সক্রিপ্টের অংশবিশেষ
থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে না
বা থানায় জিডি করতে হবে না। এ ক্ষেত্রে
আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা
দিতে হবে। তবে সনদে ও নম্বরপত্রের
অংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র,
পাশের বিভাগ ও সন, জন্ম তারিখ ও
পরীক্ষার নাম না থাকলে তা গ্রহণযোগ্য হবে
না। আর বিদেশি নাগরিককে ব্যাংক
ড্রাফটসহ নিজ সরকারের শিক্ষা
মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।
কত টাকা লাগবেঃ
সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি
(জরুরি ফিসহ) ১৩০ টাকা। এ ছাড়া ত্রি-
নকলের জন্য ১৫০ টাকা এবং চৌ-নকলের
জন্য ২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে
জমা দিতে হয়।
লাইক,কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে
থাকুন।
আপনাদের সুখী জীবন আমাদের কাম্য।
ধন্যবাদ।

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

কিছু আবিস্কার ও আবিষ্কারক - এর নাম :
(1)হাইড্রোজেন - হেনরি ক্যাভেন্ডিস
(2)অক্সিজেন - প্রিস্টলি
(3)ক্লোরিন - ময়সাঁ
(4)ওজোন - স্কোনবীনি
(5)ইলেকট্রন - থমসন
(6)প্রোটন - রাদারফোর্ড
(7)নিউট্রন - চ্যাডউইক
(8)রেডিয়াম - মাদাম কুরি ও পিয়েরে কুরি
(9)শুষ্ক কোষ - জর্জেস লেকল্যান্স
(10)বৈদ্যুতিক কোষ - আলেকসান্দ্র ভোল্টা
(11)পারমাণবিক সংখ্যা - মোঁসলে
(12)তড়িৎ বিশ্লেষণ - মাইকেল ফ্যারাডে।
১.বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?
উত্তরঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২. প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের
নাম কি ?
উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি
প্রিন্টিং প্রেস।
৩.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত
সালে?
উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
৪. বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম
কি?
উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
৫. বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে
ছিলেন ?
উত্তরঃ নুরজাহান বেগম।
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী
বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।
৭. বাংলাদেশের আন্তর্জাতিক
খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৮. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?
উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।
৯. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে?
উত্তরঃ শায়েস্তা খান ।
১০. ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?
উত্তরঃ সুবেদার ইসলাম খান ।
১১. কুতুব মিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লীতে।
১২. ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
১৩.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ
করেন ?
উত্তরঃ ১৭ বার।
১৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
১৫.“দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ সম্রাট আকবর ।
১৬. বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ?
উত্তরঃ দোলাই খাল বা দোলাই নদী।
১৭.লাল কেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৮. তাজমহলের নির্মাতা কে ?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে
ছিলেন ?
উওরঃ শিবাজী।
২০.বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা
করেন কে?
উত্তরঃ হুমায়ুন।
২১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম
কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
২২. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ
সার্ভিস চালু করা হয়?
উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।
২৩.উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?
উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।
২৪. প্রথম জেলা গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ?
উত্তরঃ সচিব।
২৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায়
অবস্থিত ?
উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
২৭.বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার
কে?
উত্তরঃ সুরাইয়া বেগম ।
২৮. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড়
কোনটি ?
উত্তরঃ গারো পাহাড়।
২৯.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
কোনটি ?
উত্তরঃ তাজিনডং।
৩০. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দর বনের দক্ষিণ উপকূলে।
বাংলাদেশের প্রথম নারী

# প্রথম নারী প্রধানমন্ত্রীঃ বেগম খালেদা
জিয়া
# প্রথম নারী স্পীকারঃ শিরীন শারমিন
চৌধুরী
# প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রীঃডা.দীপু মনি
# প্রথম নারী ওসিঃ হোসনে আরা
# প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীঃ এডভোকেট
সাহারা খাতুন
# প্রথম নারী সংসদ উপনেতাঃ সৈয়দা
সাজেদা চৌধুরী
# প্রথম নারী হুইপঃ খালেদা খানম
# প্রথম নারী প্রোক্টরঃ কাজী শাহানারা
আহমেদ
# মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদঃ
মেহেরুন্নেসা
# ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম ছাত্রীঃ
লীলা নাগ
# ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম মুসলিম
ছাত্রীঃ ফজিলাতুন্নেসা
# ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম নারী
শিক্ষকঃ করুণাকণা গুপ্তা
# প্রথম নারী ক্রীয়াবিদঃ রাবেয়া খাতুন
# দাবায় প্রথম আন্তর্জাতিক গ্র্যান্ড
মাষ্টারঃ রানী হামিদ
# প্রথম নারী বিচারপতিঃ নাজমুন আরা
সুলতানা
# প্রথম নারী প্যারেড কমান্ডারঃ এলিজা
শারমিন
# প্রথম নারী রেল চালকঃ সালমা খান
# প্রথম নারী ব্রিগেডিয়ারঃ সুরাইয়া রহমান
# ঢাকা মেডিকেলের প্রথম নারী অধ্যক্ষঃ
ডা. হোসনে আরা তাহমিন
# সংবিধান রচনা কমিটির একমাত্র নারী
সদস্যঃ বেগম রাজিয়া বানু
# এমনেষ্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী
মহাসচিবঃ আইরিন খান
# বিটিভি’র প্রথম নারী মহাপরিচালকঃ
বেগম ফেরদৌস আরা
# পরমাণু শক্তি কমিশনের প্রথম নারী
পরিচালকঃ ড. জাকিয়া বেগম
# পরমাণু শক্তি গবেষণার প্রথম
নারী মহাপরিচালকঃ ড. মাধবী ইসলাম
# জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী
নারী স্থায়ী প্রতিনিধিঃ ইসমাত জাহান
# জাতিসংঘ সিডিও কমিটির প্রথম
বাংলাদেশী চেয়ারপারসনঃ সালমা খান
# তত্বাবধায়ক সরকারের প্রথম নারী
উপদেষ্টাঃ ড. নাজমা চৌধুরী
# প্রথম নারী জাতীয় অধ্যাপকঃ প্রফেসর ড.
সুফিয়া আহমেদ
# প্রথম নারী নভোবিজ্ঞানীঃ ড. সুলতানা
নাহার কেয়া
# বাংলা একাডেমীর প্রথম নারী
মহাপরিচালকঃ ড. নীলিমা ইব্রাহীম
# পিএসসি’র প্রথম নারী চেয়ারম্যানঃ
জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম
# প্রথম নারী মহিলা ব্যারিস্টারঃ রাবেয়া
ভূইয়া
# যুক্তরাজ্যের নিন্মকক্ষের প্রথম
বাংলাদেশী নারী সদস্যঃ রুশানারা আলী
# মন্ত্রীসভার প্রথম নারী সদস্যঃ নূরজাহান
মুরশিদ
# প্রথম নারী পুলিশ সুপার (এসপি): রওশন আরা
# প্রথম নারী কূটনৈতিকঃ তাহমিনা খান ডলি
# প্রথম নারী ভাষ্করঃ নভেরা আহমদ
# বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডীনঃ
আজিজুন্নেসা
# প্রথম নারী রাষ্ট্রদূতঃ মাহমুদা হক চৌধুরী
# প্রথম নারী পাইলটঃ সৈয়দ কানিজ
ফাতেমা রোকসানা
# প্রথম টেষ্টটিউব শিশু
প্রবর্তনকারী চিকিৎসকঃ ডা. পারভীন
ফাতেমা
# প্রথম নারী প্যারাট্রুপারঃ জান্নাতুল
ফেরদৌস
প্রশ্ন: বাংলাদেশের অস্ত্র নির্মাণ
কারখানা
কোথায় অবস্থিত?
উঃ গাজিপুর।
-
প্রশ্ন: বাংলাদেশের মোটর গাড়ির
সংযোজনের বৃহত্তম কারখানার নাম কি?
উঃ প্রগতি ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম।
-
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম লৌহ ও
ইস্পাত
কারখানার নাম কি?
উঃ চট্টগ্রাম স্টীলমিল, চট্টগ্রাম।
-
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জাহাজ
নির্মাণ
ও মেরামত কারখানার নাম কি?
উঃ চট্টগ্রাম ডকইয়ার্ড, চট্টগ্রাম।
-
প্রশ্ন: বাংলাদেশের তেল শোধনাগার
কোনটি
ও কোথায় অবস্থিত?
উঃ ইস্টার্ন রিফাইনারী, চট্টগ্রাম।
-
প্রশ্ন: বাংলাদেশের কোথায় টেলিফোন
শিল্প
সংস্থা অবস্থিত?
উঃ টংগী, গাজিপুর।
-
প্রশ্ন: বাংলাদেশের অস্ত্র নির্মান
কারখানা
কোথায়?
উঃ গাজিপুর।
-
প্রশ্ন: দেশের প্রথম ইকো পার্ক
কোনটি?
উঃ সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়।
-
প্রশ্ন: দেশের প্রথম সাফারি পার্কের
নাম
কি?
উঃ বঙ্গবন্ধু সাফারি পার্ক।
-
প্রশ্ন: দেশের প্রথম সাফারি পার্ক
কোথায়
অবস্থিত?
উঃ কক্সবাজারের ডুলাহাজরা।
-
প্রশ্ন: বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড
টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কোন
মন্ত্রণালয়ের অধীনে?
উঃ শিল্প মন্ত্রণালয়।
-
প্রশ্ন: দেশের সর্ববৃহৎ চিনি কল
কোনটি?
উঃ কেরু এন্ড কোঃ লিঃ, দর্শনা।
-
প্রশ্ন: ব্রিটিশ বাংলার প্রথম পাটকল
কবে
কোথায় স্থাপন করা হয়?
উঃ ১৮৫৫ সালে, কলকাতায়।
-
প্রশ্ন: বর্তমান বাংলাদেশের কোথায়
প্রথম
পাটকল কোথায় স্থাপন করা হয়?
উঃ সিরাজগঞ্জে।
-
প্রশ্ন: বাংলাদেশ তথা উপমহাদেশের
বৃহত্তম
পাটকল কোনটি ছিল?
উঃ আদমজী পাটকল।
-
প্রশ্ন: আদমজী পাটকলের তাঁত সংখ্যা
ছিল?
উঃ ৩,০০০ টি।
-
প্রশ্ন: আদমজী পাটকল স্থাপন করা
হয়?
উঃ ১৭ জুন, ১৯৫১ সাল।
-
প্রশ্ন: আদমজী পাটকলের প্রতিষ্ঠাতা
কে
ছিলেন?
উঃ পাকিস্তানের গুল মোহাম্মদ
12
* রেডক্রসের সদর দপ্তর কোথায়
অবস্থিত? - জেনেভায়
,
* ২০১৫সালের ১৭ তম ন্যাম সম্মেলন
কোথায় অনুষ্ঠিত হবে?
- কারাকাস,ভেনিজুয়েলায়
, * বর্ণালী ও শুভ্র কি?
- উন্নত জাতের ভূট্টা
,
* রক্তে হিমোগ্লোবিনের কাজ
কি?
- অক্সিজেন সরবরাহ করা ,
* ‘মধুবালা‘ নামটি কি জন্য
বিখ্যাত?
- হলদে জাতের তরমুজ হিসাবে
,
* আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার
কি?
- আগুন
,
* ২০১৫সালের ঢাকা ও চট্টগ্রাম
‘সিটি
নির্বাচন ‘ কত তারিখে অনুষ্ঠিত হয়?
- ২৮ এপ্রিল
,
* সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত
ক্রিকেট টেস্ট ম্যাচে কোন
ক্রিকেটার ডাবল সেঞ্চুরী করেছেন? -
তামিম ইকবাল
,
* দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
- ১৯৩৯ সালে
,
* ২৫ এপ্রিল ২০১৫ - এর ভয়াবহ
ভূমিকম্পের
মাত্রা রেখটার স্কেলে কত ছিল?
- ৭.৮ ( উইকিপিডিয়াতে আছে)
,
* নাসিরাবাদের বর্তমান নাম কি?
- ময়মনসিংহ ,
* কম্পিউটারের মূল মেমোরী তৈরি
হয়
কি দিয়ে?
- সিলিকন

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

প্রশাসন
প্রশাসনিক কাঠামো
প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর- বিভাগ
মোট বিভাগ- ৭টি
সর্বশেষ/সপ্তম বিভাগ- রংপুর
রাজশাহী বিভাগে জেলা- ৮টি
সিটি কর্পোরেশনের সংখ্যা- ৮টি
মোট উপজেলা- ৪৮৪
মোট গ্রাম- ৮৭৩১৯ (প্রায় ৮৮ হাজার)
রংপুর বিভাগ
রংপুর বিভাগ মন্ত্রীসভায় অনুমোদিত হয়-
২০০৯ সালে
রংপুর বিভাগ অনুমোদিত হয়- ২৫ জানুয়ারি
২০১০
রংপুর বিভাগ কার্যক্রম শুরু করে- ১৭ মে ২০১০
রংপুর বিভাগে জেলা- ৮টি
রংপুর বিভাগে সিটি কর্পোরেশন- ১টিও নেই
সিটি কর্পোরেশন
সিটি কর্পোরেশনের সংখ্যা- ৮টি
সর্বশেষ/নতুন সিটি কর্পোরেশন- কুমিল্লা
কুমিল্লা সিটি কর্পোরেশন
দেশের ৮ম সিটি কর্পোরেশন
পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হয়- ১০
জুলাই ২০১১
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
দেশের ৭ম সিটি কর্পোরেশন
পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হয়- ৫মে
২০১১
বৃহত্তম ও ক্ষুদ্রতম বিভাগ ও জেলা
আয়তনে জনসংখ্যায় জনসংখ্যার ঘনত্ব
বৃহত্তম ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম
বিভাগ চট্টগ্রাম সিলেট ঢাকা সিলেট ঢাকা বরিশাল
জেলা রাঙামাটি মেহেরপুর ঢাকা বান্দরবান
বিচার বিভাগ
বাংলাদেশের সর্বোচ্চ আদালত- সুপ্রিম
কোর্ট
সুপ্রিম কোর্টের বিভাগ- ২টি (আপিল বিভাগ,
হাইকোর্ট বিভাগ)
প্রধান বিচারপতিকে নিয়োগ দেন-
রাষ্ট্রপতি
বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা- ৬৭ বছর
(আগে ছিলো ৬৫ বছর)
প্রথম প্রধান বিচারপতি- এ এস এম সায়েম
বর্তমান প্রধান বিচারপতি- মোঃ মুজাম্মেল
হোসেইন
বর্তমান অ্যাটর্নি জেনারেল- অ্যাডভোকেট
মাহবুবে আলম
প্রথম আদিবাসী/মণিপুরী বিচারক- সুরেন্দ্র
কুমার সিনহা
প্রথম মহিলা বিচারপতি- নাজমুন আরা
সুলতানা
প্রথম মহিলা হিন্দু বিচারপতি- কৃষ্ণা দেবনাথ
জেলা আদালতের প্রধান বিচারপতি- জেলা
জজ
জেলা জজ যখন ফৌজদারি মামলা
পরিচালনা করেন তখন তাকে বলে- দায়রা
জজ
দেশের সর্বনিম্ন আদালত- পল্লী আদালত
বিচার বিভাগ পৃথকীকরণ হয়- ১ নভেম্বর ২০০৭
৩ পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও
বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত চালু
হয়- ২০০৮ সালে
পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি হয়-
১৯৮৫ সালে
সাংবিধানিক প্রতিষ্ঠান- বাংলাদেশ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও
বাংলাদেশ নির্বাচন কমিশন (সংবিধানে
নতুন অনুচ্ছেদ/ধারা সংযোজনের মাধ্যমে
সৃষ্ট)
দর্নীতি দমন কমিশন
দুর্নীতি দমন কমিশন গঠিত হয়- ২১ নভেম্বর
২০০৪
স্বাধীন দুর্নীতি দমন কমিশনের বর্তমান
চেয়াম্যান- গোলাম রহমান
দুর্নীতি দমন কমিশন- প্রধানমন্ত্রীর
সচিবালয়ের অধীনে
সশস্ত্র বাহিনী
সশস্ত্র বাহিনীর সদর দপ্তর- ঢাকা
(কুর্মিটোলা)
সামরিক সদর দপ্তর- কুর্মিটোলা
সেনাবাহিনীর সদর দপ্তর- ঢাকা
নৌবাহিনীর সদর দপ্তর- ঢাকা
বিমানবাহিনীর সদর দপ্তর- ঢাকা
বিমান বাহিনীর ট্রেনিং সেন্টার- যশোর
প্রথম প্রধান সেনাপ্রধান- জেনারেল এম এ
জি ওসমানী
বর্তমান-
সেনাবাহিনীর প্রধান- জেনারেল আব্দুল
মুবিন চৌধুরী
নৌবাহিনী প্রধান- ভাইস অ্যাডমিরাল জহির
উদ্দিন আহমেদ/জেড ইউ আহমেদ
বিমানবাহিনীর প্রধান- এয়ার মার্শাল শাহ
মোহাম্মদ জিয়াউর রহমান
বাংলাদেশ পুলিশ
পুলিশ শব্দটি এসেছে- পর্তুগিজ ভাষা থেকে
উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়- লর্ড
ক্যানিংয়ের আমলে (১৮৬১ সালে)
পুলিশের বর্তমান আইজিপি- হাসান মাহমুদ
খন্দকার
বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সদস্য হয়-
১৯৭৬ সালে
বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি-
রাজশাহীর সারদায়
বর্ডার গার্ডস অব বাংলাদেশ ( বিজিবি )
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম-
বর্ডার গার্ডস অব বাংলাদেশ (বিজিবি)
বিজিবির পূর্বনাম- বাংলাদেশ রাইফেলস
(বিডিআর)
বাংলাদেশ রাইফেলসের পূর্বনাম- রামগড়
লোকাল ব্যাটালিয়ন
বিজিবির মহাপরিচালক- মেজর জেনারেল
আনোয়ার হোসেন
বিজিবির সদর দপ্তর- পিলখানা
পিলখানা বিদ্রোহ সংঘটিত হয়- ২৫
ফেব্রুয়ারি ২০০৯
বিদ্রোহী বিডিআর জওয়ানরা আত্মসমর্পণ
করে- ২৬ ফেব্রুয়ারি ২০০৯
অপারেশন রেবেল হান্ট- বিডিআর
বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার
জন্য অভিযান
বাংলাদেশ কোস্ট গার্ড
বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তর-
ঢাকার আগারগাঁও
বাংলাদেশের উপকূলীয় সীমান্তের দৈর্ঘ্য-
৭১১ কিমি
কোস্ট গার্ডের মহাপরিচালক- রিয়ার
অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেইন
কোস্ট গার্ডের জাহাজের নাম- রূপসী
বাংলা (চোরাচালান দমনে নিয়োজিত)
অন্য জাহাজের নাম- শ্বেত গাং, পোর্ট
গ্যান্ড
র্যাব
র্যাব (RAB)- Rapid Action Battalion
র্যাব প্রতিষ্ঠিত হয়- ২৬ মার্চ, ২০০৪
মহিলা র্যাব ‌ সদস্যরা কার্যক্রম শুরু করেন- ১০
অক্টোবর ২০০৫
র্যাব-র পূর্বনাম- RAT (Rapid Action Team)
র্যাট প্রতিষ্ঠিত হয়- ২৫ জানুয়ারি ২০০৩
র্যাবের সদর দপ্তর- কুর্মিটোলা, ঢাকা
র্যাবের বর্তমান মহাপরিচালক- মোখলেছুর
রহমান
কিছু গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান
সংস্থা প্রধানের পদবী প্রধান
পাবলিক সার্ভিস কমিশন (PSC) চেয়ারম্যান ড. সা’দত হুসাইন
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী
জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান
নির্বাচন কমিশন প্রধান নির্বাচন
কমিশনার এ টি এম শামসুল হুদা
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান
রাজস্ব বোর্ড (NBR) চেয়ারম্যান নাসির উদ্দিন
এফবিসিসিআই (FBCCI) সভাপতি এ কে আজাদ
বিজিএমইএ (BGMEA) সভাপতি শফিউল ইসলাম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বাংলাদেশ (TIB) মহাসচিব সেলিনা হোসেন
বর্ডার গার্ড অব বাংলাদেশ (BGB) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার
হোসেন
বাংলাদেশ পুলিশ বাহিনী মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার
সেনাবাহিনী জেনারেল জেনারেল আব্দুল মুবিন চৌধুরী
নৌবাহিনী ভাইস অ্যাডমিরাল ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন
আহমেদ
বিমানবাহিনী এয়ার মার্শাল এয়ার মার্শাল শাহ মোহাম্মদ
জিয়াউর রহমান
র্যাব (RAB) মহাপরিচালক মোখলেছুর রহমান
রংপুর বিভাগ বিভাগীয় কমিশনার শওকত মোস্তফা (১ম)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম মনজুরে আলম
বাংলা একাডেমী মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান
শিশু একাডেমী চেয়ারম্যান মুস্তফা মনোয়ার
বন্দর
সমুদ্র বন্দর মোট সমুদ্র বন্দর- ২টি
প্রধান সমুদ্র বন্দর- চট্টগ্রাম সমুদ্র বন্দর
চট্টগ্রাম সমুদ্র বন্দর- কর্ণফুলী নদীর তীরে
অবস্থিত
অপর সমুদ্র বন্দর- মংলা সমুদ্র বন্দর
(বাগেরহাট)
মংলা সমুদ্র বন্দর- পশুর নদীর তীরে অবস্থিত
প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দর- নোয়াখালীতে
প্রস্তাবিত চতুর্থ/শেষ সমুদ্র বন্দর- কুতুবদিয়ায়
প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর- কুতুবদিয়ায়
নদী বন্দর
প্রধান নদী বন্দর- নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ নদী বন্দর- শীতলক্ষ্যা নদীর
তীরে অবস্থিত
স্থল বন্দর
সবচেয়ে বড় স্থল বন্দর- বেনাপোল স্থল বন্দর
প্রধান স্থল বন্দর- বেনাপোল স্থল বন্দর
বেনাপোল স্থল বন্দর- যশোর জেলায় অবস্থিত
দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর- হিলি স্থল বন্দর
হিলি স্থল বন্দর- দিনাজপুর জেলায় অবস্থিত
সর্বশেষ স্থল বন্দর- বিলোনিয়া (ফেনী)
মায়ানমারের সঙ্গে বাণিজ্য পরিচালিত হয়-
টেকনাফ স্থলবন্দর দিয়ে
বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছে-
টেকনাফ স্থলবন্দর
গুরুত্বপূর্ণ স্থলবন্দর :
বেনাপোল -যশোর
হিলি -দিনাজপুর
বুড়িমারি -লালমনিরহাট
দর্শনা -চুয়াডাঙ্গা
আখাউড়া -ব্রাহ্মণবাড়িয়া
কসবা -ব্রাহ্মণবাড়িয়া
বাংলাবান্ধা -পঞ্চগড়
সোনা মসজিদ- চাঁপাই নবাবগঞ্জ
তামাবিল- সিলেট
বিলোনিয়া -ফেনী

সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

বিশ্বের গণমাধ্যম:-
১৷ আল জাজিরা হলো- কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ৷
২৷ CNN হলো- Cable News Network
৩৷ 'তাস' কোন দেশের সংবাদ সংস্থা- রাশিয়া ৷
৪৷ ফেসবুক এর প্রতিষ্ঠাতা- মাক জুকারবাগ ৷
৫৷ বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা- AFP.
৬৷ রয়টাস যে দেশের সংবাদ সংস্থা- যুক্তরাজ্য ৷
৭৷ সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা- চীন ৷
৮৷ বিবিসির সদর দপ্তর কোথায় অবস্থিত- লন্ডন ৷
৯৷ Reader's Digest কি- ম্যাগাজিন ৷
১০৷ বিশ্বের সবচেয়ে বেশি প্রচারিত দৈনিক
পত্রিকা- আসাহি শিম্বুন.
GD)জিডি করবেন কীভাবে?
যেকোনো হুমকি বা কোনো কিছু হারিয়ে
গেলে জিডি করার কথা সবাই ভাবেন। কিন্তু
থানায় গিয়ে কীভাবে জিডি করতে হয়, তা
অনেকেই জানেন না। জিডি হলো
সাধারণডায়েরি (জেনারেল ডায়েরি) বা কোনো
বিষয়ে সাধারণ বিবরণ।
এই আইনি সহায়তা পেতে একটি বিবরণ লিখিতভাবে
থানায় জমা দিতে হয়। প্রাপ্তবয়স্ক
যেকোনো ব্যক্তি থানায় এটি করতে পারবেন।
যেসব কারণে জিডি করতে পারবেনঃ-
বিভিন্ন কারণে জিডি করা হয়। যেমন কেউ ভয় বা
হুমকি দিলে, নিরাপত্তার অভাব বোধ
করলে থানায় জিডি করা হয়ে থাকে। শুধু তা-ই নয়,
কোনো ব্যক্তি বা তাঁর পরিবারের
সদস্যের বিরুদ্ধে অপরাধ সংঘটনের আশঙ্কা
থাকলে জিডি করা যায়। এসবের বাইরেও
কোনো প্রয়োজনীয় কাগজপত্র, যেমন
পরিচয়পত্র, পাসপোর্ট, চেকবই, লাইসেন্স,
শিক্ষাসংক্রান্ত সনদ, দলিল ইত্যাদি হারিয়ে গেলেও
জিডি করা যায়।
এ ছাড়া কেউ কারও সম্পদের ক্ষতি করলে,
প্রাণনাশের হুমকি দিলে, বাসার কেউ হারিয়ে
বা পালিয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে জিডি করা জরুরি।
কেননা, সন্দেহভাজন কোনো
ঘটনা ঘটার আশঙ্কায় বা হারানো কিছুর জন্য জিডি করা
হলে ওই ঘটনা ঘটার পর দোষী
ব্যক্তিকে শনাক্তকরণে বা হা খুঁজে পেতে এবং
আইনি সহায়তা নিতে ভূমিকা গুরুত্বপূর্ণ।
কোথায় এবং কীভাবে করবেনঃ-
জিডি করার ক্ষেত্রে সাধারণত ঘটনাস্থলকেই
প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ, যে এলাকায়
ঘটনা ঘটেছে বা ঘটার আশঙ্কা রয়েছে, সে
এলাকার থানাতেই জিডি করা উচিত। নিজের
এলাকার থানাকে প্রাধান্য দেওয়া উচিত, তবে ঘটনা
ঘটেছে বা ঘটার আশঙ্কা রয়েছে এক
থানায় আর জিডি করবেন অন্য থানায়, এমনটি হওয়া উচিত
নয়। কেননা এতে আইনি
সহায়তা নিতে বা জিডি করতে হয় দরখাস্ত আকারে।
দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর। নিচে
থাকবে থানার নাম। বিষয় হিসেবে
উল্লেখ করতে হবে যে ব্যাপারে জিডি করতে
তার নাম (যেমন হারানোর ব্যাপারে
লিখতে পারেন, হারানো সংবাদ সাধারণ ডায়েরিভুক্ত
করে ব্যবস্থা গ্রহণের আবেদন)।
বিবরণ অংশে আপনাকে বিস্তারিত লিখতে হবে।
অবশ্যই আপনাকে আশঙ্কার কারণ, যার
জন্য আশঙ্কা করা হচ্ছে বা যে হুমকি দিয় তার নাম,
ঠিকানা, হুমকির স্থান, তারিখ
উল্লেখ করতে হবে। কিছু হারিয়ে গেলে তার
বিস্তারিত বিবরণ এবং পারলে তার কোনো
নমুনা, যেমন ছবি দরখাস্তের সঙ্গে সংযুক্ত
করবেন। সব শেষে নিচে আপনার নাম,
ঠিকানা ও ফোন নম্বর লিখে দেবেন।
যদি কোনো বিষয়ে এখনই কোনো মামলা না
করতে চান, তাহলে জিডিতে স্পষ্ট করে
উল্লেখ করে দিতে হবে যে এ বিষয়ে আপাতত
কোনো মামলা করবেন না।
তবে মনে রাখবেন, পুলিশ যদি মনে করে
যেকোনো মারাত্মক অপরাধ ঘটেছে, তাহলে
জিডি থেকেও মামলা হতে পারে। জানা জরুরি মনে
রাখবেন, জিডি করতে যেকোনো
পরামর্শের জন্য সার্ভিস ডেলিভারি অফিসারের
সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি
লিখতে না পারেন, তবে তাঁকে লিখে দিতে
অনুরোধ করুন এবং এ জন্য কোনো টাকা পয়সা
দিতে হবে না।
আবেদনের একটি কপিতে জিডি নম্বর, তারিখ এবং
অফিসারের স্বাক্ষর ও সিল লাগিয়ে
আপনাকে প্রদান করা হবে এবং জিডিটি নথিভুক্ত হবে।
কপিটি আপনি নিজের জন্য
সংরক্ষণ করবেন। জিডি হওয়ার পর তা কর্তব্যরত
কর্মকর্তা থানার ওসির কাছে পাঠাবেন।
জিডিটি যদি আমলযোগ্য অপরাধ সংঘটন বিষয়ে হয়,
তবে থানা কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে
বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেবে এবং কী
ব্যবস্থা নিয়েছে আবেদনকারীকে অবহিত
করবে।

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

১/ সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত্
পৌঁছানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে
-২০২১ সাল।
২/ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে
পরিণত
করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে-২০২১
সাল।
৩/ মাথাপিছু আয় চার ডিজিটে নিয়ে আসা।
৪/ বেকারত্ব ৪০ থেকে ১৫ শতাংশে নিয়ে
আসা।
৫/ কৃষি ক্ষেত্রে শ্রমশক্তি ৩৩ শতাংশে
নিয়ে আসা।
৬/ স্থায়ী মজুরি কমিশন গঠন।
৭/ সংসদে নারী আসন ৩৩ শতাংশে উন্নীত
করা এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা
করা।
৮/ গড় আয়ু ৭০ বছরে উন্নীত করা।
৯/ সকল প্রকার সংক্রামক ব্যাধি নির্মূল
করা।
১০/ ডিজিটাল বাংলাদেশ গড়া।
১১/ প্রজনন নিয়ন্ত্রণ ৮০ শতাংশে উন্নীত
করা।
১. বাংলাদেশের কতটি জেলায়
রাষ্ট্রীয় বনভূমি নেই?
. ২৮টি জেলায়।
২. রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প
‘হৈমন্তী’ প্রথম কোথায় প্রকাশিত
হয়?
. সবুজপত্র পত্রিকায়।
৩. মুনীর চৌধুরীর রচিত রক্তাক্ত
প্রান্তর নাটকের পটভূমি কোন যুদ্ধ?
. পানিপথের তৃতীয় যুদ্ধ।
৪. কাজী নজরুল ইসলাম সম্পাদিত
তিনটি পত্রিকার নাম কী?
. ধূমকেতু (১৯২২), লাঙল (১৯২৫) ও নবযুগ
(১৯৪১)।
৫. সোনালী কাবিন-এর রচয়িতা
কে?
. আল মাহমুদ
৬. বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য
বিক্রেতা প্রতিষ্ঠান কোনটি?
. মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট।
৭. প্রাচীন শহর ‘পালমিরা’ কোন
দেশে
অবস্থিত?
. সিরিয়ায়।
৮. ‘Tree Without Roots’ কোন বাংলা
উপন্যাসের ইংরেজি অনুবাদ?
. সৈয়দ ওয়ালিউল্লাহর লালসালুর।
৯. জাতীয় সংসদে কোরাম কতজনে
হয়?
.৬০ জনে।
১০. ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায়
হবে?
.২০১৬ সালে পাকিস্তানের
ইসলামাবাদে।
১১. আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর
দপ্তর
কোথায়?
. আদ্দিস আবাবা (ইথিওপিয়া)।
১২. অর্থনীতিতে কবে থেকে
নোবেল
পুরস্কার দেওয়া হয়?
.১৯৬৯ সাল থেকে।
১৩. বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট
কোনটি?
. আমাজন।
১৪. এ পি জে আবদুল কালামের
জন্মস্থান কোথায়?
. ভারতের তামিলনাড়ুর
রামেশ্বরমে।
১৫. ‘অ্যানিমিয়া’ রোগ হয় কিসের
অভাবে?
. আয়রন বা লৌহের অভাবে।
১৬. টার্নিং পয়েন্টস, উইংস অব
ফায়ার
ও ইগনাইটেড মাইন্ডস বইগুলোর
রচয়িতা
কে?
. ভারতের ১১তম রাষ্ট্রপতি এ পি জে
আবদুল কালাম।
১৭. তুরস্কের মুদ্রার নাম কি?
. লিরা।
১৮. বিশ্ব বাঘ দিবস কবে?
.২৯ জুলাই।
১৯. সার্ক সাংস্কৃতিক রাজধানী
কোন
দেশে হবে?
. বাংলাদেশের একটি শহরে।
২০. কনক্যাকাফ গোল্ডকাপ
জিতেছে
কোন দল?
. মেক্সিকো।
“নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন” অংশের
গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন-উত্তর
------------------#--------------------
1. বাক-স্বাধীনতার কথা বলা আছে
সংবিধানের যে অনুচ্ছেদে –
৩৯ নং অনুচ্ছেদে
________________________________________
2. নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হলো –--
Morality
________________________________________
3. মূল্যবোধ মূলত একটি –--
দার্শনিক বিষয়
________________________________________
4. সামাজিক মূল্যবোধ হলো –
সামাজিক আচার আচরণের সমষ্টি
________________________________________
5. সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো –
আইনের শাসন
________________________________________
6. মূল্যবোধকে সাধারণত বিভক্ত করা যায় –
৬ ভাগে
________________________________________
7. প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায়

ব্যক্তি মূল্যবোধ
________________________________________
8. শিল্প বিপ্লব সামাজিক মূল্যবোধের –
অবক্ষয় ঘটিয়েছে
________________________________________
9. আইন মেনে চলা যে ধরনের কর্তব্য –
রাজনৈতিক
________________________________________
10. মূল্যবোধ মানুষের সার্বিক জীবনে –
গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে
________________________________________
11. প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় কোন
ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল?
নগররাষ্ট্র
________________________________________
12. পৌরনীতি ও সুশাসন কোন ধরনের
বিজ্ঞান
সামাজিক
________________________________________
13. প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র
বিদ্যমান ছিল?
গ্রিস
________________________________________
14. ন্যায়বিচার প্রতিষ্ঠা যে বিভাগের
কাজ –
বিচার বিভাগের
________________________________________
15. নিজ ধর্ম চর্চা ও পালন করা হলো –
সামাজিক অধিকার
________________________________________
16. যে অধিকার লঙ্ঘিত হলে রাষ্ট্রীয়
শাস্তির বিধান নেই –
নৈতিক অধিকার
________________________________________
17. সরকারের তৃতীয় অঙ্গ হলো –
বিচার বিভাগ
________________________________________
18. নাগরিকতা অর্থপূর্ণ হয় –
কর্তব্য পালনে
________________________________________
19. রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় –
সাংবিধানিক আইনকে
________________________________________
20. আইন নিষ্প্রয়োজন হয়, যদি –
শাসক ন্যায়পরায়ণ হয়
________________________________________
21. বর্তমান বিশ্বে সবচেয়ে ভালো
শাসনাব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে

গণতন্ত্র ব্যবস্থা
________________________________________
22. ‘What is morally wrong can never be
politically right’ উক্তিটি করেছেন –
C. J. Fox
________________________________________
23. সুশাসনের আভাস পাওয়া যায় –
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
________________________________________
24. আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান’
বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে –
২৭ নং অনুচ্ছেদে
________________________________________
25. সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো
কাজ করে –
মিডিয়া
________________________________________
26. পেশিশক্তির ইংরেজি প্রতিশব্দ হলো

Muscle Power
________________________________________
27. বাংলাদেশের সংবিধানের যে
অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে –
৭৭ নং অনুচ্ছেদে
________________________________________
28. সুশাসনের মানদণ্ড হলো –
জনগণের সম্মতি ও সন্তুষ্টি
________________________________________
29. মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে
পড়ে –
গণতন্ত্র
________________________________________
30. দুর্নীতি দমন কমিশন (দুদ হলো –
একটি সরকারি সংস্থা
________________________________________
31. প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক হলো –
সরকার
________________________________________
32. সুশাসনের অন্যতম প্রতিবন্ধক হলো –
দুর্নীতি
________________________________________
33. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত
করা যার দায়িত্ব –
সরকারের
________________________________________
34. সুশাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল –
Transparency
________________________________________
35. সুশাসনের পূর্ব শর্ত হলো –
জবাবদিহিতা
________________________________________
36. সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য বিষয়
হলো –
গণতান্ত্রিক মূল্যবোধ
________________________________________
37. গণতন্ত্র ছাড়া প্রতিষ্ঠা পায় না –
সুশাসন
________________________________________
38. Good Governance ও E-Governance –এর
মধ্যে সম্পর্ক –
ঘনিষ্ঠ
________________________________________
39. যে দেশে মানবাধিকার লঙ্ঘন
নিত্যদিনের ব্যাপার, সে দেশে নেই –
সুশাসন
________________________________________
40. যে সরকার আইনের দ্বারা সতীদাহ
প্রথা বাতিল করে –
ব্রিটিশ সরকার
________________________________________
41. মুসলিম আইনের প্রধান উৎস হলো –
আল কুরআন
________________________________________
42. যে দেশের আইন বা সংবিধান লিখিত
আকারে নেই –
যুক্তরাজ্যের
________________________________________
43. আইনের আনুষ্ঠানিক উৎস হলো –
সংবিধান
________________________________________
44. সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাকল্পে যে
আইন প্রবর্তন করা হয় –
ফৌজদারি আইন
________________________________________
45. Ordinance হলো –
জরুরি আইন
________________________________________
46. জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা
পালন করে –
সরকার
________________________________________
47. ক্ষমতার অপব্যবহারের যৌক্তিক কারণ –
ক্ষমতার কেন্দ্রীকরণ
________________________________________
48. যেভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা
যায় –
ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে
________________________________________
49. সুশাসন প্রতিষ্ঠার মুখ্য উপাদান –
আইনের শাসন
________________________________________
50. যেখানে দেশপ্রেম নেই সেখানে –
সুশাসন নেই
• বৃহত্তম মহাদেশ : এশিয়া।
• বৃহত্তম মহাসাগর: প্রশান্ত মহাসাগর।
• বৃহত্তম দেশ : রাশিয়া।
• বৃহত্তম শহর : লন্ডন (আয়তনে)
• বৃহত্তম শহর : টকিও (জনসংখ্যায়)
• বৃহত্তম ব-দ্বীপ : বাংলাদেশ।
• বৃহত্তম যাদুঘর : বিটিশ মিউজিয়াম।
• বৃহত্তম বিমান বন্দর :জেদ্দা বিমানবন্দর।
• বৃহত্তম গ্রন্থাগার :লাইব্রেরী অব দ্য
কংগ্রেস।
• বৃহত্তম ঘড়ি : মক্কা ক্লক (সৌদি আরব)।
• বৃহত্তম মসজিদ : শাহ ফয়সাল মসজিদ।
• বৃহত্তম ব্যাংক : সুইস ব্যাংক।
• বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান সাগর।
• বৃহত্তম জলপ্রপাত : নায়গ্রা।
• বৃহত্তম প্রাণী : নীল তিমি
• বৃহত্তম মরুভূমি : সাহারা মরুভূমি।
• বৃহত্তম দিন : ২১ জুন।
• বৃহত্তম রাত : ২২ ডিসেম্বর।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর
ছিলো?
উঃ নৌপথ।
-
প্রশ্ন: মুজিবনগর কয় নম্বর সেক্টর ছিলো?
উঃ ৮ নম্বর।
-
প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন
মন্ত্রিসভা গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
-
প্রশ্ন: এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ
উক্তি কার?
উঃ জেনারেল ইয়াহিয়া খান।
-
প্রশ্ন: সর্ব কনিষ্ঠ খেতাবধারী
মুক্তিযোদ্ধার নাম কি?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)।
-
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ১, ২, ৭ নং সেক্টর
ছিলো?
উঃ চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী।
-
প্রশ্ন: সর্বপ্রথম শত্রু মুক্ত জেলা কোনটি?
উঃ যশোর (৬ ডিসেম্বর ১৯৭১)।
-
প্রশ্ন: বাংলাদেশ থেকে ভারতীয়
সেনাবাহিনী প্রত্যাহার করা হয় কবে?
উঃ ১২ মার্চ ১৯৭২।
প্রতারণামুলকভাবে আইনানুগ বিবাহের
বিশ্বাসে প্ররোচিত করে স্বামী-
স্ত্রীরূপে সহবাস ------------------
Live together
দণ্ডবিধির ৪৯৩ ধারায় বলা হয়েছে,
কোনো ব্যক্তি যদি কোনো নারীকে
প্রতারণামূলক আইনসম্মত বিবাহিত বলে
বিশ্বাস সৃষ্টি করায়, কিন্তু আদৌ ওই
বিয়ে যদি আইনসম্মতভাবে না হয়ে
থাকে এবং ওই নারীর সঙ্গে যৌন-
সম্পর্ক স্থাপন করে,
তাহলে অপরাধী ১০ বছর পর্যন্ত
যেকোনো মেয়াদের সশ্রম বা
বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।
প্রমান :
এই ধারায় অভিযোগ প্রতিষ্ঠিত করতে
হলে যেসব বিষয় প্রমান করা প্রয়োজন
সেগুলো হলো :
( ১) অভিযুক্ত ব্যক্তি কোন নারীর সাথে
যৌন সংগম করেছিলেন ।
(২) উক্ত ব্যক্তি তাহার সাথে
আইনানুগভাবে বিবাহিত ছিলোনা ।
(৩) উক্ত নারী সহবাসে সম্মতি
হয়েছিলেন এই বিশ্বাসে যে ,তিনি
উক্ত
ব্যক্তির সহিত আইনানুগভাবে
বিবাহিতা ।
(৪) তাহার উক্ত বিশ্বাস উদ্দীপ্ত
হয়েছিলো উক্ত ব্যক্তির প্রতারণায় ।
কারযোক্রম :
আমলযোগ্য নহে : ওয়ারেন্ট :
জামিনযোগ্য নহে ।তবে বিচারকের
অনুমতি
সাপেক্ষে আপোষযোগ্য ।
কে কে বিচার করতে পারেন :
দায়রা আদালত ,মুখ্য মহানগর
ম্যাজিসট্রেট , মুখ্য বিচারিক
ম্যাজিসট্রেট ,অতিরিক্ত মুখ্য
বিচারিক ম্যাজিসট্রেট,বা সরকার
কত্রিক ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর
ম্যাজিসট্রেট আদালত কত্রিক বিচার্য ।
খাদ্য, পানীয়, ওষুধ বা প্রসাধনী দ্রব্যে
ভেজাল দেবার শাস্তি
যদি কেহ কোন খাদ্য বা পানীয় দ্রব্যে
ভেজাল দিয়ে তাহা খাওয়া বা পান
করবার অযোগ্য করে খাদ্য বা পানীয়
হিসাবে বিক্রি করে বা উহা নষ্ট হয়ে
গিয়েছে জানা স্বত্বেও উহা বিক্রি করে
এবং যদি কেহ কোন ওষুধ বা চিকিৎসার জন্য
ব্যবহায্য কোন দ্রব্যে ভেজাল দিয়ে উহার
ক্রিয়া হ্রাস করে, গুণাগুণ পরিবর্তন করে
তাহলে উক্ত ব্যক্তি অপরাধী হিসাবে গণ্য
হবে।
অপরাধের শাস্তি
উক্ত ব্যক্তি মৃত্যুদন্ডে, যাবজ্জীবন
কারাদন্ডে অথবা ১৪ বৎসর পর্যন্ত মেয়াদের
সশ্রম কারাদন্ডে দন্ডনীয় হইবে এবং তদুপরি
তাকে অর্থ দন্ডেও দন্ডিত করা যাবে।
এবং
অনুরুপভাবে যদি কোন ব্যক্তি কেশতৈল,
গোসলের সাবান বা অন্য কোন প্রসাধনী
দ্রব্যে এমনভাবে ভেজাল দেয় যার ফলে চুল,
ত্বক, গায়ের রং বা দেহের কোন অংশের
জন্য তাহা ক্ষতিকারক হয় তাহলে সেই
ব্যক্তি অপরাধী হিসাবে গণ্য হবে।
অপরাধের শাস্তি
তাহলে সেই ব্যক্তি ০৫ বৎসর পর্যন্ত যেকোন
মেয়াদের সশ্রম কারাদন্ডে এবং অর্থদন্ডে
দন্ডিত হইবে।
ধারা- ২৫গ, বিশেষ ক্ষমতা আইন।
কখন দলিল সংশোধন করা যেতে পারে?
---------------------------------------------------------
যখন প্রতারণার মাধ্যমে বা পক্ষসমুহের
পারষ্পরিক ভুলের কারণে কোন চুক্তি বা
অপর কোন লিখিত দলিল সত্যিকার ভাবে
তাদের উদ্দেশ্য ব্যক্ত করে না তখন দলিল বা
চুক্তির যে কোন পক্ষ বা তাদের স্বার্থ
সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধিত
করে নেবার জন্য মামলা দায়ের করতে
পারে। যদি আদালত সুস্পষ্টভাবে প্রমাণিত
দেখতে পান যে দলিল করার সময় প্রতারনা
বা ভুল হয়েছে এবং তা কার্যকরি করার
ব্যপারে পক্ষগনের মুল উদ্দেশ্য ব্যক্ত করতে
অক্ষম তাহলে আদালত তার ইচ্ছাধিন
ক্ষমতাবলে যতদুর পযর্ন্ত তা ৩য় পক্ষ কর্তৃিক
সরল বিশ্বাসে এবং মুল্যের বিনিময়ে
অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করে করা
যায়, ততদুর পর্যন্ত দলিল সংশোধন করতে
পারেন। যাতে করে দলিলটি বা চুক্তিপত্র
টি তাদের সঠিক উদ্দেশ্য ব্যক্ত করতে সক্ষম
হয়।
খতিয়ান চেনার উপায় :-
******************
CS খতিয়ান চেনার উপায়ঃ
১. এটা উপর থেকে নিচে লম্বালম্বি
ভাবে থাকবে,
২. এপিট ওপিট উভয় পৃষ্ঠায় হবে,
৩. প্রথম পৃষ্ঠায় জমিদার এবং প্রজার
নামে দুইটা ভাগ থাকবে,
৪. সবার উপরে লেখা থাকবে “
বাংলাদেশ ফরম নং ৫৪৬৩” (এটা সব
ফরমে একই থাকবে),
৫. অপর পৃষ্ঠায় “উত্তর সীমানা” নামে
একটা কলাম থাকবে।
RS খতিয়ান চেনার উপায়ঃ
১. ফরম এর সবার উপরে হাতের ডান
পাশে লেখা থাকবে “রেসার্তে নং”,
২. আগে সাধারনত ২ পৃষ্ঠায় হত, এখন এই
খতিয়ান ১ পৃষ্ঠায় হয়,
৩. এটাও উপর থেকে নিচে লম্বালম্বি
ভাবে হয়।
SA খতিয়ান চেনার উপায়ঃ
১. এই খতিয়ান সবসময় আড়াআড়ি ভাবে
হয়,
২. এইটা সবসময় হাতে লিখা হয়(প্রিন্ট
হবেনা),
৩. এই খতিয়ানে সাবেক খতিয়ানের
(CS) এবং হাল নম্বরটা থাকবে,
৪. এইটা এক পৃষ্ঠায় হবে।
Mutation খতিয়ান চেনার উপায়ঃ
১. এই খতিয়ানের বাম পাশে হাতে
লেখা থাকবে “নামজারি”।
City Survey খতিয়ান চেনার উপায়ঃ
১. এই খতিয়ানে ৯ টা কলাম থাকবে,
২. এতে আরো বলা থাকবে কি ধরনের
জমি নিয়ে খতিয়ানটা(যেমনঃ নাল
জমি, পুকুর)।
মানহানির ফৌজধারি মামলা
কিভাবে দায়ের করবেন
দণ্ড বিধির ৪৯৯ ধারায় মানহানির
সংজ্ঞা দেয়া হয়েছে। উক্ত আইনের
বিধান অনুসারে কোনো মানুষ
উদ্দেশ্যমূলকভাবে যদি কোনো কথা,
প্রতীক বা দৃশ্যমান কোনো কিছু তৈরি
করে বা প্রকাশ করে অপর মানুষের
মানহানি ঘটান তবে তা মানহানি
হিসেবে বিবেচিত হবে।
এছাড়া কোনো মৃত মানুষের বিষয়ে
মানহানিকর কোন কিছু বললে বা
প্রকাশ করলেও তা মানহানির অপরাধ
হবে। এমনকি যদি কোনো কোম্পানির
বিরুদ্ধেও মানহানিকর কিছু বললে বা
প্রকাশ করলেও তা মানহানির
অপরাধের পর্যায়ে পড়বে।
তবে একটি মানহানিকর কার্য তখনি
অপরাধ হবে যখন বক্তব্যটি বা
প্রকাশনাটি সংশ্লিষ্ট মানুষটিকে
নৈতিক ভাবে হেয় করে বা তার
চরিত্রকে নিচু করে।
তবে মানহানির মামলা কে প্রতিহত
করতে আলোচ্য আইনের ধারাতে ১০ টি
ব্যতিক্রম রয়েছে যথাঃ-
১ - বক্তব্য টি সত্য এবং জনস্বার্থে
প্রকাশ করা বা বলা হয়েছে।
২ - জনসেবকের আচরন যখন সে, জন
দায়িত্ব পালন করছে।
৩ - জনস্বার্থ জড়িত এমন প্রশ্নের উত্তর
দেয়া হলে।
৪ - আদালতের কোনো কার্যক্রমের
ফলাফল প্রকাশ করা।
৫ - কোনো মামলার মেরিট বা
সাক্ষীদের আচরণ বর্ণনা করা।
৬ - জনকার্যক্রম এর ফলাফল বর্ণনা
করলে।
৭ - সরল বিশ্বাসে ভৎসনা করা যখন
ক্ষমতা থাকে ভৎসনা করার।
৮ - সরল বিশ্বাসে কারো বিরুদ্ধে
নালিশ করলে।
৯ - নিজে বা অপরের বা জনস্বার্থ
রক্ষা করার জন্য বলা হলে।
১০ - অপরের বা জনস্বার্থের ভালোর
জন্য সতর্ক করলে।
দণ্ড বিধি আইনের ৫০০ ধারায় বলা
হয়েছে যে মানহানির জন্য ২ বছর
পর্যন্ত
জেল অথবা জরিমানা অথবা উভয় দণ্ড
দেয়া যাবে।
মানহানির মামলা কগ্নিজিবল নয়।
অর্থাৎ কোর্ট সরাসরি মামলা আমলে
নিতে পারে না আবার পুলিশ
কোর্টের আদেশ ছাড়া আসামিকে
গ্রেপ্তার করতে পারেনা।
এসব মামলা মেজিসট্রেট কোর্টে
দায়ের করা হলে আদালত আসামিকে
সমন দিয়ে তলব করে মামলাটি বিচার
করতে পারেন।তবে এই মামলা
জামিনযোগ্য এবং মিমাংসাযোগ্য।
প্রাচীন গ্রীসের একটি ঘটনা। একদিন একজন
লোক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কাছে এসে
বললো, ‘সক্রেটিস, তুমি কি জানো এই মাত্র আমি
তোমার বন্ধুর ব্যাপারে কি শুনে আসলাম?’
সক্রেটিস বললো, ‘এক মিনিট দাঁড়াও, তুমি আমার
বন্ধুকে নিয়ে ঘটনাটি বলার আগে আমি তোমাকে
তিনটি প্রশ্ন করবো। আমি এর নাম দিয়েছি “ট্রিপল
ফিল্টার টেস্ট”। প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা নিয়ে..
‘তুমি কি নিশ্চিত তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা
নির্ভেজাল সত্য?’
লোকটি উত্তর দিল, ‘না, আমি জানি না এটা সত্য কিনা,
আসলে আমি শুধু শুনেছি এটা।’
‘ঠিক আছে’, সক্রেটিস আবার বললো, ‘তাহলে তুমি
নিশ্চিত না যে তুমি যা বলবে তা সত্য। এখন আমার
দ্বিতীয় প্রশ্ন, ‘তুমি কি আমার বন্ধুকে নিয়ে ভাল
কিছু বলবে?’
‘উম, নাহ, খারাপ কিছু...’
সক্রেটিস বললো, ‘তাহলে তুমি আমার বন্ধু
সম্পর্কে আমাকে খারাপ কিছু বলতে চাও এবং তুমি
নিশ্চিত নও যে তা সত্যি কিনা। ঠিক আছে, এখনো
তৃতীয় প্রশ্ন বাকি, তুমি তৃতীয় পরীক্ষায় পাশ
করলে আমাকে কথাটি বলতে পারো।’
‘তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা কি আমার জন্য
উপকারী?'
‘না, আসলে তোমার জন্য তা উপকারী নয়।’
এবার সক্রেটিস শেষ কথাটি বললো, ‘যদি তুমি
আমাকে যা বলতে চাও তা সত্যও নয়, ভাল কিছুও নয়
এবং আমার জন্য উপকারীও না হয় তবে তা আমাকে
বলে কি লাভ।’
মূলকথাঃ
-------
কোন মিথ্যা যা জেনে আপনার লাভ হবার কোনও
সম্ভাবনা নেই বরং ক্ষতির মধ্যে পড়তে পারেন,
নষ্ট হতে পারে দারুন কোনও সম্পর্কে, সেই
মিথ্যা জেনে কি লাভ? সেই মিথ্যা প্রচার করেই বা কি
লাভ? আসুন বদলে দেই চারপাশকে। আপনি মিথ্যা বলা
বন্ধ করুন, আস্তে আস্তে সবাই বন্ধ করে
দেবে।
QA General Knowledge
-
Q: কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের
প্রযুক্তিকে বলা হয়
A: ইন্টারনেট
Q:'এপিকালচার বলতে বুঝায় -
A: মৌমাছির চাষ
Q: রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
A: অক্রিজেন সরবরাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে
Q: সুনামির (Tsumami)কারণ হলো-
A: সমুদ্র তলদেশের ভূমিকম্প
Q: কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?
A: ৭৬ বছর
Q: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
A: পানি সেচ
Q: নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?
A: পরামাণু শক্তি
Q: .গ্রীনহাউস ইফেষ্টের পরিণতিতে
বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?
A: নিম্নভূমি নিমজ্জিত হবে
Q: সংকর ধাতু পিতলের উপাদান ?
A: তামা ও দস্তা
Q: বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ
খরচ-
A: একই হয়
Q: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের
হয় ?
A: গামা রশ্মি
Q: আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী
বলে ?
A: ফিটকিরি
Q & A এশিয়া -
-*-*-*-
Q: এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়?
A: শ্রীলংকা।
-
Q: এশিয়ার কোন দেশে আত্মহত্যার পরিমান বেশি?
A: Japan.
-
Q: এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি?
A: গোবি মরুভূমি।
-
Q: এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
A: ফিলিপাইন।
-
Q: এশিয়ার একমাত্রবৌদ্ধ রাষ্ট্র কোনটি?
A: শ্রীলংকা।
-
Q: এশিয়া তথা বিশ্বের কোন গ্রামটি দুটি দেশে
অবস্হিত?
A: পানমুনজাম গ্রাম(উত্তর কোরিয়া ও দক্ষিণ
কোরিয়া।
-
Q: এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কতটি?
A: ৪৬টি।
-
Q: এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কতটি?
A: ৪৪টি।
-
Q: এশিয়া মহাদেশের কোন কোন দেশটি
স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেলে ও স্বাধীন নয়?
A: ফিলিস্তিন ও তাইওয়ান।
-
Q: এশিয়ার বৃহত্তম সাগর কোনটি?
A: দক্ষিণ চীন সাগর।
-
Q: পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে
পরেছে?
A: তুরোস্ক ও রাশিয়া (এশিয়া ও
ইউরোপ)মহাদেশে।
-
Q: পৃথিবীর কোন শহরটি দুটি মহাদেশে
পরেছে?
A: ইস্তাম্বুল(এশিয়া ও ইউরোপ)।
GENERAL KNOWLEDGE

◕Q.‿◕ ফোট উইলিয়াম দূর্গ কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতা ৷
◕‿Q.◕ ওয়াল ষ্ট্রিট কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়ক, যুক্তরাষ্ট্র ৷
Q.◕‿◕ ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
উত্তর: তুরস্ক ৷
Q.◕‿◕ হোয়াইট হাউস কোথায় অবস্থিত?
উত্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট
Q.◕‿◕ ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন, যুক্তরাজ্য ৷
◕‿Q.◕ কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: মালবোরো হাউস, লন্ডন, যুক্তরাজ্য ৷
◕Q.‿◕ East London কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ আফ্রিকায় ৷
Q.◕‿◕ রাশিয়ার পূব অঞ্চলের সবচেয়ে বড শহর কোনটি?
উত্তর: ভ্লাদিভোষ্টোক ৷
◕Q.‿◕ বান্দুং কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়ায় ৷
◕‿Q.◕ কানকুন কোথায় অবস্থিত?
উত্তর: মেক্সিকোতে ৷
◕‿Q.◕ আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত?
উত্তর: মিসর ৷
◕‿◕Q. তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?
উত্তর: কায়রো ৷
Q.◕‿◕ আংকর ওয়াট কোন দেশে অবস্থিত?
উত্তর: কম্বোডিয়া ৷
◕‿◕Q. বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত?
উত্তর: লাইবেরিয়া ৷
Q.◕‿◕ আজমির শরীফ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: রাজস্থান ৷
◕Q.‿◕ হলি সিটি নামে পরিচিত?
উত্তর: জেরুজালেম৷
◕‿Q.◕ এলিসি প্রসাদ কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিস, ফ্রান্স ৷
Q.◕‿◕ আবু গারিব কি?
উত্তর: একটি জেলখানা ৷
◕Q.‿◕ আলেপ্পো নগরি কোথায় অবস্থিত?
উত্তর: সিরিয়ায় ৷
◕Q.‿◕ মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানে ৷
◕Q.‿◕ সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত?
উত্তর: গুজরাঠ ৷
Q.◕‿◕ বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত 'তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
উত্তর: পাকিস্তান ৷
Q.◕‿◕ বান্দা আচেহ কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়া ৷
Q.◕‿◕ ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন ৷
Q.◕‿◕ ব্লু হাউস কি?
উত্তর: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি
বাসভবন 

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

MODEL | PRICE
Walton B00 = 1,295/= BDT
Walton B01 = 1,350/= BDT
Walton B02 = 1,460/= BDT
Walton B03 = 1,780/= BDT
Walton B04 = 2,270/= BDT
Walton B05 = 1,190/= BDT
Walton B06 = 1,950/= BDT
Walton B07 = 1,295/= BDT
Walton B08 = 1,460/= BDT
Walton B09 = 2,160/= BDT
Walton B09i = 1,800/= BDT
Walton B10 = 2,160/= BDT
Walton B30 = 2,490/= BDT
Walton B31 = 3,240/= BDT
Walton B32 = 2,590/= BDT
Walton B33 = 3,460/= BDT
Walton B34 = 3,900/= BDT
Walton C30 = 2,590/= BDT
Walton C31 = 2,270/= BDT
Walton C32 = 1,570/= BDT
Walton L13 = 1,290/= BDT
Walton L18 = 1,540/= BDT
Walton L20 = 1,500/= BDT
Walton L23 = 1,690/= BDT
Walton ML3 = 1,780/= BDT
Walton MM50 = 1,990/= BDT
Walton Primo = 7,490/= BDT
Walton Primo C1 = 4,290/= BDT
Walton Primo C2 = 3,490/= BDT
Walton Primo C3 = 3,690/= BDT
Walton Primo C3 3G = 3,890/= BDT
Walton Primo D1 = 5,690/= BDT
Walton Primo D2 = 3,990/= BDT
Walton Primo D3 = 3,790/= BDT
Walton Primo D4 = 3,990/= BDT
Walton Primo S4 : upcoming
Walton Primo D5 = 4,790/= BDT
Walton Primo E1 = 4,990/= BDT
Walton Primo E2 = 5,490/= BDT
Walton Primo E3 = 5,490/= BDT
Walton Primo E4 = 5,490/= BDT
Walton Primo E4+ = 5,990/= BDT
Walton Primo E5 = 4,950/= BDT
Walton Primo EF = 6,490/= BDT
Walton Primo EF2 = 6,590/= BDT
Walton Primo EF3 = 6,390/= BDT
Walton Primo EM = 4,940/= BDT
Walton Primo F1 = 8,990/= BDT
Walton Primo F2 = 6,990/= BDT
Walton Primo F3 = 8,490/= BDT
Walton Primo F3i = 7,990/= BDT
Walton Primo F4 = 6,790/= BDT
Walton Primo F5 = 6,290/= BDT
Walton Primo G1 = 10,990/= BDT
Walton Primo G2 = 12,590/= BDT
Walton Primo G3 = 9,990/= BDT
Walton Primo G4 = 8,990/= BDT
Walton Primo G5 = 8,990/= BDT
Walton Primo GF = 7,190/= BDT
Walton Primo RM2: Price: 11,990/= BDT
Walton Primo GF2 = 7,290/= BDT
Walton Primo GF3 = 7,890/= BDT
Walton Primo GH = 9,990/= BDT
Walton Primo GH2 = 8,490/= BDT
Walton Primo GH3 = 10,990/= BDT
Walton Primo GH+ = 9,490/= BDT
Walton Primo GM = 9,290/= BDT
Walton Primo RX3: Price: 15,000/= BDT
[Approximately]
Walton Primo GM Mini = 8,890/= BDT
Walton Primo H1 = 13,990/= BDT
Walton Primo H2 = 13,490/= BDT
Walton Primo H3 = 10,690/= BDT
Walton Primo HM = 11,590/= BDT
Walton Primo HM Mini = 8,490/= BDT
Walton Primo N = 12,190/= BDT
Walton Primo N1 = 13,990/= BDT
Walton Primo NF = 8,790/= BDT
Walton Primo NF+ = 8,790/= BDT
Walton Primo NX = 17,990/= BDT
Walton Primo NX2 = 14,990/= BDT

বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

১. প্রঃ বাংলাদেশের নদ- নদীর সংখ্যা
কত?
উঃ ২৩০ টি।
২. প্রঃ বাংলাদেশে প্রবাহিত
আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?
উঃ ৫৭ টি।
৩. প্রঃ উৎস হিসাবে আর্ন্তজাতিক নদীর
কয়টি উৎস ভারতে?
উঃ ৫৪টি।
৪.প্রঃ উৎসস্থল হিসাবে আর্ন্তজাতিক
নদীর কয়টির উৎসস্থল মায়ানমারে?
উঃ ৩টি।
৫.প্রঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি
ও সমাপ্ত নদীর নাম কি?
উঃ হালদা ও সাংগু নদী।
৬ .প্রঃ বাংলাদেশের প্রশস্ততম নদী
কোনটি?
উঃ যমুনা।
৭.প্রঃ বাংলাদেশের খরস্রোতা নদী
কোনটি?
উঃ কর্নফুলী।
৮.প্রঃ বাংলাদেশের র্দীঘতম নদী
কোনটি?
উঃ সুরমা।
৯.প্রঃ বাংলাদেশের র্দীঘতম নদ
কোনটি?
উঃ ব্রহ্মপুত্র।
১০.প্রঃ ব্রহ্মপুত্র নদের অবস্থান
বিশ্বে কততম?
উঃ ২২তম।
১১. প্রঃ ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
উঃ ২৮৫০ বর্গ কিমি।
১২. প্রঃ বাংলাদেশে প্রবেশের পূর্বে
ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর
দিয়ে প্রবাহিত হয়?
উঃ তিব্বতে (সান পো নামে) এবং
ভারতের আসামে (ডিহি নামে)।
১৩. প্রঃ কোন জেলার পাশ দিয়ে
ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ রংপুর।
১৪. প্রঃ বাংলাদেশ-মায়ানমারকে
বিভক্তকারী নদীর নাম কি? এর দৈর্ঘ্য
কত?
উঃ নাফ নদী। দৈর্ঘ্য ৫৬ কিঃ মিঃ।
১৫. প্রঃ বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী
নদীর নাম কি? উঃ হাড়িয়াভাঙ্গা।
১৬. প্রঃ মেঘনার উৎপত্তিস্থল কোথায়?
উঃ আসামের লুসাই পাহাড়ে।
১৭.প্রঃ উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?
উঃ বরাক নদী।
১৮.প্রঃ মেঘনা কি কি নামে বিভক্ত
হয়েছে?
উঃ সুরমা ও কুশিয়ারা।
১৯.প্রঃ সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত
হয়ে কি নাম ধারন করেছে?
উঃ কালনি।
২০. প্রঃ কালনি কোথায় পুনরায় মেঘনা
নাম ধারন করেছে?
উঃ ভৈরব বাজারের নিকট।
২১.প্রঃ কর্ণফুলী নদীর উৎপত্তি
কোথায়?
উঃ আসামের লুসাই পাহাড়ে।
২২. প্রঃ কর্নফুলী নদী কোথা দিয়ে
বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ পার্বত্য চট্টগ্রাম দিয়ে।
২৩. প্রঃ কর্নফুলী নদী কোথায় পতিত
হয়েছে?
উঃ বঙ্গোপসাগরে।
২৪. প্রঃ বাংলাদেশের দীর্ঘতম নদী
কোনটি?
উঃ সুরমা, (অমলসিদ থেকে কাকুরিয়া) ২৫০
কিঃমিঃ

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

1. Die of (কোন রোগে মারাযাওয়া)He died of cholera.
2. Die from (কোন কারনে মারাযাওয়া) He died from over eating.
3. Die by (আকষ্মিক বা ইচ্ছাকৃতভাবেমারা যাওয়া) He died by suicide.
4. Die for (আত্নত্যগ করা) We areready todie for our country.
5.Die out(বিলীন হওয়া )Morality isdyingout gradually
6.Die away(দুর্বল হওয়া) The man diedawayfor hunger.
7. Made in (কোন দেশের দারাতৈরি) This mobile is made in China.
8. Made by (কোন কোম্পানিরদারাতৈরি) This mobile is madebyNOKIA.
9. Made of (কোন উপাদান দারাতৈরি) This box is made of plastic.
10. Consist of (গঠিত) The committeesonsists of ten members.
11. Consist in (নিহিত)Truehappinessconsists in contentment.
12.deal in(ব্যবসা করা) I deal in rice
13.deal with(ব্যবহার করা )Youshould dealwith cordially
14.Call in( ডেকে আনা) Call in adoctor
15.Call at( গিয়ে দেখা করা)Hecalledme at the hospita
Q: কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়
A: ইন্টারনেট
Q:'এপিকালচার বলতে বুঝায় -
A: মৌমাছির চাষ
Q: রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
A: অক্রিজেন সরবরাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে
Q: সুনামির (Tsumami)কারণ হলো-
A: সমুদ্র তলদেশের ভূমিকম্প
Q: কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?
A: ৭৬ বছর
Q: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
A: পানি সেচ
Q: নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?
A: পরামাণু শক্তি
Q: .গ্রীনহাউস ইফেষ্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?
A: নিম্নভূমি নিমজ্জিত হবে
Q: সংকর ধাতু পিতলের উপাদান ?
A: তামা ও দস্তা
Q: বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
A: একই হয়
Q: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় ?
A: গামা রশ্মি
Q: আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?
A: ফিটকিরি
১। ইউরো মূদ্রা কতটি দেশে চালু
আছে?
উত্তরঃ ইইউভুক্ত ২৮টি দেশের মধ্যে
১৯টিতে।
২। "বিশ্ব ভোক্তা অধিকার
দিবস" কবে? উত্তরঃ ১৫ মার্চ। ৩। ওযান ডে
ক্রিকেটে
বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান
কে? উত্তরঃ মেহরাব হোসেন অপি।
৪। এআইআইবি পুরো কথা কি?
উত্তরঃ চীনের উদ্যোগে গঠিত হতে
যাওয়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচা র ইনভেস্টমেন্ট ব্যাংক।
৫। আলু উৎপাদনে বাংলাদেশ বর্তমান
বিশ্বে কততম দেশ?
উত্তরঃ নবম (এশিয়ায় তৃতীয়)
৬। বস্ত্র (টেঙ্টাইল) আমদানিতে
বাংলাদেশ কততম দেশ? উত্তরঃ অষ্টম, বিশ্ব বাণিজ্য
সংস্থার
তথ্য মতে।
৭। বিশ্বব্যাংকের তথ্যমতে,
প্রবাসী-
আয়ে বিশ্বে বাংলাদেশ কততম দেশ? উল্টরঃ
অষ্টম।
৮। বৈশ্বিক সন্ত্রাসবাদের সূচকে
বাংলাদেশের স্থান কত? উত্তরঃ
২৩তম; ইরাক (প্রথম),
আফগানিস্ত্মান (দ্বিতীয়),
পাকিস্ত্মান (তৃতীয়)। ৯। ২০১৩ জাতীয় চলচ্চিত্র
পুরস্কার
পেয়েছে কোন ছবিটি?
উত্তরঃ মৃত্তিকা মায়া (২৩টি বিভাগের
মধ্যে ১৭টি)
| কিছু গুরম্নত্বপূর্ণ প্রশ্ন......... .....আপনি জানেন
কি?
১০। '৫৪ ধারা' কী? উত্তরঃ পুলিশের
কাউকে বিনা বিচারে
গ্রেপ্তারেরমতা।
১১। ২০১৬ সালের অলিম্পিক গেমস
কোথায় হবে? উত্তরঃ ব্রাজিলের রিও ডি
জেনিরোতে।
১২। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট
কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ইংল্যান্ডে; (পঞ্চমবার)।
এর আগে ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ১৯৯৯
সালে ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছিল।
১৩। বিশ্বকাপ ক্রিকিটে প্রথম
হ্যাটট্রিক করেছেন কে?
উত্তরঃ ভারতের চেতন শর্মা, ১৯৮৭
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপে।
১৪। 'অপারেশন জ্যাকপট' কী? উত্তরঃ ১৯৭১
সালে ১০ নম্বর সেক্টরের
নৌ-কমান্ডদের
পরিচালিত আত্মঘাতী অপারেশন।
১৫। ১৯৭১ সালে প্রথম শত্রম্নমুক্ত
জেলা
কোনটি? উত্তরঃ যশোর।
১৬। মুক্তিযুদ্ধবিষয় ক মন্ত্রাণালয়
গঠিত হয়
কবে?
উত্তরঃ ২০০১ সালে।
১৭। সংবিধান সংশোধনের কথা কোন
অনুচ্ছেদে বলা আছে? উত্তরঃ ১৪২ নম্বর
অনুচ্ছেদে।
১৮। রত্নাবতি উপন্যাসের রচয়িতা
কে?
উত্তরঃ মীর মশাররফ হোসেন, মুসলিম
সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস।
১৯। পরার্থপরতার অর্থনীতি
বইয়ের
রচয়িতা কে?
উত্তরঃ ড. আকবর আলী খান। ২০। বিশ্বের
প্রথম এবং একমাত্র
কম্পিউটার জাদুঘর কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

Day নিয়ে ইংরেজীতে কনফিউশন
Day After Tomorrow – আগামী পরশু
Day Before Yesterday – গত পরশু
Only The Other Day – এইতো সেদিন
The Other Day – সেদিন
Every Other Day – একদিন পরপর
Every Third Day – তিনদিন পরপর
The Very Day – সেই দিনেই
Next To Next Friday – আগামী
শুক্রবারের পরের শুক্রবার
Memorable day স্মরণীয় দিন
Carry the day- জয়লাভ করা
Day to day -দিনদিন
Gala day – উৎসবের দিন
Rag day-graduation সমাপনী দিন
Hot day -দুর্দিন
Hectic day- ব্যস্ত দিন
One Day Or Other – কোনো না
কোনো একদিন,
Day Care – দিবাকালীন তত্ত্বাবধান,
Day Time – দিনের বেলা
Day Break – প্রভাত
To This Day – আজ পর্যন্ত
 কিছু গুরুত্বপূর্ণ শব্দসমূহের মধ্যে
পার্থক্য
M.S. এবং M.Sc ডিগ্রীর মধ্যে পার্থক্য:
২টি শব্দ একই, শুধু শব্দসংক্ষেপ ভিন্ন। MS অথবা
M.S. আমেরিকায় ব্যবহৃত হয়।
অন্যদিকে M.Sc অথবা MSc শব্দটি সাধারণত
ইউরোপীয় দেশ, ভারত ও অন্যান্য
commonwealth দেশগুলোতে ব্যবহৃত হয়
হয়। শব্দ ২টি একই অর্থ বুঝায়: Master of
Science.
Undergraduate এবং postgraduate এর মধ্যে
পার্থক্য:
Undergraduate হচ্ছেন তিনি, যিনি bachelor’s
ডিগ্রী খুজঁছেন কিন্তু এখনো তার সবগুলো
কোর্স সম্পন্ন করেননি।
অপরপক্ষে একজন post graduate হচ্ছেন,
যিনি ইতোমধ্যে একজন bachelor’s
ডিগ্রীধারী এবং
master’s অথবা Ph.D ডিগ্রী অর্জনের জন্য
কোর্স চালিয়ে যাচ্ছেন।
Miss এবং Ms. এর মধ্যে পার্থক্য:
‘Miss’ (মিস্)- যে নারী বিবাহিত নন।
অপরপক্ষে ‘Ms.’ (Miz; মিয্)- যে নারী single
অথবা married দুই অর্থে ই ব্যবহৃত হয়।
তবে “Mr.” শব্দটি পুরুষের বেলায় ব্যবহৃত হয়
হোক সে বিবাহিত অথবা অবিবাহিত।
MD এবং CEO এর মধ্যে পার্থক্য:
ইউরোপ ও অন্যান্য commonwealth
দেশগুলোতে MD (Managing Director)
হলেন কোম্পানীর সর্বোচ্চ পদস্থ
কর্মকর্তা ।
অপরপক্ষে সমমানের এ পদটিকে আমেরিকায়
বলা হয় CEO (Chief Executive Officer)।
সিঙ্গাপুরের কিছু জানা অজানা তথ্য
১. সিঙ্গাপুরের এক হাজার ডলারের নোটের
পিছনে দেশের জাতীয় সঙ্গীত লেখা
থাকে। সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীত হল মালয়
ভাষায়, ‘মাজুলা সিঙ্গাপুর’ বা সিঙ্গাপুর এগিয়ে চলো।
২. সিঙ্গাপুরে চারটি সরকারি ভাষা রয়েছে।
ইংরেজি, মান্দারিন, মালয়ের সঙ্গে রয়েছে
তামিল ভাষাও।
৩. সিঙ্গাপুরের নাগরিকরা বেশিরভাগ কথার শেষে
‘লা’ শব্দটি ব্যবহার করেন। এই যেমন
‘ওকে’কে বলেন ‘ওকে-লা’, ‘থ্যাঙ্কউ’ বলার
সময় বলেন ‘থ্যাঙ্কউ-লা’
৪ পাঁচ বা তার বেশি লোকজনের ক্ষেত্রে
কোথাও জড়ো হতে গেলে পুলিসের নানা
কড়া নিয়মাবলি মানতে হয়।
৫. সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি।
অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ
নেই।
৬. রাত দশটার পর দুজনের বেশি লোক
জমায়েত হওয়া অবৈধ।
৭. সিঙ্গাপুরে মাত্র একটাই দল রয়েছে। দলটির
নাম ‘পিপলস অ্যাকশন পার্টি’। ১৯৫৯ সাল থেকে
‘পিপলস অ্যাকশন পার্টি’ দেশের ক্ষমতায়
রয়েছে। ভোট পরিচালনা করে এই দলই।
৮. সমকামিতা এখানে বেআইনি, তবে জুয়া
আইনসিদ্ধ। ২০১০ সালে পাবলিক টয়েলটে ২৮
বছরের যুবকের সঙ্গে ওরাল সেক্স করার
অপরাধে ৩ হাজার ডলার জরিমানা হয় ৪০ বছরের
এক পুরুষের।
৯. ১৯০৫ সাল থেকে মোট ৬ বার টাইম জোন
পরিবর্তন করে সিঙ্গাপুর। ১৯৮২ সালে সিঙ্গাপুর
শেষবার তাদের টাইম জোন পরিবর্তন করে।
এখন সিঙ্গাপুরের টাইম জিএমটি-র থেকে আট
ঘণ্টা এগিয়ে।
১০. সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের মধ্যে
সবচেয়ে দ্রুততম হাঁটা মানুষ (Fastest walking
speed)। ১০.৫৫ সেকেন্ডে সিঙ্গাপুরিয়ানরা
হাঁটে ১৮ মিটার, মানে ঘণ্টায় ৬.১৫ কিলোমিটার।
সেখানে ভারতীয়দের হাঁটার গতি ঘণ্টায় গড়ে
ঘণ্টায় ৫ কিলোমিটার।
১১. ২০০৫ সালে জুয়াকে আইনসিদ্ধ করে
সিঙ্গাপুর।
১২. নিজের ঘরের মধ্যে নগ্ন থাকলেও
আইনত শাস্তি হতে পারে সিঙ্গাপুরের
নাগরিকদের। কারণ আইনঅনুযায়ী নগ্ন অবস্থায়
কেউ দেখে ফেললেই যিনি নগ্ন ছিলেন তার
বিরুদ্ধে অভিযোগ আনা যাবে।
১৩. সেক্স টয় বা অশ্লীল ম্যাগাজিন কেনা
বেচার উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। সেক্স
টয় বা অশ্লীল ম্যাগাজিন কিনলে বা বেচলে ৩
মাসের জেল ও মোটা টাকার জরিমানা হয়।
১৪. আত্মহত্যার চেষ্টা করা সিঙ্গাপুরে
আইনবিরুদ্ধ কাজ। পেনাল কোডের ৩০৯ ধারায়
আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হলে
মানুষদের জেল হয় সিঙ্গাপুরে।
১৫. ইন্টারনেট পর্নোগ্রাফির উপর কড়া
নিষেধাজ্ঞা রয়েছে।
১৬. ইন্টারনেটে গান বা সিনেমা ডাউনলোড করা
আইনত দণ্ডনীয় অপরাধ। ২০০৬ সালে
সিঙ্গাপুরের দুই নাগরিককে গান ডাউনলোড করার
অপরাধে গ্রেফতার করা হয়।
১৭. অনুমতি না নিয়ে কাউকে জড়িয়ে ধরা আইনত
দণ্ডনীয় অপরাধ।
১৮. সিঙ্গাপুরের ডাক নাম ফাইন সিটি বা জরিমানার
শহর। কারণ বিভিন্ন ছোট ছোট কারণে এখানে
জরিমানার ব্যবস্থা আছে।
১৯. বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত
হওয়া জায়গা গুলির মধ্যে অন্যতম হল সিঙ্গাপুর।
বছরে গড়ে ১৭১ বার বাজ পড়ে এই শহরে।
২০. ১৯৯২ সাল থেকে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ।
কারণ চুইংগামে পথচারীদের অসুবিধা হয়।
২১. সিঙ্গাপুরিয়ানরা সন্ধ্যা সাড়ে সাতটের মধ্যে
ডিনার সেরে ফেলেন।
২২. সিঙ্গাপুরে কোথাও কোথাও পার্কিংয়ের
ক্ষেত্রে একটা গাড়ি সামনে, পরেরটা পিছনে,
তারপরেরটা আবার সামনের দিকে মুখ করে
রাখতে হয়।
Some of the symbolic meaning of the
prescription (প্রেসক্রিপশন এর কিছু
সাংকেতিকের মানে )
Rx = Treatment.
Hx = History
Dx = Diagnosis
q = Every
qd = Every day
qod = Every other day
qh = Every Hour
S = without
SS = On e half
C = With
SOS = If needed
AC = Before Meals
PC = After meals
BID = Twice a Day
TID = Thrice a Day
QID = Four times a day
OD = Once a Day
BT = Bed Time
hs = Bed Time
BBF = Before Breakfast
BD = Before Dinner
Tw = Twice a week
SQ = sub cutaneous
IM = Intramuscular . .
ID = Intradermal
IV = Intravenous
QAM = every morning
QPM =every night
Q4H = every 4 hours
QOD = every other day
HS = at bedtime
PRN = as needed
AC = before meals
PC = after meals
Mg = milligrams
Mcg/ug = micrograms
G or Gm = grams
1TSF ( Teaspoon) = 5 ml
1 Tablespoonful =15ml

রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

1.‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয় ?
উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
2.কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি ?
উঃ রায়গুণাকর।
3. ‘কবিকষ্কণ’ কার উপাধি ?
উঃ মুকুন্দরাম চক্রবর্তী।
4. ‘রায় গুণাকর’ কার কাব্য উপাধি ?
উঃ ভারতচন্দ্র।
5.জীবনানন্দ দাশ প্রধানত ?
উঃ প্রকৃতির কবি।
6. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসাবে পরিচিত ?
উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।
7. কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খা রচিত ?
উঃ সমাজ ও সমাধান।
8.বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ?
উঃ বেগম সুফিয়া কামাল।
9.আকরাম খা রচিত ‘মোস্তফা চরিত’ গ্রন্থটি ?
উঃ সীরাত গ্রন্থ।
10.বাংলাদেশের নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত ?
উঃ বেগম রোকেয়া সাখাওয়াত।
11.বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি ?
উঃ আবদুল করিমের।
12. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয় ?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
13. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে ?
উঃ বিহারী লাল চক্রবর্তী।
14.অপরাজেয় কথাশিল্পী কার ছন্মনাম ?
উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
15. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় ?
উঃ ১৮০১ সালে।
16.বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে ?
উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
17. কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
18. বাংলাদেশের জাতীয় কবি কে ?
উঃ কাজী নজরুল ইসলাম।
19. ‘দত্তকুলোদ্ভব’ কবি কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
20. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
21. ‘পল্লীকবি’ উপাধি হলো ?
উঃ জসীমউদ্দীন।
22.‘মরমী কবি’ কাকে বলা হয় ?
উঃ হাসন রাজা।
23.বাংলাদেশে ইসলামী রেনেসার কবি কাকে বলে ?
উঃ ফররুখ আহমদ।
24. বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
25. বহুভাষাবিদ পন্ডিত বলতে কার নাম প্রথমে চলে আসে ?
উঃ শহীদুল্লাহ।
26. ডঃ মুহম্মদ শহীদুল্রাহ ছিলেন প্রধানত ?
উঃ ভাষাতত্ত্ববিদ
general knowledge

১) জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
১৯৯২ সালে .
২) দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে
- মুন্সিগঞ্জের গজারিয়াতে

৩) পূর্ব বাংলার নাম 'পূর্ব পাকিস্তান' করা
হয় -২৩ মার্চ ১৯৫৬ .
৪) তিস্তা বাঁধ বাংলাদেশের যে জেলায়
অবস্থিত - লালমনিরহাট
.
৫) সিকিমের পর্বত থেকে বাংলাদেশের যে
নদীর উত্পত্তি হয়েছে - করতোয়া .
৬) বাংলাদেশের প্রথম মোবাইল
হাসপাতালের নাম - জীবনতরী
.
৭) বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম
টেস্ট জয় যে দেশের বিপক্ষে - ওয়েস্ট
ইন্ডিজ
.
৮) বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ
কম্পিউটারের নাম - দোয়েল
.
৯) কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত -
পটুয়াখালী জেলায়
.
১০) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
স্বাক্ষরিত হয় - ২ ডিসেম্বর ১৯৯৭
.
১১) 'নাইটিঙ্গেল অব ইন্ডিয়া' নামে পরিচিত
-- সরোজিনী নাইডু
.
১২) সকাল বেলার শান্তি বলা হয় --
কোরিয়াকে
.
১৩) আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর -- নিউইয়র্ক
.
১৪) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের
হার সর্বাধিক যে দেশে ---মালদ্বী
general knowledge

১) জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
১৯৯২ সালে .
২) দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে
- মুন্সিগঞ্জের গজারিয়াতে

৩) পূর্ব বাংলার নাম 'পূর্ব পাকিস্তান' করা
হয় -২৩ মার্চ ১৯৫৬ .
৪) তিস্তা বাঁধ বাংলাদেশের যে জেলায়
অবস্থিত - লালমনিরহাট
.
৫) সিকিমের পর্বত থেকে বাংলাদেশের যে
নদীর উত্পত্তি হয়েছে - করতোয়া .
৬) বাংলাদেশের প্রথম মোবাইল
হাসপাতালের নাম - জীবনতরী
.
৭) বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম
টেস্ট জয় যে দেশের বিপক্ষে - ওয়েস্ট
ইন্ডিজ
.
৮) বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ
কম্পিউটারের নাম - দোয়েল
.
৯) কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত -
পটুয়াখালী জেলায়
.
১০) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
স্বাক্ষরিত হয় - ২ ডিসেম্বর ১৯৯৭
.
১১) 'নাইটিঙ্গেল অব ইন্ডিয়া' নামে পরিচিত
-- সরোজিনী নাইডু
.
১২) সকাল বেলার শান্তি বলা হয় --
কোরিয়াকে
.
১৩) আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর -- নিউইয়র্ক
.
১৪) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের
হার সর্বাধিক যে দেশে ---মালদ্বী

শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

প্রশ্নঃ কোন দেশের কোন লিখিত
সংবিধান নাই ?
উঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি
আরব ।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান
কোন দেশের ?
উঃ ভারতের ।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান
কোন দেশের ?
উঃ আমেরিকার ।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের
প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে ? উঃ
২৩ মার্চ, ১৯৭২ ।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কবে
উত্থাপিত হয় ?
উঃ ১২ অক্টোবর, ১৯৭২ ।
প্রশ্নঃ গনপরিষদে কবে সংবিধান গৃহীত
হয় ?
উঃ ৪ নভেম্বর, ১৯৭২ ।
প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের
সংবিধান বলবৎ হয় ?
উঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২ ।
প্রশ্নঃ বাংলাদেশে গনপরিষদের প্রথম
অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উঃ ১০ এপ্রিল, ১৯৭২ ।
প্রশ্ন : উড পেন্সিলের সিস তৈরি হয় কী
দিয়ে ?
উত্তর : গ্রাফাইট ।
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ? উত্তরঃ
ভিনটন জি কার্ফ ।
প্রশ্নঃ WWW এর পূর্নরুপ কি ? উত্তরঃ
World Wide Web. প্রশ্নঃ WWW এর
জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি ।
প্রশ্নঃ ই- মেইল এর জনক কে ? উত্তরঃ
রে টমলি সন ।
প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক
কে ?
উত্তরঃ এলান এমটাজ
1. Madonna 43 কি?
উঃ একটি চিত্রকর্ম
2. Statue of Peace কোন শহরে
অবস্থিত?
উঃ জাপানের নাগাসাকি
3. BIMSTEC এর এর পুর্নরুপ কি?
উঃ Bay of Bengal Initiative for Multi-
Sectoral Technical and Economic
Cooperation
4. বিশ্বকাপ এ বাংলাদেশ প্রথম কাকে
হারায়?
উঃ Scotland
5. মুজিবনগর এর অর্থমন্ত্রী কে ছিলেন?
উঃ ক্যাপ্টেন মনসুর আলী
6. একটা ছিদ্রায়িত রাষ্ট্রের নাম লিখ ?
উঃ ইতালি
7. BRICS এর দক্ষিন আমেরিকার দেশ
কোনটি?
উঃ ব্রাজিল( BRICS is the acronym for
an association of five major emerging
national economies : Brazil, Russia,
India, China and South Africa) .
8. PRSP এর পুর্নরুপ কি?
উঃ Poverty Reduction Strategy Papers
9. মুক্তিযুদ্ধের সময় 'চরমপত্র' কার
কন্ঠে রচিত?
উঃ এম আর আক্তার মুকুলের কন্ঠে
10. G-8 এর সর্বশেষ দেশ কোনটি?
উঃ রাশিয়া.
২০১৫ সালে ঘটে যাওয়া খুব গুরুত্বপুর্ণ
কিছু তথ্যঃ
___________________________________
১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র লেখা
সাম্প্রতিক বইয়ের নাম কি?
--শেখ মুজিব আমার পিতা
২. ২৪তম কমওয়েলথ শীর্ষ কবে কোথায়
অনুষ্ঠিত হবে?
-- নভেম্বর২০১৫
৩. বাংলাদেশে নিরাপদ খাদ্য আইন
কবে থেকে কার্যকর হয়?
--১ ফেব্রুয়ারি ২০১৫।
৪. সম্প্রতি ভারতীয় বিজ্ঞানীরা
কোন ফলের জীবনরহস্য উদঘাটন করেন?
--আম
৫. আইএস জঙ্গিরা সম্প্রতি কোন
জাপানি সাংবাদিকের শিরশ্ছেদ
করেছে?
--কেনজি গোতো।
৬. শ্রীলঙ্কার সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান
বিচারপতির নাম কী?
--কানাগাছাবাপাথি শ্রীপবন।
৭. দিল্লির বিধানসভা নির্বাচন কবে?
--৭ ফেব্রুয়ারি,
২০১৫।
৮. সম্প্রতি ভারতের নিজস্ব প্রযুক্তিতে
উদ্ভাবিত ক্ষেপণাস্ত্রের নাম কী?
--অগ্নি-৫।
৯. নোভাক জোকোভিচ মোট কতবার
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা
জিতেছেন?
--পাঁচবার।
১০. সেরেনা উইলিয়ামস মোট কতবার
গ্র্যান্ডস্লাম জিতেছেন?
--১৯ বার।
১১. শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানসূচক পদবি
কী?
--দেশবন্ধু।
১২. এবার ভারতের ফিল্মফেয়ার
অ্যাওয়ার্ডের সেরা ছবি নির্বাচিত
হয়েছে কোনটি?
--বিকাশ বেহেল পরিচালিত কুইন।
১৩. বিশ্বের সর্ববৃহৎ ওয়েবপোর্টাল??
--বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’
১৪. সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কত
টাকা মূল্যমানের প্রাইজবন্ড অচল
ঘোষণা করেছে?
--১০ ও ৫০ টাকা।
১৫. দেশের কোথায় অটিস্টিক
একাডেমি স্থাপিত হবে?
-Mohakhali, Dhaka
১৬.ICC WORLD CUP T20,2014 champion কোন
দেশ?
-- Sri Lanka
১৭.SAARC এর ১২তম মহাসচিব র নাম?
--অর্জুন বাহাদুর থাপা
১৮.জাতীয় পতাকা পরিবর্তনের জন্য
সম্প্রতি কোন দেশ গণভোট আয়োজন
করে?
-- নিউজিল্যান্ড
১৯.ICC WORLD T20 ,2016 যে দেশে হবে?
--India
২০. বর্তমানে সার্কের চেয়ারপার্সন
কে?
-- সুশীল কৈরালা ( নেপালের
প্রধানমন্ত্রী)
২১.বিশ্ব ইন্টারনেট সূচকে
বাংলাদেশের অবস্থান কততম?
-৬৩তম
২২.ভারতের সদ্য সাবেক
পররাষ্ট্রসচিবের নাম কী? বর্তমান
পররাষ্ট্রসচিবের নাম কী?
--. সুজাতা সিং, এস জয়শঙ্কর।
২৩.বিশ্বে ইন্টারনেট সূচকে শীর্ষ
অবস্থান কোন দেশের ?
--ডেনমার্ক, দ্বিতীয় ফিনল্যান্ড
২৪.বর্তমান বিশ্বের কতটি দেশে
বাংলাদেশের কর্মী যাচ্ছে?
--১৬০
২৫.সম্প্রতি ২০১৫ সুন্দরবনের কোন
নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির
ঘটনা ঘটলো?
-- শ্যালা
এক নজরে বিশ্বের উচ্চতম, দীর্ঘতম ও
গভীরতম বিষয়াবলি

1. দীর্ঘতম নদী - নীলনদ।
2. দীর্ঘতম ঝুলন্ত সেতু - আকাশি কাইকিও।
3.দীর্ঘতম প্রাচীর - চীনের প্রচীর।
4 উচ্চতম গিরিপথ - আলপিনা।
5. উচ্চতম রাজধানী - লাপাজ (লাপাজ)।
6. উচ্চতম ভবন - বুর্জ খলিফা (UAE)।
7. দীর্ঘতম সুড়ঙ্গ - সেইকান।
8. দীর্ঘতম খাল - গ্র্যান্ড।
9.উচ্চতম প্রাণী - জিরাফ।
10.উচ্চতম হ্রদ - টিটিকাকা।
11. উচ্চতম মালভুমি - পামির(মধ্য এশিয়া)।
12. উচ্চতম জলপ্রপাত - এঞ্জেল
(ভেনিজুয়েলা)।
13. উচ্চতম পিরামিড - খুফুর পিরামিড (মিশর)।
14. উচ্চতম আগ্নেয়গিরি - গুয়ালটিবি।
15. উচ্চতম পর্বতশৃঙ্গ - এভারেষ্ট (নেপাল ও তিব্বত)।
16. উচ্চতম লিবার্টি - ষ্ট্যাচু অব লিবার্টি
(যুক্তরাষ্ট)।
17. উচ্চতম শহর - ওয়েন চুয়ান বিশ্বের দীর্ঘতম।
18. গভীরতম হ্রদ - বৈকাল (কাস্পিয়ান
=বৃহত্তম)।
19.গভীরতম খনি - ওয়েষ্টার্ন ডিপলেবেল।
20. গভীরতম মহাসাগর - প্রশান্ত।
21. গভীরতম গিরিপথ - হেলস ক্যানিয়।
22. দীর্ঘতম যুদ্ধ - শতবর্ষব্যাপী যুদ্ধ (ব্রিটেন
ও ফ্রান্স)।
23. দীর্ঘতম প্রাণালি - তাতার প্রণালি।
24. দীর্ঘতম সেতু - ওয়াহি গ্রান্ড (চীন)।
25. দীর্ঘতম সমুদ্র সৈকত - কক্সবাজার বিশ্বের
গভীরতম
1. রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের
অবস্থান--
৮ম।
2.বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি ----
চণ্ডীদাস।
3.আলাওলের 'পদ্মাবতী' কাব্যের হিরামন
হচ্ছে -
শুক পাখির নাম।
4. বাংলাদেশে নির্মিত বৃহত্তম জাহাজের
নাম ---
এনজিয়ান।
5. বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার
নকশাকার -
কে জি মুস্তাফা।
6. প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক হিসেবে
পরিচিত ---
হুমায়ুন আজাদ।
7. 'এলাটিং বেলাটিং', ধান ভানলে কুঁড়ো
দেব' শিশুতোষ গ্রন্থের প্রণেতা ---
শামসুর রাহমান।
8.'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা ---
সিকান্দার আবু জাফর।
9. রোমের অর্থনীতি নির্ভরশীল ছিল --
দাস শ্রমের ওপর।
10.ডেমোক্রেসি মনুমেন্ট অবস্থিত ---
ব্যাংকক, থাইল্যান্ড।
11.পোশাক রপ্তানিতে বাংলাদেশের
অবস্থান বিশ্বে-
- ৩য় (চীন-১ম, ২য়- ভিয়েতনাম, ৪র্থ-
ইন্দোনেশিয়া, ৫ম- ভারত)।
12. বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয়---
- ৩০মে ১৯৭৭।
13.আফ্রিকার শেক্সপিয়র বলা হয়---
- নাইজেরিয়ার চিনুয়া আচেবেকে।
14. যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা
সংস্থা --
- ব্ল্যাক ওয়াটার।
15.জেকোবিন হলো --
-ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
জেনে নিন কালো জিরার ঔষধি গুনগুলোঃ –
১) কালো জিরার তেল মাথা ব্যাথা সারাতে
দারুন উপকারী । কালো জিরার তেল কপালে
মালিশ করলে এবং তিন দিন খালি পেটে ১
চা চামচ তেল খেলে আরোগ্য লাভ করা যায় ।
২) যাদের হাঁপানির সমস্যা আছে তারা বুকে
ও পিঠে কালো জিরার তেল মালিশ করতে
পারেন,উপকার পাবেন।
৩) চুল শ্যাম্পু করার পর শুকিয়ে নিন। এবার
পুরো মাথায় কালো জিরার তেল ভাল মতো
লাগান । এক সপ্তাহ নিয়মিত করলে চুল পড়া
অনেক কমে যাবে।
৪) কালো জিরার তেল ও চূর্ণ ডায়াবেটিসের
জন্য উপকারী। নিয়মিত সেবনে ডায়াবেটিস
নিয়ন্ত্রণে থাকে ।
৫) চা বা গরম পানির সাথে কালো জিরার
তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন
উপকার পাওয়া যায় তেমনি শরীরের বাড়তি
মেদও কমে ।
৬) এক কাপ দুধ ও ১ চা চামচ কালো জিরা
তেল একসাথে মিশিয়ে দৈনিক পান করুন।
পেটে গ্যাসের সমস্যা থাকলে তা কমে যাবে

৭) জ্বর হলে সকাল-সন্ধায় লেবুর রসের সাথে
কালো জিরার তেল পান করুন । জ্বর দ্রুত
সেরে যাবে ।
৮) যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দৈনিক
কোন না কোন ভাবে কালো জিরা সেবনের
চেষ্টা করুন, কারন কালো জিরা রক্তচাপ
নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গরম ভাতের
সাথেও কালো জিরার ভর্তা খেতে পারেন ।
৯) ছুলি বা শ্বেতী হলে আক্রান্ত স্থানে
আপেলের টুকরো দিয়ে ঘষে নিন,তারপর
কালো জিরার তেল লাগান । এভাবে ১৫ দিন
থেকে ১ মাস পর্যন্ত লাগান।
১০) হাঁটুর ব্যাথা সারাতে রোজ রাতে কালো
জিরার তেল হাঁটুতে মালিশ করুন ,হাঁটুর
ব্যাথা কমে যাবে ।
১১) কালো জিরা নারী ও পুরুষে উভয়ের যৌন
ক্ষমতা বাড়াতে সাহায্য করে । বিশেষ করে
পুরুষদের জন্য খুব উপকারি । নিয়মিত কালো
জিরা সেবনে পুরুষত্ব হীনতা থেকে মুক্তি
পাওয়া যায় ।
১২) বাতের ব্যাথা সারাতে কালো জিরার
তেল নিয়মিত মালিশ করুন ।
সম্প্রদায় ---

1.উপজাতির নাম = আবাসস্থল
2.চাকমা = রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।
3. গারো = ময়মনসিংহ।
4. ত্রিপুরা = খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম।
5.মনিপুরী = সিলেট।
6. খাসিয়া = সিলেট।
7. সাঁওতাল = রাজশাহী ও দিনাজপুর।
8. রাখাইন = পটুয়াখালী।
9. মারমা = কক্সবাজার, বান্দরবান ও
পটুয়াখালী।
10.হাজং = ময়মনসিংহ ও নেত্রকোনা।
11. রাজবংশী = রংপুর।
12.মুরং = বান্দরবানের গভীর অরণ্যে।
13.কুকি = সাজেক ভেলী(রাঙ্গামাটি)।
14.হুদি = নেত্রকোনা।
15.পাংখো = বান্দরবান।
16.ওরাও = বগুড়া, রংপুর।
17. লুসাই = পার্বত্য চট্টগ্রাম।
18.খুমি = বান্দরবান।
19.তনচংগা = রাঙ্গামাটি।
20.রনজোগী = বান্দরবানের গভীর অরণ্যে

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

বর্তমান দেশে মোট ব্যাংকের সংখ্যা
– ৬৩ টি
2. পল্লী সঞ্চয় ব্যাংক এর প্রথম
চেয়ারম্যান – ড.
মিহির কান্তি মজুমদার
3. পল্লী সঞ্চয়ব্যাংক প্রতিষ্ঠা করা হয়
– ৩১
আগস্ট ২০১৪
4. দেশের নবম বিশেষায়িত ব্যাংক –
পল্লী সঞ্চয়
ব্যাংক
5. বর্তমানে দেশে বিশেষায়িত ব্যাংক –
৯ টি
6. ইউরোপিয়ান কমিশনের (EC) এর
প্রেসিডেন্টের
মেয়াদ কাল – ৫ বছর
7. International Organization for
Migration (IMO)
এর বর্তমান সদস্য সংখ্যা ১৫৬ টি
8. ৮ জুলাই ২০১৪ ইসরাইল “Operation
Protective
Edge” সাংকেতিক নামে গাজায় আগ্রাসন
চালায়
9. ২০১৪ সালে চাল রপ্তানিতে শীর্ষ দেশ

থাইল্যান্ড
10. বিশ্ব ব্যাংকের জরুরি তহবিলের
পরিমাণ ২২৩
বিলিয়ন ডলার
11. ২০১৪ সালের উইম্বল্ডনের নারী
এককে
চ্যাম্পিয়ন- পেত্রা কেভিতোভা
12. ২০১৪ সালের উইম্বল্ডনের পুরুষ
এককে
চ্যাম্পিয়ন- নোভাক জোকোভিচ
13. বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষীরা
মাসিক
বেতন পান – ১২১০ ডলার
14. খাবার বা বাণিজ্যিক উদ্দেশ্যে
উৎপাদিত চালে
সর্বোচ্চ .০২ মিলিগ্রাম/কিলোগ্রাম
আর্সেনিক
থাকতে পারে
15. ব্রি-৬৩ ও ব্রি-৬৪ হলো বাংলাদেশ
ধান
গবেষণা ইনস্টিটিউট (BRRI) কর্তৃক
উদ্ভাবিত নতুন
ধান
16. কৈলাসটিলা গ্যাসক্ষেত্র অবস্থিত –
সিলেটে
17. বিটি বেগুনের উল্লেখযোগ্য জাতের
নাম – বারি
বিটি
বেগুন -১ (উত্তরা), বারি বিটি
বেগুন-২(কাজলা), বারি
বিটি বেগুন-৩(নয়নতারা) ও বারি
বিটি বেগুন-৪
18. জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৪
অনুসারে শিশু
জন্মের বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে তা
নিবন্ধন
বাধ্যতামূলক
19. ২০ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত
হয় –
গ্লাসগো, স্কটল্যান্ড
20. ঢাকা শহরের গোড়াপত্তন হয় –
সুলতানি আমলে

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

১, বাংলাদেশের কোথায় শীতল পানির
ঝর্না আছে? উ, হিমছড়ি
২, বাংলাদেশের কোথায় গরম পানির
ঝর্না
আছে?
উ, সীতাকুন্ড
৩, বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার
নাম কি?
উ, bdnews 24 . com
৪, দেশের দ্বিতীয় মেরিন একাডেমী
কোথায়?
উ, পাবনা ৫, বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
উ, ৫৭ টি
৬, বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে status
লাভ
করে কখন?
উ, ১৯৯৭ সালে ৭, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়
কোনটি কে?
উ, চট্টগ্রাম
৮, VAT দিবস কবে?
উ, ১০ জুলাই
৯, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি ? উ, চলন বিল
১০, বাংলাদেশের সাথে ভারত ও
মায়নমারের
সংযোগ রয়েছে কথোয়? ?
উ, রাঙ্গামাটি
১১, পদ্মা নদীর অপর নাম কি? উ, কীর্তিনাশা
১২, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন
পাশ হয়
কবে?
উ, কোনটি নয
় ১৩, বাংলাদেশের প্রথম মোবাইল
হাসপাতালের
নাম কি?
উ, জীবন তরী
১৪, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র
কোনটি? উ, তিতাস
১৫, KAFCO কোথায় অবস্থিত?
উ, চট্টগ্রাম
১৬, বাংলাদেশের সীমান্তবর্তী কোন
জেলার
সাথে ভারতের সংযোগ নেই? উ, বান্দারবান
১৭, আদিনাথ মন্দির কোথায় অবস্থিত?
উ, মহেশখালী
১৮, বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য
কত
মাইল? উ, ৪৪৫ মাইল
১৯, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখন
প্রতিষ্ঠিত হয়?
উ, ১৯৬৬
২০, দক্ষিণ তালপট্টি দ্বীপ কখন তলিয়ে
যায়? উ, ২০১০সালে

রবিবার, ৯ আগস্ট, ২০১৫

সাধারণ জ্ঞান

১. জাতিসঙ্ঘের সদর দপ্তর = নিউইয়র্কে অবস্থিত।
২. রাজশাহীর আদিনাম কি ছিল =
রামপুর বোয়ালিয়া।
৩.বিশ্বের কোন দেশে ১ম 3G চালু হয় =
জাপান।
৪. দেশের কোন জেলা ১ম বাজেট পায়
= টাঙ্গাইল।
৫.বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয়
কোন জেলাকে = খাগড়াছড়ি পার্বত্য
জেলাকে।
৬. সাগর কন্যা বলা হয় =পটুয়াখালীকে।
৭.কোন মাছ চিনির চাইতে মিষ্টি =
স্টেরিয়া মাছ।
৮. বাংলাদেশের কোন নদীর নাম
একজন ব্যক্তির নামে = রূপসা (রূপ লাল সাহা)।
৯.পটুয়াখালী জেলায় অবস্থিত =
কুয়াকাটা।
১০.কোনটি সাবান কে শক্ত করে =
সোডিয়াম সিলিকেট।
১১. রিবন রেটিং কি = পাট পচানোর
পদ্ধতি।
১২. বাংলাদেশের কোন জেলাটি নদী
পথে ঢাকার সাথে সরাসরি যুক্ত নয় =
রাঙামাটি।
১৩. সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল
গঠিত হয় = টারশিয়ারী যুগের পাহাড়।
১৪. লোকগানের 'যুবরাজ'কাকে বলা হয় = আব্দুল আলীম কে।
১৫. বরিশালের প্রাচীন নাম = চন্দ্রদীপ।
১৬. জাতীসংঘের পতাকায় কোন দুটি
রং আছে = নীল ও সাদা।
১৭. 'লিটল বাংলাদেশ' কোথায়
অবস্থিত = লসঅ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র।
১৮. ফ্রান্সের কোন রাজা 'সূর্য রাজা'
নামে খ্যাত = চতুদর্শ লুই।
১৯. টাইটানিক জাহাজটি লম্বায় কত ফুট ছিল = ৮৮২ফুট।
২০.বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা
উপস্থাপন করেন কে = স্টিফেন হকিন্স।
২১. 4 জি প্রথম চালু হয় = দঃ কোরিয়ায়

শনিবার, ৮ আগস্ট, ২০১৫

1. (α+в)²= α²+2αв+в²
2. (α+в)²= (α-в)²+4αв b
3. (α-в)²= α²-2αв+в²
4. (α-в)²= f(α+в)²-4αв
5. α² + в²= (α+в)² - 2αв.
6. α² + в²= (α-в)² + 2αв.
7. α²-в² =(α + в)(α - в)
8. 2(α² + в²) = (α+ в)² + (α - в)²
9. 4αв = (α + в)² -(α-в)²
10. αв ={(α+в)/ 2}²-{(α-в)/2}²
11. (α + в + ¢)² = α² + в² + ¢² +
2(αв + в¢ + ¢α)
12. (α + в)³ = α³ + 3α²в + 3αв² +
в³
13. (α + в)³ = α³ + в³ + 3αв(α +
в)
14. (α-в)³=α³-3α²в+ 3αв²-в³
15. α³ + в³ = (α + в) (α² -αв + в²)
সাধারণ জ্ঞান
-
☒ জাতিসংঘে বাংলাদেশে চাঁদার
হার কত?
উত্তর: ০.০১ শতাংশ।
☒ ভূমধ্যসাগরের প্রবেশদ্বার হলো?
উত্তর: জিব্রাল্টার।
☒ ইসরাইলের পার্লামেন্টের নাম কি?
উত্তর: নেসেট।
☒ বারাক হোসেন ওবামা যুক্তরাষ্ট্রের
কোন রাজ্য থেকে সিনেটর
নির্বাচিত হন?
উত্তর: ইলিনয়।
☒ ভারতে লোকসভা নির্বাচনে
রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত আসন কয়টি?
উত্তর: ২টি।
☒ বিশ্বের প্রশস্ততম নদীর নাম কি?
উত্তর: আমাজান।
☒ কুরিল দ্বীপের মালিকানা কোন
দেশের?
উত্তর: রাশিয়া।
☒ হেল্লাস কোন দেশের জাতীয় নাম?
উত্তর: গ্রিস।
☒ বন শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: রাইন।
☒ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে
সিমান্তরেখা কি?
উত্তর: সনোরা লাইন।
☒ কেপভার্দের রাজধানীর নাম কি?
উত্তর: প্রেইরা।
☒ ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড
জাতিসংঘ সনদে কবে স্বাক্ষর করে?
উত্তর: ১৫ অক্টোবর ১৯৪৫।
☒ প্যারিস শান্তিচুক্তি হয় কোন কোন
দেশের মধ্যে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।
☒ অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার
দেয়া হয় কত সালে?
উত্তর: ১৯৫৯ সালে।
☒ বিশ্বের দুর্নীতি বিরোধী দিবস
কবে?
উত্তর: ৯ ডিসেম্বর।
Proverbs

একবার না পারিলে দেখ শতবার ।
If at first try you don't succeed, try and try again!
কাটা ঘায়ে নুনের ছিটে ।
To add insult to injury.
কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও
মাছে বেশ লাফালাফি করে ।
Being unnecessarily flashy is pointless.
কাঁটা দিয়ে কাঁটা তোলা ।
Using a thorn to remove a thorn.
কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।
One's harvest month, is another complete
devastation.
কত হাতি গেল তল, মশা বলে কত জল ।
Fools rush in where angels fear to tread.
কানা গরুর ভিন্ন পথ ।
The fool strays from the safe 

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

1.নিরাপদ পানি ব্যবহারকারীর সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের স্থান কত?
2.বাংলাদেশে কতটি পরমানূ চিকিৎসা কেন্দ্র আছে?
3.বাংলাদেশে মানসিক স্বাস্থ্য হাসপাতাল কয়টি ও কোথায়?
4.বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি?
5.বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজের সংখ্যা কত?
6.বাংলাদেশে সরকারী ডেন্টাল মেডিকেল কলেজের সংখ্যা- ?
7.বাংলাদেশে মাতৃসদন ও শিশু কল্যান কেন্দ্র  কটি?
8.বাংলাদেশে কয়টি প্যারা মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান আছে?
9.বাংলাদেশে থানা স্বাস্থ্য কেন্দ্র এর সংখ্যা কোনটি?
10.বাংলাদেশে কুষ্ঠ রোগের হাসপাতাল কোথায়?
11.বাংলাদেশে পলিশ হাসপাতাল কয়টি?
12.দেশে যক্ষা হাসপাতালের সংখ্যা কত?
13.বাংলাদেশে সার্জারী যক্ষা হাসপাতাল কয়টি?
14.বাংলাদেশে যক্ষা ক্লিনিকের সংখ্যা কয়টি?
15.দেশে রেলওয়ে হাসপাতালের সংখ্যা কত?
16.দেশে জেল/কারা হাসপাতালের সংখ্যা কত?
17.দেশে রেজিস্ট্রিকৃত বেসরকারী মেডিকেল কলেজ কোনটি?
18.দেশে রেজিস্ট্রিকৃত বেসরকারী  ডেন্টাল কলেজ কয়টি?
19.দেশে থ্যালেসিমিয়া সেন্টার কোনটি?
20.বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?
21.দেশের প্রথম টেষ্ট টিউব শিশু কবে জন্মগ্রহন করে?
22.বাংলাদেশে প্রথম মরণোত্তর চক্ষুদাতা কে?
23.কবে খাবার স্যালাইন উদ্ভাদন করা হয?
24.খাবার স্যালাইন উদ্ভাদন কবে কোন প্রতিষ্ঠান?
25.বাংলাদেশে ডায়াবেটিকস সমিতি কবে প্রতিষ্ঠা হয়?
26.ডায়াবেটিকস সচেতনতা দিবস কবে পালিত হয়?
27.বাংলাদেশে কবে জনসংখ্যা নিয়ন্ত্রন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন শুরু হয়?
28.বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহন করা হয় কোন সালে?
29.কবে বাংলাদেশ সরকার সমপ্রসারিত টিকা দান কর্মসূচী গ্রহন করে?
30.দেশে কবে প্রথম জাতীয় ভিত্তিক টিকাদান কর্মসূচী পালন করে?
31.ইপিআই প্রকল্পে সাহায্যেদানকারী সংস্থা কোনটি?
32.ই, পি, আই এর সাহায্যে যে ছয়টি রোগ নির্মুল করা হবে বলে চেষ্টা করা হয়েছে সে গুলো কি কি?
33.প্রতি বছর কোন তারিখে হতে পুষ্টি সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়?
34.একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে কত মিলি গ্রাম আয়োডিন থাকে?
35.একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দৈনিক কত মাইক্রো গ্রাম আয়োডিন থাকে?
36.এডিস মশা কিভাবে সংক্রমণ ছড়ায়?
37.ডেঙ্গু কি?
38.রোগ নির্ণয়ে ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন শুরু করেছে কোন প্রতিষ্ঠান?
39.বাংলাদেশের প্রথম নির্মিতব্য আন্তজাতিক মানের বেসরকারী ক্যান্সার হাসপাতালের নাম কি?
40.বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বাংলাদেশের কোন শহরকে দক্ষিন-পূর্ব এশিয়ার হেলদি সিটি ঘোষনা করে?
41.বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জনগণের পুষ্টি অধিকার স্বীকৃত হয়েছে?
—————————–

1.উঃ নবম।
2.উঃ ১৩টি।
3.উঃ ২ টি, পাবনা ও ঢাকায়।
4.উঃ ১টি।
5.উঃ ১৫ টি।
6.উঃ ৩ টি। (মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসহ)
7.উঃ ৯৮টি।
8.উঃ ২ টি।
9.উঃ ৪০৩ টি।
10.উঃ নীলফামারী।
11.উঃ ২০ টি।
12.উঃ ৪ টি।
13.উঃ ৮ টি।
14.উঃ ৪৪ টি।
15.উঃ ৯ টি।
16.উঃ ১৯ টি।
17.উঃ ২৭ টি।
18.উঃ ৮ টি।
19.উঃ ১ টি।
20.উঃ জীবন তরী।
21.উঃ ৩০ মে, ২০০১।
22.উঃ এ. আর. এম. এনামূল হক।
23.উঃ ৫ ফেব্রুয়ারী ১৯৭১ সনে।
24.উঃ ঢাকার আন্তর্জাতিক উদারাময় গবেষনা কেন্দ্র।
25.উঃ ২৮ ফেব্রুয়ারী, ১৯৫৬ সালে।
26.উঃ ২৮ ফেব্রুয়ারী।
27.উঃ ১৯৫৩ সালে।
28.উঃ ১৯৭৬ সালে।
29.উঃ ৭ এপ্রিল, ১৯৭৯ সালে।
30.উঃ ১৯৮৫ সালে।
31.উঃ ইউনিসেফ।
32.উঃ যক্ষা, ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস, হুপিং কফ ও হাম।
33.উঃ ২৩ শে এপ্রিল।
34.উঃ ৩০ মিলি গ্রাম
35.উঃ ১৫০ মাইক্রো গ্রাম।
36.উঃ ফ্লাভি ভাইরাস।
37.উঃ ডেঙ্গু ভাইরাসজনিত একটি জ্বর। ডেঙ্গুজ্বর দুই ধরণের। যথা- ক্লাসিক্যাল বা সাধারণ ডেঙ্গুজ্বর ও হেমোরেজিক ডেঙ্গুজ্বর।
38.উঃ সাভারের বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের তেজষ্ক্রিয় উৎপাদন বিভাগ।
39.উঃ আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল।
40.উঃ চট্টগ্রাম সিটিকে।
41.উঃ ১৮ নম্বর অনুচ্ছেদে

বুধবার, ৫ আগস্ট, ২০১৫

১→ শহীদ না হয়েও এখনো পাকিস্তানে
আছেন "শহীদ" আফ্রিদি।
.
২→ সেলাই না জানলেও জিম্বাবুয়ে দলে
আছেন
একজন "টেইলর"।
.
৩→ রসিক না হলেও "রস" নিয়ে বসে
আছেন
নিউজিল্যান্ডের "রস টেলর"।
.
৪→ খেলা ভালো না হলেও ওয়েস্ট
ইন্ডিজ দলে আছেন একজন "বেস্ট"।
.
৫→ সত্যি কথা বললেও পাকিস্তানে আছে
নাম করা এক "গুল"।
.
৬→ বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলেও
শ্রীলংকা দলে আছেন একজন "কুমার"।
.
৭→ ম্যাচের পর ম্যাচ রান না পেলেও
ইন্ডিয়া দলে তিনি "ধনী"।
.
৮→ জীবিত থেকেও বাংলাদেশ দলের
আছেন
একজন "শাহাদাত"।
.
৯→ যুদ্ধ না করে বাংলাদেশে আছে
"গাজী"।
.
১০→ কোরআন মুখস্থ না করেও
পাকিস্তান
আছে "হাফিজ"।
.
১১→ কোনো রান্না না করেও
ইংল্যান্ডে আছে "কুক"।
.
১২→ সরকারি চাকুরি না করেও দক্ষিণ
আফ্রিকায়
আছে "আমলা
অ্যানথ্রাক্স (রোগ) কি ও কেন সচেতনতা জরুরি,
এড়িয়ে যাবেন না..........
সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ ও পাবনা
জেলায় গরুর মাংসের মাধ্যমে অ্যানথ্রাক্স
ব্যাকটেরিয়াজনিত রোগ সাধারন জনগনের মাঝে
সংক্রমিত হয়েছে। নানা জেলাতে তা ছড়াতে শুরু
করেছে। সরকার ও সাধারন জনগন নানা পদক্ষেপ
নিয়েছে তা প্রতিরোধ করতে, কিন্তু
প্রতিরোধের প্রধান শর্ত সচেতনতা। তাই সবার
জ্ঞাতার্থে অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া সর্ম্পকে কিছু
তথ্য তুলে ধরা হলো।
অ্যানথ্রাক্স কী
অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়াজনিত একটি রোগ।
ব্যাকটেরিয়াটির নাম ব্যাসিলাস অ্যানথ্রাসিস।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় রোগজীবাণুটি এক ধরনের
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটি যে
রোগের কারণ, তা প্রথম বের করেন জার্মান
বিজ্ঞানী ড. রবার্ট কো।
সাধারণত যেসব প্রাণী ঘাস খায় যেমন- ছাগল, ভেড়া,
গরু, ঘোড়া এ রোগে আক্রান্ত হয়। আক্রান্ত
প্রাণীর সংস্পর্শে এলে মানুষও আক্রান্ত হতে
পারে। তবে মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায়
না।
জীবাণুটির বৈশিষ্ট্য হলো এটি স্পোর তৈরি করে
প্রতিকূল পরিবেশে ৪৮ বছর পর্যন্ত বেঁচে
থাকতে পারে এবং বারবার রোগের প্রকাশ ঘটাতে
পারে। গৃহপালিত পশু থেকে এ রোগ দ্রুত মানুষে
বিস্তার লাভ করে।
প্রাচীনকাল থেকে এ রোগের প্রকোপ
থাকলেও ২০০৮-০৯ সালে যুক্তরাজ্যে এবং ১৯৪৪ ও
১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে এ রোগের প্রাদুর্ভাব
ঘটেছিল। অ্যানথ্রাক্সের জীবাণু খুব দ্রুত বিস্তার
লাভ করে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর দ্বারপ্রান্তে
নিয়ে যেতে পারে। তাই জীবাণু অস্ত্র
হিসেবেও এটি ব্যবহৃত হয়। প্লেগের মতো
ভয়াবহ হওয়ায় এর অন্য নাম হলো পঞ্চম প্লেগ।
রোগের ধরন
আক্রান্ত স্থান অনুযায়ী তিন ধরনের অ্যানথ্রাক্স
শনাক্ত করা হয়েছে। খাদ্যনালি অর্থাৎ মুখগহ্বর
থেকে পায়ুপথ পর্যন্ত অংশ আক্রান্তকারী
অ্যানথ্রাক্স, শ্বাসতন্ত্রে আক্রান্তকারী
অ্যানথ্রাক্স এবং ত্বক আক্রান্তকারী অ্যানথ্রাক্স।
এর মধ্যে ত্বকে বা স্কিনে যে অ্যানথ্রাক্স হয়, তা
তুলনামূলক নিরাপদ।
৯৫ শতাংশ ক্ষেত্রে চিকিৎসায় এ ধরনের অ্যানথ্রাক্স
ভালো হয়ে যায়। খাদ্যনালির অ্যানথ্রাক্স তুলনামূলক
জীবনঘাতী। চিকিৎসার পরও প্রায় ৪০ শতাংশ
রোগীর মৃত্যু হতে পারে। তবে সবচেয়ে
ভয়ানক হলো শ্বাসনালীর অ্যানথ্রাক্স। সঠিক সময়ে
চিকিৎসা করালেও প্রায় ৫০ ভাগ ক্ষেত্রে
রোগীর মৃত্যু হতে পারে। আশার কথা, আমাদের
দেশে যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব ঘটেছে, তা
ত্বকেই সীমাবদ্ধ।
উপসর্গ
জীবাণু শরীরে প্রবেশের দুই থেকে পাঁচ
দিনের মধ্যে নানা উপসর্গ দেখা দেয়। ত্বকের
অ্যানথ্রাক্সে শুরুতে শরীরে ছোট ছোট ঘা
দেখা দেয়। ঘা বা আলসারগুলোয় কোনো ব্যথা
থাকে না, একসময় শুকিয়ে কালো হয়ে যায়। সঠিক
সময়ে চিকিৎসা না নিলে জীবাণু রক্তে মিশে
যেতে পারে।
ফলে সেপসিস হয়ে রোগী মারা যেতে পারে।
ফুসফুসীয় অ্যানথ্রাক্স রোগে সাধারণ সর্দি-কাশির
মতো সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্ট হয়, বুকে
ব্যথা হয়। একসময় রেসপিরেটরি ডিসট্রেস
সিনড্রোম দেখা দিতে পারে, যার পরিণতি নিশ্চিত
মৃত্যু। খাদ্যনালির অ্যানথ্রাক্সে মুখে আলসার হতে
পারে, ডায়রিয়া হতে পারে, রক্তবমি ও পায়খানার
সঙ্গে রক্ত বের হতে পারে।
কাদের হয়
গৃহপালিত পশু যেমন- গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি
এ রোগে প্রথম আক্রান্ত হয়। যারা পশুপালনের
সঙ্গে যুক্ত তাদের এ রোগ হতে পারে। এ ছাড়া
যাঁরা ট্যানারি শিল্পে কাজ করছেন, তাঁদেরও এ রোগ
হতে পারে। আমাদের দেশে মানুষ বা গৃহপালিত পশু
কারোরই এ রোগের প্রতিষেধক বা টিকা দেওয়ার
ব্যবস্থা না থাকায় আমরা ঝুঁকির মধ্যে আছি।
কিভাবে ছড়ায়
গৃহপালিত পশু ঘাস খাওয়ার সময় জীবাণুর স্পোর
খেয়ে ফেলে। এ স্পোর তখন পশুর দেহে
অ্যানথ্রাক্স রোগের সৃষ্টি করে। পশুটি তখন
নিজেই রোগের উৎস হিসেবে কাজ করে। মূলত
গৃহপালিত পশুর সংস্পর্শে এলে বা স্কিন কন্টাক্ট
হলে এ রোগ এক দেহ থেকে অন্য দেহে
ছড়িয়ে পড়ে।
এ ছাড়া অ্যানথ্রাক্স রোগের জীবাণুর স্পোর
নিঃশ্বাসের সঙ্গে প্রবেশ করতে পারে।
আক্রান্ত প্রাণীর গোশত খেলেও
অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আক্রান্ত
পশু মারা গেলে খোলা পরিবেশে ফেলে
রাখলে তা দ্রুত পরিবেশদূষণ করে অ্যানথ্রাক্স
জীবাণুর বিস্তার ঘটায়।
পরীক্ষা-নিরীক্ষা
মূলত উপসর্গ দেখে রোগের ধরণ বোঝা যায়।
পরীক্ষাগারে গ্রাম স্টেইনিং নামের বিশেষ একটি
পরীক্ষা, রক্তের কালচার পরীক্ষা, এলাইজা
পরীক্ষা, অ্যাগলুটিনেশন টেস্ট ইত্যাদি বিশেষ
পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে রোগজীবাণুর
অস্তিত্ব নির্ণয় করা যায়।
চিকিৎসা
এ রোগের চিকিৎসায় সিপ্রোফ্লক্সাসিন,
ডক্সিসাইক্লিন, ইরাইথ্রোমাইসিন, পেনিসিলিন ইত্যাদি
ওষুধ দেওয়া যেতে পারে। তবে সাধারণ সময়ের
চেয়ে অনেক বেশি দিন অর্থাৎ প্রায় দুই মাস
পর্যন্ত এসব ওষুধ গ্রহণের প্রয়োজন পড়তে
পারে। আতঙ্কের বিষয়, শ্বাসতন্ত্র বা খাদ্যনালির
অ্যানথ্রাক্স রোগে এসব শক্তিশালী
অ্যান্টিবায়োটিকও ঠিকমতো কাজ না করতে পারে।
প্রতিরোধ জরুরি
অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা বা ভ্যাকসিন পাওয়া যায়।
ছয়টি টিকা দিতে হয়। প্রথম দিন একটি, দ্বিতীয়
সপ্তাহে একটি, চতুর্থ সপ্তাহে একটি, পরবর্তী
সময়ে ছয় মাস, ১২ মাস এবং ১৮ মাসে গিয়ে একটি
করে টিকা নিতে হবে। এভাবে ছয়টি নেওয়ার পর
প্রতিবছর একটি করে বুস্টার ডোজ নিতে হবে।
এ রোগ সফলভাবে প্রতিরোধ করতে চাইলে
আক্রান্ত এলাকায় গৃহপালিত পশুর সঙ্গে সংস্পর্শের
ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ
আক্রান্ত পশুর সংস্পর্শে এলে তাকে ভালোভাবে
সাবান দিয়ে অথবা অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করে
নিতে হবে।
আক্রান্ত পশুর কাছে যাওয়ার আগে নাক ও মুখ রুমাল
দিয়ে ঢেকে রাখতে হবে। আক্রান্ত গরু-ছাগল বা
রোগের ঝুঁকিতে থাকা পশুর গোশত গ্রহণ
থেকে বিরত থাকতে হবে। মৃত পশুকে গভীর
গর্ত করে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে
ফেলতে হবে। কোনো অবস্থাতেই মৃত পশু
খোলা পরিবেশে রাখা যাবে না। অ্যানথ্রাক্স
রোগে আতঙ্ক নয়, চাই সচেতনতা।